অ পৃষ্ঠা ৪০
- Bengali Word অনুদান English definition [ওনুদান্] (বিশেষ্য) বৃত্তি; ভাতা; সাহায্য। {(তৎসম বা সংস্কৃত)অনু+দান}
- Bengali Word অনুদার English definition [অনুদার্] (বিশেষণ) সঙ্কীর্ণমনা; নীচাশয়। □ (বিশেষণ) বখিল; কৃপণ (অনুদার বিলাসী বাঁদর অভুক্তের বুঝিল না দুঃখ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদার; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদাস English definition [ওনুদাস্] (বিশেষণ) দাসের দাস (দাসানুদাস)। {(তৎসম বা সংস্কৃত)অনু+দাস}
- Bengali Word অনুদিত English definition [অনুদিতো] (বিশেষ্য) উদিত হয়নি এমন; অনুদ্গত; অপ্রকাশিত; অনুক্ত; অকথিত। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদিন English definition [ওনুদিন্] (ক্রিয়াবিশেষণ) প্রত্যহ; রোজ রোজ (অনুদিন মহামতি, পিপীলিকা মক্ষি প্রতি, সর্করাদি দিলেন্ত খাইবার –দৌলত উজির বাহরম খান)। {(তৎসম বা সংস্কৃত)অনু(পুনঃপুন অর্থে)+দিন(=প্রতিদিন); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুদ্ঘাতী English definition [অনুদ্ঘাতি] (বিশেষণ) সমতল; অবন্ধুর। অনুদ্ঘাতীনী (স্ত্রীলিঙ্গ)(বাংলাদেশের অন্য ভূমি যেরূপ সচরাচর অনুদ্ঘাতিনী, এ প্রদেশ সেরূপ নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদ্ঘাত+ইন্(ইনি); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদ্দিষ্ট English definition [অনুদ্দিশ্টো] (বিশেষণ) ১ লক্ষ্যের বা বক্তব্যের বিষয় নয় এমন। ২ সন্ধান বা উদ্দেশ বা খোঁজ নেই এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদ্দিষ্ট; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদ্দেশ English definition [অনুদ্দেশ্] (বিশেষণ) নিখোঁজ; নিরুদ্দেশ। □ (বিশেষ্য) খোঁজ বা উদ্দেশ না পাওয়া। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদ্দেশ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদ্ধত English definition [অনুদ্ধতো] (বিশেষণ) বিনীত; নম্র; শান্ত (অনুদ্ধত স্বরে কহিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অন্+উদ্ধত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদ্বেগ English definition [অনুদ্বেগ্] (বিশেষ্য) নিশ্চন্ততা; উদ্বেগশূন্যতা। অনুদ্বিগ্ন (বিশেষণ) নিশ্চিন্ত। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদ্বেগ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুদ্বেল English definition [অনুদ্বেল্] (বিশেষণ) অচঞ্চল; স্থির (আরেকটি দিক অন্ধ-অসাড়, রশ্মিঘাতে অনুদ্বেল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদ্বেল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদ্ভিন্ন English definition [অনুদ্ভিন্নো] (বিশেষণ) ১ ভেদ করে ওঠেনি এমন; অনুদ্গত। ২ অনতিস্ফুট; স্বল্পবিকশিত। ৩ অস্ফুট; অপরিস্ফুট(অনুদ্ভিন্নযৌবনা বালিকা)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদ্ভিন্ন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদ্ভুত English definition [অনুদ্ভুতো] (বিশেষণ) উদ্ভব ঘটেনি এমন; potential (অনুদ্ভূত বৃত্তি)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদ্ভূত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুদ্যোগ English definition [অনুদ্দোগ্] (বিশেষ্য) অনুদ্যম; ঔদাস্য। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদ্যোগ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুদয় English definition [অনুদয়্] (বিশেষ্য) সূর্যোদয়ের পূর্ব সময় (অনুদয়ে ওঠে আর অস্ত যায় মধ্যরাত্রে-অচিন্তকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+উদয়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুধাবন English definition [ওনুধাবোন্] (বিশেষ্য) ১ অনুসরণ; পশ্চাদ্ধাবন (পরস্পরের দ্রুত অনুধাবন করিযা–রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পর্যালোচনা; বিবেচনা (আর ইহারও অনুধাবন করা আবশ্যক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ মনোনিবেশ; মনঃসংযোগ। ৪ অনুসন্ধান; খোঁজ। অনুধাবিত (বিশেষণ) ১ পশ্চাদ্ধাবিত; অনুসৃত। ২ অভিনিবিষ্ট; বিবেচিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ধাব্+অন্(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুধ্যান English definition [ওনুদ্ধ্যান্] (বিশেষ্য) নিরন্তর চিন্তা; অনুচিন্তন; সর্বদা স্মরণ (প্রতি মুহূর্তে দেখার পিপাসা যেন বা গভীর অনুধ্যান-আহসান হাবীব)। অনুধ্যায়ী (-য়িন্) (বিশেষণ) সর্বদা চিন্তাকারী (শুভানুধ্যায়ী ব্যক্তি)। অনুধ্যেয় (বিশেষণ ) অনুধ্যানের যোগ্য; সর্বদা ধ্যান করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত)অনু+ধ্যান; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুনাদ English definition [ওনুনাদ্] (বিশেষ্য) ১ পুনঃপুন আহবান(শান্ত হইবে মৃত্যুর অনুনাদ-আহা)। ২ প্রতিধ্বনি; অনুরণন। অনুনাদিত (বিশেষণ) ১ প্রতিধ্বনিত; অনুরণিত। ২ একসঙ্গে শব্দিত; সমশব্দ বিশিষ্ট। ৩ শব্দিত; ধ্বনিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+নাদ}
- Bengali Word অনুনাসিক English definition [ওনুনাশিক্] (বিশেষণ) ১ খোনা; নাকি(অনুনাসিক স্বর)। ২ নাসিকার সাহায্যে উচ্চার্য (অনুনাসিক বর্ণ=ঙ,ঞ,ণ,ন,ম,ৎ, u)। {(তৎসম বা সংস্কৃত)অনু+নাসিক}
- Bengali Word অনুন্নত English definition [অনুন্নতো/ওনুন্নতো] (বিশেষণ) ১ নিম্ন সমাজভুক্ত; হীনবংশীয়(অনুন্নত সম্প্রদায়)। ২ অসমৃদ্ধ; অনগ্রসর(অনুন্নত দেশ)। ৩ অনুচ্চ। অনুন্নতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উন্নত; (বহুব্রীহি সমাস)}