অ পৃষ্ঠা ৮৯
- Bengali Word অলম্বুষ English definition [অলম্বুশ্] (বিশেষ্য) ১ পৌরাণিক রাক্ষস-বিশেষ-রাবণের মন্ত্রী প্রহস্ত; ঘটোৎকচ কর্তৃক নিহত কৌরব পক্ষের রাক্ষসের নাম। ২ যে সাধারণের অনেক ক্ষতি করে। ৩ গালিবিশেষ। ৪ লজ্জাবতী লতা। □ (বিশেষণ) নির্বোধ; হাবা; অমার্জিত (আমার কপালে জুটেছে একটা হাবা-গোবা অলম্বুষ)। {(তৎসম বা সংস্কৃত) অলম্+√বুস্+অ(ঘঞ্)}
- Bengali Word অলস English definition [অলশ্] (বিশেষণ) ১ কুঁড়ে; পরিশ্রমবিমুখ। ২ মন্থর (অলস গমনে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ জড় প্রকৃতি। ৪ উদাস; অন্যমনস্ক (গতি ধীর, মন্থর, অলস-সত্যেন্দ্রনাথ দত্ত)। আলস্য, অলসতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ+√লস্+অ(অচ্); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অলাত , আলাত English definition [অলাত্, আলাত্] (বিশেষ্য) জ্বলন্ত অঙ্গার (পোড়ে মৌচাক আধিদৈবিক অলাতে-সুধীন্দ্রনাথ দত্ত )। অলাতচক্র (বিশেষ্য) চক্রাকার বহ্নি; জ্বলন্ত কাঠ বা অঙ্গার ঘোরালে আগুনের যে চক্র সৃষ্টি হয় (জানি জানি, এই অলাত চক্রে চঙ্ক্রমণ-বিদে)। অলাতশিলা (বিশেষ্য) পাথুরে কয়লা। {(তৎসম বা সংস্কৃত ) অ+√লা+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অলাবু , অলাবূ English definition [অলাবু] (বিশেষ্য) লাউ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√লব্+উ, ঊ}
- Bengali Word অলাভ English definition [অলাভ্] (বিশেষ্য) ১ লাভহীনতা। ২ লোকসান; ক্ষতি। ৩ অপ্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+লাভ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অলি ১ English definition [ওলি] (বিশেষ্য) ১ ভ্রমর (অলির গানে কানন ভরে গেল-আবুল ফজল)। ২ বৃশ্চিক। ৩ মদ্য (অলিপান)। অলিকুল (বিশেষ্য) ভ্রমরের ঝাঁক। {(তৎসম বা সংস্কৃত) √অল্+ই(ইন্)}
- Bengali Word অলি ১ , ওলি English definition [ওলি] (বিশেষ্য) ১ অভিভাবক; অছি। ২ দরবেশ (কত অলি দরবেশ, এমন কি কত নবী-রছুলের পবিত্র জীবনী-(মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। ৩ রক্ষক। অলি-অসি, অলি-অছি (বিশেষ্য ) নাবালকের অভিভাবক বা সম্পত্তির রক্ষক (যদি নাবালক পুত্রের অলি-অছি পদ বহাল থাকে, তবে ত মঙ্গল, তাহা না থাকিলে ভরা-ডুবি, একেবারে বিসর্জন-মীর মশাররফ হোসেন)। {আ. ব্লী }
- Bengali Word অলিক (মধ্যযুগীয় বাংলা) English definition [ওলিক্] ললাট, কপাল। {(তৎসম বা সংস্কৃত) অলক্ষ্য>}
- Bengali Word অলিখিত English definition [অলিখিতো] (বিশেষণ) লেখা হয়নি এমন (কোন এক অলিখিত ইতিহাসের অন্তর্গত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+লিখিত; (বহুব্রীহি সমাস ); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অলিগলি English definition [ওলিগোলি] (বিশেষ্য) গলিঘুঁজি; সঙ্কীর্ণ পথ। {(তৎসম বা সংস্কৃত) গল; গলি; অনুকারক শব্দ অলি}
- Bengali Word অলিজিহবা English definition [ওলিজিওভা] (বিশেষ্য) আলজিভ; অপজিহবা। {(তৎসম বা সংস্কৃত) অলি+জিহবা}
- Bengali Word অলিঞ্জর English definition [ওলিন্জর্] (বিশেষ্য) মাটির বড়ো পাত্র; জালা। {(তৎসম বা সংস্কৃত) অলিঞ্জর}
- Bengali Word অলিন্দ English definition [ওলিন্দো] (বিশেষ্য) বারান্দা; চাতাল (অনেক দূরে মুক্ত দেশের অলিন্দে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √অল্+ইন্দ(কিন্দচ্)}
- Bengali Word অলিভ English definition [ওলিভ্] (বিশেষ্য) ফলবিশেষ; জলপাই ফল (গ্রীসের অলিভ বন অন্ধকার-জীবনানন্দ দাশ)। অলিভ অয়েল (বিশেষ্য) জলপাই ফল থেকে প্রস্তুত তেল। {ইংরেজী Olive}
- Bengali Word অলিমা , ওয়ালিমা , ওলিমা English definition [ওলিমা, ওয়ালিমা, ওলিমা] (বিশেষ্য) ১ মুসলমানদের বৈবাহিক ভোজ; বিবাহ উৎসবে প্রদত্ত ভোজ। ২ বিবাহ উপলক্ষে বরপক্ষের আয়োজিত ভোজের অনুষ্ঠান (হজরতের গৃহেও অলিমার খানা প্রস্তুত হইতে লাগিল-(মাওলানা মুহাম্মদ আকরম খাঁ )। {আ.ব্লিমাহ}
- Bengali Word অলীক English definition [অলিক্] (বিশেষ্য) অসত্য; মিথ্যা (জীবন কি অলীক?)। □ (বিশেষণ) ১ অমূলক (বস্তুতঃ ইহা এক অলীক কল্পনা মাত্র-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অসার; বৃথা (কিন্তু ফকীরের রাজকন্যা লাভের বাসনা যে বামনের চাঁদ ধরার আশার মত নিতান্তই অলীক-শেখ ফজলুল করিম)। অলীকতা (বিশেষ্য) {( তৎসম বা সংস্কৃত) √আল্+ঈক(কীকন্)}
- Bengali Word অলুক English definition [অলুক্] (বিশেষণ) লোরহিত; লোপ হয় না এমন; লোপাভাব। অলুক সমাস (বিশেষ্য) (ব্যাকরণ) সমাসবিশেষ; যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না (যেমন-হাতে-খড়ি, গায়ে-হলুদ, যুধিষ্ঠির ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+লুক্ (লুক্কায়িত)}
- Bengali Word অলুপ English definition ⇒ আলোপ
- Bengali Word অলুফা , আলুফা English definition [অলুফা, আলুফা] (বিশেষ্য) বিনামূল্যে প্রাপ্ত খাদ্য। □ (বিশেষণ) সহজলভ্য। {আ.আলুফাহ}
- Bengali Word অলুফাদার , আলুফাদার English definition [অলুফাদার্, আলুফাদার্] (বিশেষ্য) (বিশেষণ) লোভনীয় পদের অধিকারী। {আ.আলুফাহ +ফারসি দার}