অ পৃষ্ঠা ৯২
- Bengali Word অশোক ২ English definition [অশোক্] (বিশেষ্য) মগধের বিখ্যাত নৃপতি। অশোকলিপি (বিশেষ্য) রাজা অশোক কর্তৃক প্রস্তরে উৎকীর্ণ ব্রাহ্মী-লিপি। অশোকস্তম্ভ (বিশেষ্য) অশোক কর্তৃক স্থাপিত অনুশাসনলিপিযুক্ত প্রস্তর-স্তম্ভ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শোক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অশোচনীয় , অশোচ্য English definition [অশোচোনিয়ো, অশোচ্চো] (বিশেষণ) শোক করা অনুচিত এমন। {(তৎসম বা সংস্কৃত) অ+শোচনীয়, শোচ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অশোধন English definition [অশোধোন্] (বিশেষ্য) শোধন বা পরিমার্জনের অভাব। অশোধিত (বিশেষণ) শোধন করা হয়নি এমন; অসংশোধিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শোধন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অশোভন English definition [অশোভোন্] (বিশেষণ) ১ শোভা পায় না এমন। বেমানান। ২ অসঙ্গত; অনুচিত। ৩ দেখতে খারাপ; বিশ্রী; কুৎসিত (তাঁহাদের মধ্যেকার বিরোধ অশোভন রুপে আমার সম্মুখে প্রকাশ হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)।ন্পটড ্বককঅশোভনা স্ত্রী। অশোঅকদুাসবাবঅশোভনতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শোভন; (নঞ্ তৎপুরুষ সমাস ); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অশৌচ English definition [অশোউচো] (বিশেষ্য) ১ অশুদ্ধি। ২ হিন্দুমতে আত্মীয়বর্গের মরণাদির জন্য দেহাশুদ্ধি। ৩ সন্তান জন্মহেতু প্রসূতির নির্দিষ্ট সময় পর্যন্ত দেহাশুদ্ধি। অশৌচান্ত (বিশেষণ) অশৌচ অবেস্থার শেষ বা শেষ দিন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শৌচ}
- Bengali Word অশ্ব English definition [অশ্শো] (বিশেষ্য) ঘোড়া; ঘোটক; তুরঙ্গম; বাজী; হয়। অশ্বা, অশ্বী, অশ্বিনী স্ত্রী.। অশ্বকোবিদ,অশ্ববিৎ (বিশেষণ) অশ্বসংক্রান্ত যাবতীয় ব্যাপারে অভিজ্ঞ। অশ্বক্ষমতা ⇒ অশ্বশক্তি। অশ্বখুর (বিশেষ্য) ১ ঘোড়ার খুর। ২ গন্ধদ্রব্যবিশেষ। অশ্বখুরা (বিশেষ্য) স্ত্রী. ফুলবিশেষ; অপরাজিতা ফুল। অশ্বগন্ধা (বিশেষ্য) এই নামের ক্ষুদ্র বৃক্ষবিশেষ। অশ্বগ্রীব (বিশেষণ) ঘোড়ার ন্যায় দীর্ঘ গ্রীবাবিশিষ্ট। অশ্বডিম্ব (বিশেষ্য) অলীক কল্পনা; কাল্পনিক বা অসার বস্তু; কিছুই নয়; ঘোড়ার ডিম। অশ্বতর (বিশেষ্য) খচ্চর; অশ্ব ও গর্দভের মিলনজাত প্রাণীবিশেষ। অশ্বতরী স্ত্রী.। অশ্বপাল, অশ্বপালক, অশ্বরক্ষক (বিশেষ্য) ঘোড়ার তত্ত্বাবধায়ক; সহিস। অশ্ববাহ, অশ্ববাহন (বিশেষ্য) অশ্বারোহী, ঘোড়সওয়ার।অশ্ববিৎ ⇒ অশ্বকোবিদ। অশ্বমুখী (বিশেষ্য) কিন্নরী। অশ্বমেধ (বিশেষ্য) হিন্দু রাজাদের দিগ্বিজয়ের পর ঘোড়া বলিদান যজ্ঞ। তঅশ্বযান (বিশেষ্য) ঘোড়ায় টানা গাড়ি। অশ্বশক্তি, অশ্বক্ষমতা (বিশেষ্য) horse power (… ক্ষমতার ব্যবহারিক ক্ষমতার নাম horse power বা অশ্বক্ষমতা-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। অশ্বশালা ( বিশেষ্য) আস্তাবল। অশ্বসাদী (-দিন্) (বিশেষ্য) অশ্বারোহী। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+ব(ক্বন্)}
