অ পৃষ্ঠা ৪১
- Bengali Word অনুনয় English definition [ওনুনয়] (বিশেষ্য) মিনতি; অনুরোধ; বিনীত অনুরোধ বা প্রার্থনা; কাতরোক্তি (অনুনয় করিবে না কেউ-কাজী নজরুল ইসলাম)। অনুনয়ী(-য়িন্) (বিশেষণ) বিনীত অনুরোধকারী । অনুনয়বিনয় (বিশেষ্য) সাধ্য –সাধনা; সকাতর প্রার্থনা (বহু অনুনয়-বিনয় করেও কোনো ফললাভ হলো না)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√নী+অ(অচ্)}
- Bengali Word অনুপ English definition (মধ্যযুগীয় বাংলা) [অনুপ/ওনুপ্] (বিশেষণ) অনুপম; তুলনাহীন; সাদৃশ্যশূন্য (তুলিলুঁ প্রেমের মুক্তা অতুল অনুপ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত)অনুপম> অনুপ}
- Bengali Word অনুপকার English definition [অনুপোকার্] (বিশেষ্য) অপকার; অনিষ্টসাধন। অনুপকারক, অনুপকারী (বিশেষণ) অপকারী; ক্ষতিকারক (জ্ঞানের নিকষে স্বদেশের আধ্যাত্মিক সহৃদয় হৃদয় সংবেদ্যতাও অনুপকারী নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপকার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুপদ English definition [ওনুপদ্] (ক্রিয়াবিশেষণ) ১ পশ্চাৎ। ২ পিছনে পিছনে; পদে পদে। ৩ অতঃপর; অনন্তর। □ (বিশেষণ) পশ্চাদগামী।
- Bengali Word অনুপদিষ্ট English definition [অনুপোদিশ্টো] (বিশেষণ) উপদেশ বা শিক্ষা দেওয়া হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপদিষ্ট; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুপদী English definition (বিশেষণ) ১ অনুগামী; পশ্চাদ্গামী; অনুবর্তী। ২ অনুসরণকারী (মৃগ অনুপদী বীর যায় ধীরগতি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ অন্বেষণকারী। {(তৎসম বা সংস্কৃত)অনু+পদ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুপপত্তি English definition [অনুপোপোত্তি্] (বিশেষ্য) ১ অসঙ্গতি; অভাব। ২ অসিদ্ধি; অকৃতকার্যতা। অনুপপন্ন (বিশেষণ) অসিদ্ধ; অসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উৎপত্তি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুপম , অনুপাম English definition (পদ্যে ব্যবহৃত), (মধ্যযুগীয় বাংলা)[অনুপম্/ওনুপম্, অনুপাম্] (বিশেষণ) নিরুপম; অতুলনীয়; উপমাহীন (ত্রিভুবনে অনুপাম চারি মহাবীর-দৌলত উজির বাহরাম খান)। অনুপমা (স্ত্রীলিঙ্গ)। অনুপমেয় (বিশেষণ) উপমা বা তুলনা দেওয়া যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপমা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুপযুক্ত English definition [অনুপোজুক্তো] (বিশেষণ) ১ অনুচিত; অসঙ্গত (অনুপযুক্ত কথা)। ২ অযোগ্য; অক্ষম (অনুপযুক্ত লোক)। ৩ প্রয়োজনের অনুরূপ নয় এমন। অনুপযুক্ততা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপযুক্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুপযোগ English definition [অনুপোজোগ্] (বিশেষ্য) উপযোগিতা বা প্রয়োজনশূন্যতা। অনুপযোগিতা (বিশেষ্য) ১ অপ্রয়োজনীয়তা; প্রয়োজনের সঙ্গে অসঙ্গতি। ২ অযোগ্যতা; অক্ষমতা। অনুপযোগী (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপযোগ}
- Bengali Word অনুপল English definition [ওনুপল্] (বিশেষ্য) ১ অত্যল্পকাল; সময়ের ক্ষুদ্রাংশ। ২ ১/১৫০ সেকেন্ড; ১/৬০ বিপল। {(তৎসম বা সংস্কৃত)অনু+পল}
- Bengali Word অনুপস্থিত English definition [অনুপোস্থিত্] (বিশেষণ) গরহাজির; অবর্তমান। □ (বিশেষ্য) ভবিষ্যৎ; অনাগতকাল;(উপস্থিত পরিত্যাগ করিয়া অনুপস্থিত প্রত্যাশা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনুপস্থিতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপস্থিত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুপাত English definition [ওনুপাত্] (বিশেষ্য) ১ (গনিত.)এক রাশির সাথে অন্য রাশির ভাগ সন্বন্ধ; ratio। ২ এক বস্তুর হ্রাস বৃদ্ধির জন্য অন্য বস্তুর হ্রাসবৃদ্ধি। অনুপাতে (ক্রিয়াবিশেষণ) অনুসারে; অনুযায়ী; তুলনায়; আন্দাজে। {(তৎসম বা সংস্কৃত)অনু+পাত}
- Bengali Word অনুপান English definition [ওনুপান্] (বিশেষ্য) ঔষধের সঙ্গে সেবনীয় দ্রব্য (অনুপান দিতি হবি না-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত)অনু+পান; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুপাম English definition ⇒ অনুপম
- Bengali Word অনুপায় English definition [ওনুপায়্] (বিশেষ্য) সহায়হীনতা; উপায়শূন্যতা; নিঃসহায়তা; নিরুপায় অবস্থা (আজি বড় দেখি অনুপায়-ভারতচন্দ্র রায় গুণাকর; কেমন একটা ভিক্ষার অনুপায়-অচিন্তকুমার সেনগুপ্ত)। □ (বিশেষণ) নিরুপায়; অসহায়। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপায়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুপুঙ্খ English definition [ওনুপুঙ্খো] (বিশেষণ) অতি সূক্ষ্ম; পুঙ্খানুপুঙ্খ। {(তৎসম বা সংস্কৃত)অনু+পুঙ্খ}
- Bengali Word অনুপূরক English definition [ওনুপুরক্] (বিশেষণ) ১ কোনো কিছু পূরণ করে এমন; complementary। ২ অতিরিক্ত; supplementary। {(তৎসম বা সংস্কৃত)অনু+পূরক; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুপূর্ব English definition [ওনুপুর্বো] (বিশেষ্য) যথাক্রম; অনুক্রম; পরপর। □ (বিশেষণ) অনুক্রমিক। আনুপূর্বিক বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+পূর্ব; প্রাদি.}
- Bengali Word অনুপ্ত English definition [অনুপ্তো] (বিশেষণ) বপন করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উপ্ত; (বহুব্রীহি সমাস)}