অ পৃষ্ঠা ৮৬
- Bengali Word অর্চা English definition [অর্চা] (বিশেষ্য) ১ পূজা। ২ প্রতিমা (পূজাঅর্চা)। {(তৎসম বা সংস্কৃত ) √অর্চ্+অ+আ}
- Bengali Word অর্চি , অর্চিঃ (অর্চিচিস্) English definition [ওর্চি, ওর্চিহ্] (বিশেষ্য) ১ শিখা। ২ জ্বালা। ৩ দীপ্তি। ৪ সূর্যকিরণ; অংশু। {(তৎসম বা সংস্কৃত) √অর্চ্+ইন্, ইস্(ইসি)}
- Bengali Word অর্চিত , অর্চ্য English definition ⇒ অর্চন
- Bengali Word অর্জক , অর্জয়িতা (অর্জকতৃ) English definition [অর্জোক্, অর্জোয়িতা] (বিশেষণ) অর্জনকারী। অর্জিকা, অর্জয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √অর্জ্+অক(ণ্বুল্),+ তৃ(তুচ্)}
- Bengali Word অর্জন English definition [অরজোন্] (বিশেষ্য) ১ উপার্জন; রোজগার; আয়। ২ চেষ্টার দ্বারা প্রাপ্তি। ৩ লাভ। অর্জিত (বিশেষণ) উপার্জিত; প্রয়াস দ্বারা প্রাপ্ত; চেষ্টালব্ধ (অর্জিত জ্ঞান)। {(তৎসম বা সংস্কৃত) √অর্জ্+অন(ল্যুট্)}
- Bengali Word অর্জিত English definition ⇒ অর্জন
- Bengali Word অর্জুন English definition [ওরজুন্] (বিশেষ্য) ১ পাণ্ডবদের তৃতীয় ভ্রাতা; ধনঞ্জয়; পার্থ। ২ নেত্ররোগবিশেষ; আঞ্জনি। ৩ বৃক্ষবিশেষ। ৪ হিন্দু পুরাণোক্ত কৃতবীর্যের পুত্র; কার্তবীর্য। {(তৎসম বা সংস্কৃত) √অর্জ্+উন(উনন)}
- Bengali Word অর্জয়িতা , অর্জয়িত্রী , অর্জিকা English definition ⇒ অর্জক
- Bengali Word অর্ডার English definition [অর্ডার] (বিশেষ্য) ১ হুকুম (অর্ডার করা)। ২ ফরমায়েশ (জুতার অর্ডার দেওয়া)। অর্ডারি (বিশেষণ) ফরমায়েশি; ফরমাশ অনুযায়ী কৃত বা নির্মিত (অর্ডারি মাল)। {ইংরেজী Order}
- Bengali Word অর্ণব English definition [অর্নব্, অর্নোব্] (বিশেষ্য) সমুদ্র (রক্ষোবর, মহিমার অর্ণব জগতে-মাইকেল মধুসূদন দত্ত)। অর্ণবতরি, অর্ণবপোত, অর্ণবযান (বিশেষ্য) সমুদ্রগামী জাহাজ (আমরা অর্ণবপোতে আরোহন করিলাম- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অর্ণস্+ব}
- Bengali Word অর্থ ১ English definition [অর্থো] (বিশেষ্য) ১ ধন; টাকাকড়ি; বিত্ত; সম্পত্তি (অর্থব্যয়)। ২ প্রয়োজন; উদ্দেশ্য; হেতু (দেশ সেবার্থে দান)। ৩ তত্ত্ব; সত্য (যথার্থ)। ৪ জাগতিক সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ)। ৫ ইচ্ছা; অভিলাষ; প্রার্থনা (মোক্ষার্থে তপস্যা)। ৬ ধনবিজ্ঞান (অর্থশাস্ত্র)। ৭ জ্ঞাতব্য বিষয় (সর্বার্থতত্ত্ববিদ)। ৮ কাম্যবস্তু (পুরুষার্থ)। অর্থকর (বিশেষণ) আয়জনক; উদ্দেশ্য সাধক। অর্থকরী (বিশেষণ) অর্থোপার্জনে সহায়ক; আয়জনক (অর্থকরী বিদ্যা)। অর্থকষ্ট, অর্থকৃচ্ছ্র (বিশেষ্য) টাকা-পয়সার অভাবহেতু ক্লেশ বা কষ্ট; দারিদ্র। অর্থকামী (অর্থমিন্) ( বিশেষণ) অর্থ বা টাকা পয়সা কামনা করে এমন। অর্থকৃচ্ছ্র⇒অর্থকষ্ট। অর্থগৃধ্নু, অর্থপর, অর্থপরায়ন (বিশেষণ) ধনলোভী; ধনসর্বস্ব; কৃপণ। অর্থচিন্তা (বিশেষ্য) উপার্জনের জন্য ভাবনা বা চিন্তা। অর্থচেষ্টা (বিশেষ্য) ধন