• Bengali Word আলোপ, অলুপ English definition [আলোপ্, অলুপ্‌] (বিশেষণ) লুপ্ত; অন্তর্নিহিত (ক্ষেণেক আলোপ চন্দ্র ক্ষেণেক বিদিত-সৈয়দ আলাওল; অলুপ করিব ভানু-সৈয়দ আলাওল)। □ ( বিশেষণ) বিনাশ; ধ্বংস। {(তৎসম বা সংস্কৃত) অবলুপ্ত>}