- Bengali Word অশ্বত্থ English definition [অশ্শোত্থো] (বিশেষ্য) বৃক্ষবিশেষ; অশথ গাছ; পিপ্পল; বট জাতীয় বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্ব+ √স্থা+অ; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অশ্বত্থামা English definition [অশ্শোত্থামা] (বিশেষ্য) মহাভারতে চিত্রিত কুরুপক্ষীয় যোদ্ধা। {(তৎসম বা সংস্কৃত) অশ্বত্থামা}
- Bengali Word অশ্বমেধ English definition [অশ্শোমেধ্] (বিশেষ্য) ঘোড়ার কপালে জয়পত্র বেঁধে দিয়ে সকল রাজাকে বশ্যতা স্বীকারে বাধ্য করার পর ঐ ঘোড়াকে নিধন করে অনুষ্ঠিত প্রাচীন ভারতীয় যজ্ঞবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অশ্ব+মেধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অশ্বা English definition ⇒ অশ্ব
- Bengali Word অশ্বারূঢ় English definition [অশ্শারুঢ়ো] (বিশেষণ) ঘোড়ায় চড়ে আছে এমন (তাতার নির্ভীক অশ্বারূঢ়-রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্বারূঢ়া (বিশেষণ) স্ত্রী. (অশ্বারূঢ়া কেহ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অশ্ব+আরূঢ়; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অশ্বারোহণ English definition [অশ্শারোহোন্] (বিশেষ্য) ঘোড়ায় চড়ন। অশ্বারোহী (-হিন্) (বিশেষ্য) ঘোড়াসওয়ার। {(তৎসম বা সংস্কৃত) অশ্ব+আরোহণ; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অশ্বিনী English definition [ওশ্শিনি] (বিশেষ্য) ১ নক্ষত্রবিশেষ। □ (বিশেষ্য) স্ত্রী. ১ অশ্বারূপধারিণী সূর্যপত্নী। ২ (অপপ্রয়োগ) ঘোটকী। ততঅশ্বিনীকুমার, অশ্বিনীসূত (বিশেষ্য) দেব চিকিৎসক যমজ দেবভ্রাতৃদ্বয়ের কোনো একজন। {(তৎসম বা সংস্কৃত) অশ্ব+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word অশ্বী English definition ⇒ অশ্ব
- Bengali Word অশ্ম English definition [অশ্শোঁ] (বিশেষ্য) ১ প্রস্তর; শিলা; পাষাণ; ২ শিলাজতু; bitumen । অশ্মমণ্ডল (বিশেষ্য ) পৃথিবীর প্রস্তরময় স্তর। অশ্মর (বিশেষণ) ১ পাথুরে; প্রস্তরময়। ২ শিলা সম্বন্ধীয়। অশ্ম রী (বিশেষ্য) পাথুরি নামক রোগ। অশ্মীভূত (বিশেষণ) প্রস্তরীভূত; প্রস্তরে পরিণত; শিলীভূত; fossilized । {(তৎসম বা সংস্কৃত) অশ্+মন্}
- Bengali Word অশ্রদ্ধা English definition [অস্স্রোদ্ধা] (বিশেষ্য) ১ অভক্তি; শ্রদ্ধার অভাব (মাতৃভাষার উপর অশ্রদ্ধা ক্রমেই কমে আসছে)। ২ অবজ্ঞা; ঘৃণা। ৩ অনুরাগের অভাব; বিরাগ। ৪ অপ্রবৃত্তি। ৫ অনাস্থা। অশ্রদ্ধ (বিশেষণ) ১ শ্রদ্ধাহীন। ২ আস্থাহীন। অশ্রদ্ধেয় (বিশেষণ) ১ শ্রদ্ধার অযোগ্য। ২ হেয়; ঘৃণ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রদ্ধা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অশ্রান্ত