উপার্জনের চেষ্টা। অর্থদণ্ড (বিশেষ্য) জারিমানা; ফাইন। অর্থনীতি (বিশেষ্য) ধনবিজ্ঞান; economics । অর্থপর, অর্থপরায়ণ ⇒ অর্থগৃধ্নু। অর্থপিশাচ (বিশেষণ) (বিশেষ্য) পাপ-পুর্ণের বিচার না করে অর্থ সঞ্চয়ে প্রয়াসী; আদর্শবিহীন-রূপে ব্যয়কুন্ঠ। অর্থপ্রদ (বিশেষণ) অর্থ দেয় বা দান করে এমন। অর্থপ্রাপ্তি (বিশেষ্য) অর্থলাভ; ধনলাব (অর্থপ্রাপ্তিযোগ)। অর্থবান (বিশেষণ) অর্থশালী; ধনবান। অর্থবিদ্যা (বিশেষ্য) অর্থবিষয়ক বিদ্যা; অর্থনীতি economics । অর্থবিনিয়োগ (বিশেষ্য) টাকা খাটানো বা নিয়োগ করা; investment (ব্যবসায়ে অর্থবিনিয়োগ)। অর্থবৈকল্প ( বিশেষ্য) কথার ফাঁকি; ব্যপদেশ। অর্থব্যয় (বিশেষ্য) টাকা খরচ। অর্থভাগ্য (বিশেষ্য) অর্থলঅভের অদৃষ্ট; অর্থের সৌভাগ্য। অর্থভাণ্ডার (বিশেষ্য) তহবিল; কোষ। অর্থশালী (অর্থলিন্) (বিশেষণ) রাষ্ট্রবিজ্ঞান(চাণক্য তায় দ্যায় না আমল; অর্থমাস্ত্রে নেহাৎ সে নামকাটা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ নীতিশাস্ত্র; ethics । অর্থশূন্য (বিশেষণ) ধনহীন। অর্থসংস্থান (বিশেষ্য) ধন আহরণ সঙ্গতি। অর্থসঙ্কট, অর্থসমস্যা (বিশেষ্য) অর্থাভাবজনিত বিপদ বা সমস্যা। অর্থসিদ্ধি (বিশেষ্য) উদ্দেশ্য সিদ্ধি; প্রয়োজন সাধন। অর্থহানি (বিশেষ্য) ধনক্ষয়। অর্থহীন (বিশেষণ) ধনশূন্য। অর্থাগম (বিশেষ্য) ধনপ্রাপ্তি। অর্থোপার্জন (বিশেষ্য) টাকা আয়। {(তৎসম বা সংস্কৃত) √অর্থি+অ(অচ্)}
- Bengali Word অর্থ ২ English definition [অর্থো] (বিশেষ্য) শব্দের তাৎপর্য; মানে। অর্থগৌরব (বিশেষ্য) (আলঙ্কারিক) সাহিত্যে ভাবের গুরুত্ব। অর্থগ্রহ (বিশেষ্য) অর্থবোধ। অর্থবাদ (বিশেষ্য) বিশেষ তাৎপর্যমণ্ডিত উক্তি। ২ স্তুতিবাদ। ৩ নিন্দাবাদ। অর্থবিদ, অর্থবিৎ (বিশেষণ) ১ শব্দার্থবেত্তা। ২ তত্ত্বজ্ঞ। অর্থসঙ্গতি (বিশেষ্য) তাৎপর্যের অভিন্নতা; ভাবের সামঞ্জস্য। অর্থাগম (বিশেষ্য) অর্থ উদ্ধার; তাৎপর্য গ্রহণ(এ জাতীয় উপমা অর্থাগমের সহায় নয়; এমন কি অনেক সময়ে প্রাঞ্জলতার পরিপন্থী-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √অর্থ+অ(অচ্)}
- Bengali Word অর্থান্তর English definition [অর্থান্তর্] (বিশেষ্য) ১ অর্থভেদ। ২ ভিন্ন অর্থ বা অপর তাৎপর্য। অর্থান্তরন্যাস (বিশেষ্য ) (আলঙ্কারিক) বিশেষের দ্বারা সামান্যকে বা সামান্য দ্বারা বিশেষকে সমর্থন; corroboration (যথা-কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ? উদ্যম বিহনে কার পুরে মনোরথ?-কৃষ্ণচন্দ্র মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) অর্থ+অন্তর; নিত্য সমাস}
- Bengali Word অর্থাপত্তি English definition [অর্থাপোত্তি] (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) কাব্যালঙ্কার বিশেষ। ২ অনুমানের সাহায্যে সিদ্ধান্ত প্রাপ্তি.(তবু প্রতিযোগী অর্থাপত্তির আপত্তি-বিপত্তি মনীষার আপোষে সত্যই মেটে কিন সন্দেহ-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অর্থ+আপত্তি}
