• Bengali Word ওয়াড় , ওসার , উয়ার , ওহাড় , ওড় English definition [ওয়াড়্, ওসার্, উয়ার্, ওহাড়্, ওড়্‌] (বিশেষ্য) গেলাফ; বালিশ; লেপ ইত্যাদির আবরণ বা খোল (মানুষ না সব বালিশ যেন জামার ওয়াড় আঁটা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>(হিন্দি) পৈসার, বাংলা ওসার> ওআর> য়-শ্রুতির ফলে ওয়ার, ওয়াড়। অথবা, (তৎসম বা সংস্কৃত) অবসর>অওসর>ওসার>ওআর>ওয়াড়}
    • Bengali Word কেওয়ার, কেওয়াড় English definition [ক্যাওয়ার্‌, ক্যাওয়াড়্‌] (বিশেষ্য) কপাট; কবাট; দরজার পাল্লা (আসমানে যাইয়া দিল দুয়ারে কেওয়ার-সৈয়দ হামজা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাট> (প্রাকৃত) কব্রাড়>কেওয়াড়}