English definition [অস্স্রাত্তো] (বিশেষণ) ১ শ্রান্তিহীন; শ্রান্তিরহিত। ২ অক্লান্ত। ৩ বিরামহীন; অবিরাম; অবিশ্রাম। □ (ক্রিয়া বিশেষণ) অবিরত; অবিশ্রান্ত; অনবরত (অশ্রান্ত গাহিতেছিল বিফল কাকলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রান্তগতি (বিশেষ্য) অবিরাম গতি; অক্লান্ত গমন (চলেছে অশ্রান্ত গতি যত পান্থ দল- রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রান্তি (বিশেষ্য) ১ শ্রান্তিহীনতা। ২ বিরামহীনতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রান্ত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অশ্রাব্য English definition [অস্স্রাব্বো] (বিশেষণ) ১ শোনা যায় না এমন; শোনার অযোগ্য। ২ অশ্লীল; কুৎসিত; কুরুচিপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রাব্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অশ্রু English definition [ওস্স্রু] (বিশেষ্য) চোখের পানি; নয়ন জল; নেত্রবারি। অশ্রুআঁখি, অশ্রুচোখ (বিশেষ্য) অশ্রুপূর্ণ আঁখি বা চোখ (অশ্রুআঁখি পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ-রবীন্দ্রনাথ ঠাকুর)।অশ্রুগদগদ (বিশেষণ) আবেগাতিশয্যে প্রায় রুদ্ধবাক বা অস্ফুটবাক। অশ্রুজল (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) অশ্রু। অশ্রুপাত, অশ্রুবর্ষণ (বিশেষ্য) ক্রন্দন।অশ্রুপ্লুত (বিশেষণ) অশ্রুপ্লাবিত; অশ্রুবিধৌত; অশ্রুপরিপূর্ণ (অশ্রুপ্লুত করুণায় পরিপূর্ণ ক্ষমার প্রভাতে -রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রুবর্ষণ ⇒ অশ্রুপাত। অশ্রুবারি (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) নয়নজল (সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি-রবীন্দ্রনাথ ঠাকুর)।অশ্রুবিসর্জন (বিশেষ্য) ক্রন্দন; অশ্রুত্যাগ। অশ্রুভারাক্রান্ত (বিশেষণ ) ১ চোখের পানিতে ভারী। ২ ক্রন্দনবশে কাতর। অশ্রুময়, অশ্রুমান (বিশেষ্য) অশ্রুপূর্ণ; অশ্রুযুক্ত। অশ্রুময়ী, অশ্রুমতী স্ত্রী.। অশ্রুমুখ (বিশেষণ) অশ্রুসিক্ত মুখবিশিষ্ট। অশ্রুমুখী স্ত্রী.। অশ্রুমোচন, অশ্রুবিমোচন (বিশেষ্য) নেত্রবারি বিসর্জন; ক্রন্দন। অশ্রু রুদ্ধ (বিশেষণ) ক্রন্দনাবেগে রুদ্ধ বা ব্যাহত (অশ্রুরুদ্ধ কন্ঠ)। অশ্রুসংবরণ (বিশেষ্য) চোখের পানি সামলানো; ক্রন্দন বন্ধ করণ। অশ্রুসজল, অশ্রুসিক্ত (বিশেষণ) চোখের পানিতে ভিজা। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+রু}
- Bengali Word অশ্রুত English definition [ওস্স্রুতো] (বিশেষণ) শোনা যায়নি বা হয়নি এমন (অতীতের গৃহছাড়া কত যে অশ্রুতবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রুতপূর্ব (বিশেষণ) পূর্বে কখনও শোনা যায়নি এমন (যদি কেহ সেই অদৃষ্টচর; অশ্রুতপূর্ব অদ্ভুত বিদ্যাপ্রকাশকে চাতুরী অথবা প্রতারণা শব্দে নির্দেশ করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রুত; (নঞ্ তৎপুরুষ সমাস)}