- Bengali Word অর্থাৎ English definition [অর্থাত] (অব্যয়) মানে; এর মানে। {(তৎসম বা সংস্কৃত) অর্থ+আৎ; ৫মী একব}
- Bengali Word অর্থিত English definition [ওর্থিতো] (বিশেষণ) ১ প্রার্থিত; যাচিত। ২ জিজ্ঞাসিত। {(তৎসম বা সংস্কৃত ) √অর্থ্+ত(ক্ত)}
- Bengali Word অর্থী (-র্থিন্) English definition [ওর্থি] (বিশেষণ) ১ প্রার্থনাকারী; যাচক (অর্থী প্রার্থী বাদী প্রতিবাদী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অভিলাষী; কামী (বিদ্যার্থী)। ৩ ধনবান; বিত্তশালী। ৪ বাদী; অভিযোক্তা। {(তৎসম বা সংস্কৃত) √অর্থ্+ইন্}
- Bengali Word অর্ধ , অধ (মধ্যযুগীয় বাংলা) English definition [অর্ধো, অধ] (বিশেষ্য) আধা; দুইভাগের একভাগ। □ (বিশেষণ) ১ আধাআধি; আধা (অধ নদী গেলে পুনি বহে খর বাএ-বড়ু চণ্ডীদাস)। ২ অসম্পূর্ণ (অর্ধসমাপ্ত)। □ (ক্রিয়া বিশেষণ) আংশিকভাবে (অর্ধভুজ)। অর্ধচন্দ্র (বিশেষ্য) ১ অর্ধ প্রকাশিত চন্দ্র। ২ (ব্যাঙ্গার্থ) গলাধাক্কা (এঁরাই আবার অর্ধচন্দ্র পেরে চৌকাঠের বাইরে এসে-কাজী নজরুল ইসলাম)। ৩ এক ধরনের সেনা সমাবেশ। ৪ মুসলমানদের ধর্মীয় পতাকা (হইল উজ্জ্বল… অর্ধচন্দ্র-নবীন চন্দ্রসেন)। অর্ধচন্দ্রকার, অর্ধচন্দ্রাকৃতি (বিশেষণ) অর্ধচন্দ্রের আকৃতিবিশিষ্ট। অর্ধনারীশ্বর (বিশেষ্য) হিন্দুদের এক দেহে মিলিত হরগৌরীর যুগল মূর্তি। অর্ধনিমগ্ন (বিশেষণ) অর্ধভাগ ডুবানো আছে এমন। অর্ধনিমীলিত, অর্ধমুদ্রিত (বিশেষণ) আধ বোজা। অর্ধনির্মিত (বিশেষণ) ১ আধগড়া; অর্ধেক প্রস্তুত হয়েছে এমন। ২ অসম্পূর্ণ। অর্ধপথ (বিশেষ্য) মাঝপথ। অর্ধপরিস্ফুট ( বিশেষণ) অস্পষ্ট। অর্ধবয়স্ক (বিশেষণ) মাঝবয়সী; প্রৌঢ়। অর্ধাবনমিত (বিশেষণ) অর্ধনত; অর্ধেক বাঁকানো (অর্ধাবনমিত দেহে রুকু করিল-কাজী ইমদাদুল হক)। অর্ধব্যক্ত (বিশেষণ) অর্ধস্ফুট; অস্পষ্ট; আধো আধো (গৃহময়ূরকন্ঠে অর্ধব্যক্ত কেকার অপরাধ আর ফুটিল না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অর্ধমুদ্রিত⇒ অর্ধনিমীলিত। অর্ধমূর্ছিত (বিশেষণ) প্রায় অজ্ঞান; সামান্য জ্ঞান আছে এমন। অর্ধমূর্ছিতা (এখনও আমার সহচরী অর্ধমূর্ছিতা রহিয়াছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অর্ধরাত্র, অর্ধরাত্রি (বিশেষ্য) মাঝরাত; মধ্যরাত্র। অর্ধশত (বিশেষণ) পঞ্চাশ। অর্ধস্ফুট (বিশেষণ) অর্ধোচ্চারিত; আধো আধো। {(তৎসম বা সংস্কৃত) √ঋধ্+অ(ঘঞ্); অর্ধ+অ(অচ্)}
- Bengali Word অর্ধাংশ English definition [অর্ধাঙ্শো] (বিশেষ্য) দুই ভাগের এক ভাগ। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+অংশ; কর্মধারয় সমাস}
- Bengali Word অর্ধাঙ্গ English definition [অর্ধাঙ্গো] (বিশেষ্য) ১ দেহের অর্ধাংশ। ২ পতি; স্বামী। ৩ আংশিক পক্ষাঘাত। অর্ধাঙ্গী, অর্ধাঙ্গিনী (বিশেষ্য ) (স্ত্রীলিঙ্গ) পত্নী; (স্ত্রীলিঙ্গ)। [তুলনীয় ইংরেজী Better half]। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+অঙ্গ}