অ পৃষ্ঠা ৮৭
- Bengali Word অর্ধাবশিষ্ট English definition [অর্ধাবোশিশ্টো] (বিশেষণ) অর্ধেক অবশিষ্ট বা বাকি আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+অবশিষ্ট; কর্মধারয় সমাস}
- Bengali Word অর্ধার্ধ English definition [অর্ধার্ধো] অর্ধেকের অর্ধেক; সিকি অংশ। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+অর্ধ; ৬ ( তৎপুরুষ সমাস)}
- Bengali Word অর্ধার্ধি English definition [অর্ধার্ধি] (বিশেষ্য) আধাআধি। {(তৎসম বা সংস্কৃত)অর্ধ+অর্ধ (নিপাতনে)+(বাংলা) ই; দ্বন্দ্ব সমাস}
- Bengali Word অর্ধাশন English definition [অর্ধাশোন্] (বিশেষ্য) অশনের অর্ধভাগ; আধপেটা আহার। {(তৎসম বা সংস্কৃত ) অর্ধ+অশন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অর্ধাসন English definition [অর্ধাশোন্] (বিশেষ্য) আসনের অর্ধভাগ। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+আসন; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অর্ধেক English definition [অর্ধেক] (বিশেষ্য) দুই ভাগের এক ভাগ; অর্ধভাগ। {(তৎসম বা সংস্কৃত ) অর্ধ+এক; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অর্ধেন্দু English definition [অর্ধেন্দু] (বিশেষ্য) ১ পূর্ণরূপে উদিত হয়নি এমন চন্দ্র। ২ চন্দ্রের অর্ধভাগ; অর্ধচন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+ইন্দু; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অর্ধোচ্চারিত English definition [অর্ধোচ্চারিতো](বিশেষণ) অস্পষ্ট বা অসম্পূ্র্ণভাবে উচ্চারিত। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+উচ্চারিত; কর্মধারয় সমাস}
- Bengali Word অর্ধোদিত English definition [অর্ধোদিতো] (বিশেষণ) ১ সম্পূর্ণ উদিত হয়নি এমন। ২ অর্ধেক উদিত। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+উদিত; কর্মধারয় সমাস}
- Bengali Word অর্ধোদয় English definition [অর্ধোদয়্] (বিশেষ্য) পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় দিবাভাগে রবিবারে শ্রবণা-নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগবিশেষ। {( তৎসম বা সংস্কৃত) অর্ধ+উদয়; মধ্যপদলোপী সমাস}
- Bengali Word অর্পণ English definition [অর্পোন্] (বিশেষ্য) ১ দান। ২ প্রদান। ৩ ন্যস্তকরণ। ৪ সংস্থাপন। ৫ নিক্ষেপ। অর্পয়িতা(-তৃ) (বিশেষণ) অর্পণকারী। অর্পয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। অর্পিত (বিশেষণ) অর্পণ করা হয়েছে এমন (যে কার্যভার আমার প্রতি অর্পিত হইয়া পড়িয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অর্পিত (স্ত্রীলিঙ্গ)। অর্পণীয় (বিশেষণ) অর্পণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √অপি+অন(ল্যুট্)}
- Bengali Word অর্বাচীন English definition [অর্বাচিন্] (বিশেষণ) ১ হালের; নবীন; আধুনিক; অপ্রবীণ। ২ অপরিণত; বুদ্ধি; অপরিপক্ক; বিবেচনাশক্তি-হীন। অর্বাচীনতা ( বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অর্বাচ্+ঈন(খ)}
- Bengali Word অর্বুদ English definition [ওর্বুদ্] (বিশেষ্যের বিশেষণ) দশ কোটি (পড়িল অর্বুদ সেনা হাতির ঠেলায়-হেয়াত মাহমুদ)। □ (বিশেষ্য) রোগবিশেষ; আব; tumour ।{(তৎসম বা সংস্কৃত) অব+√বুন্দ্+অ(ক)}
- Bengali Word অর্শ English definition [অর্শো] (বিশেষ্য) মলনালির রোগবিশেষ; piles ।{(তৎসম বা সংস্কৃত) √ঋ+অস্(অস্থন্)}
- Bengali Word অর্শা , অর্সা , অর্শানো English definition [অর্শা, অর্সা, অর্শানো] (ক্রিয়া) ১ বর্তানো; উত্তরাধিকার সূত্রে পাওয়া বা অধিকারে আসা (অলিখিত অবস্থায় পিতা থেকে পুত্রে অর্শাতে চল্লো-(অবনীন্দ্রনাথ ঠাকুর); কাছারের সিংহাসন আমাকে অর্শে-দীনবন্ধু মিত্র )। ২ স্পর্শ হওয়া; লাগা (দোষ অর্শানো)। □ (বিশেষ্যের বিশেষণ) উক্ত সকল অর্থে। {আ. ব্রছ }
- Bengali Word অর্হ English definition [অর্হো] (বিশেষণ) ১ উপযুক্ত; যোগ্য (দণ্ডার্হ)। ২ পূজ্য; মান্য। □ (বিশেষ্য) মূল্য (মহার্হ)। অর্হা স্ত্রী.। অর্হণ, অর্হণা (বিশেষ্য) ১ পূজা। ২ যোগ্যতা। অর্হণীয় (বিশেষণ) পূজ্য, পূজনীয়। {( তৎসম বা সংস্কৃত) √অর্হ্+অ(অচ্)}
- Bengali Word অর্হৎ , অর্হন্ English definition [অর্হত্, অর্হন্] (বিশেষ্য) ১ নির্বাণের অধিকারী বৌদ্ধ বা জৈন সন্নাসী (অর্হৎ শ্রমণ তীর্থঙ্করে গৌরব তোমার কীর্তন করে- সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বুদ্ধদেব। {(তৎসম বা সংস্কৃত) √অর্হ্+অৎ(শতৃ), অন্}
- Bengali Word অল English definition ⇒ আল২
- Bengali Word অলক English definition [অলোক্/অলক্] (বিশেষ্য) ১ কেশ বা কুঞ্চিত কেশ (ধূলি হতে ফুল নিয়া মোরা পরি অলকে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ললাট বা গ্রীবাভাগে পতিত কুঞ্চিত কেশগুচ্ছ; চূর্ণ কুন্তল। ৩ তরঙ্গিত মেঘবিশেষ। ৪ অঙ্গে লিপ্ত কুমকুম। {(তৎসম বা সংস্কৃত) √অল্+অক(ক্বু)}
- Bengali Word অলকনন্দা , অলকানন্দা English definition [অলোক্নন্দা, অলোকানন্দা] (বিশেষ্য) ১ নদী বিশেষের নাম। ২ পুরাণোক্ত স্বর্গে অবস্থিত গঙ্গার নাম। {(তৎসম বা সংস্কৃত) অলকা, অলক+নন্দা}