অ পৃষ্ঠা ২৪
- Bengali Word অদ্যাপি English definition [ওদ্দাপি] অব্যয় এখনও; আজও; একাল পর্যন্ত (অদ্যাপি ব্যবহৃত)। {(তৎসম বা সংস্কৃত) অদ্য+অপি}
- Bengali Word অদ্যাবধি English definition [ওদ্দাবোধি] অব্যয় ১ আজ থেকে । ২ আজ পর্যন্ত। {(তৎসম বা সংস্কৃত) অদ্য +অবধি; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদ্রব English definition [অদ্দ্রোবো] (বিশেষণ) অগলিত; গলে না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্রব; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অদ্রি English definition [ওদ্দ্রি] (বিশেষ্য) পর্বত। {(তৎসম বা সংস্কৃত) √অদ্+রি (ক্রিন্)}
- Bengali Word অদ্রোহ English definition [অদ্দ্রোহো] (বিশেষ্য) অহিংসা; অবিরোধ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্রোহ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অদয় English definition [অদয়্] (বিশেষণ) নির্দয়; নিষ্ঠুর(অদয় অক্রূর যবে সে আসিল ব্রজমণ্ডলে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ+দয়া; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অধ English definition (মধ্যযুগীয় বাংলা) [অধ] (বিশেষণ) অর্ধ (অধ নদী গেলে –বিড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ}
- Bengali Word অধঃ English definition [স্বতন্ত্র পদ হিসেবে অধহ্, কিন্তু সন্ধিস্থলে পরপদের প্রথম বর্ণের দ্বিত উচ্চারণ, যেমনঃ অধঃপাত=অধোপ্পাত, অধো] অব্যয় নিম্নে (নীচে পৃথিবী রেখেছ সপ্ত পাতালের অধঃ –ঘনরাম চক্রবর্তী)। অধঃকৃত (বিশেষণ) ১ দমিত; পরাভূত (তবু দুঃসহ সঙ্কোচকেও অধঃকৃত করিয়া -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিপাতিত; নিম্নীকৃত। অধঃপতন, অধঃপাত (বিশেষ্য) অধোগতি; নৈতিক অবনতি; উচ্ছন্নপ্রাপ্তি। অধঃপতিত (বিশেষণ)। অধঃপাতে যাওয়া ক্রি উৎসন্নে যাওয়া; খারাপ হওয়া; গোল্লায় যাওয়া। অধঃপেতে, অধঃপাতিয়া (বিশেষণ) উন্মার্গগামী ; উৎসন্ন; নষ্ট। অধঃশিরা, অধঃশির (বিশেষণ) মাথা নিম্নদিকে এমন; নিম্নশির (এই তপস্বী অধঃশিরা ও বৃক্ষে লম্বমান হইয়া ধুমপান করিতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অধঃস্থ, অধঃস্থিত (বিশেষণ) ১ নিম্নে আছে এমন; নিম্নস্থিত। ২ অধীন; নিম্নপদস্থ। { (তৎসম বা সংস্কৃত)অধস্}
- Bengali Word অধন্য English definition [অধোন্নো] (বিশেষণ) অভাগ্য; অকৃতার্থ (চির অধন্য হয়েছি হঠাৎ সকল ধনীর ধনী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ ধন্য; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস) }
- Bengali Word অধবা English definition [অধোবা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বামী ছাড়া; স্বামীবর্জিতা (অধবা নারীর ভাগ্যে দুঃখ নাহি যায়-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ ধবা(স্বামী); (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অধম English definition [অধম্/অধোম্] (বিশেষণ) হীন; তুচ্ছ; অপকৃষ্ট; নিন্দিত। অধমাঙ্গ (বিশেষ্য) চরণ; পা। অধমাধম (বিশেষণ) নীচতম; অত্যন্ত নিকৃষ্ট; অধমদের মধ্যে সব চেয়ে অধম। {(তৎসম বা সংস্কৃত)অধস্+ম}
- Bengali Word অধমর্ণ English definition [অধোমর্নো] (বিশেষ্য) দেনাদার; খাতক; কর্জদার; ঋণকারী। {(তৎসম বা সংস্কৃত)অধম+ঋণ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অধমাঙ্গ, অধমাধম English definition ⇒ অধম
- Bengali Word অধর English definition [অধোর্] (বিশেষ্য) ১ নিচের ঠোঁট (ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ওষ্ঠ; ঠোঁট (তাম্বুল রাতুল হৈল অধর পরশে-সৈয়দ আলাওল)। অধরপল্লব (বিশেষ্য) কিশলয়তুল্য কোমল ওষ্ঠ। অধরচুম্বন (বিশেষ্য) মুখচুম্বন। অধরমদিরা/ অধরমধু/অধরসুধা/অধরামৃত পান করা (ক্রিয়া) চুম্বন করা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√ধৃ+অ(অচ্)}
- Bengali Word অধরা ১ English definition [অধরা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অধরবিশিষ্টা (কিম্বা বিম্বাধরা রামা অম্বুরাশি তলে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অধর+আ(টাপ্)}
- Bengali Word অধরা ২ English definition [অধরা] (বিশেষণ) ধরা যায় না এমন; ইন্দ্রিয়াতীত (অধরা রূপ -রবীন্দ্রনাথ ঠাকুর) {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ধরা; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অধরামৃত English definition ⇒ অধর
- Bengali Word অধরু English definition (ব্র.)[অধোরু] (বিশেষণ) অস্থির(অধরু আচর ওর-বিদ্যাপতি)।{(তৎসম বা সংস্কৃত)অধৈর্য>}
- Bengali Word অধরোষ্ঠ, অধরৌষ্ঠ English definition [অধরোশ্ঠো, অধরৌশ্ঠো] (বিশেষ্য) নিচের ও উপরের ঠোঁট। অধরোষ্ঠ্য (বিশেষণ) অধরোষ্ঠ দ্বারা উচ্চারিত হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) অধর+ওষ্ঠ; দ্বন্দ্ব.}
- Bengali Word অধর্ম English definition [অধর্মো] (বিশেষ্য) পাপ; অন্যায়; ধর্মবিরুদ্ধ আচরণ। (বিশেষণ) ধর্মবিরুদ্ধ; নীতিবহিভূর্ত; গর্হিত (সতত অধর্ম কর্মে রত লঙ্কাপতি-মাইকেল মধুসূদন দত্ত)। অধর্মনিষ্ঠ, অধর্মচারী, অধর্মপারয়ণ, অধর্মাচারী, অধর্মী (বিশেষণ) ধর্মবিরুদ্ধ কার্যে নিরত; পাপী; অন্যায়কারী; ধর্মহীন (বিনাশিব অধর্মী সৌমিত্রি মূঢ়ে-মাইকেল মধুসূদন দত্ত)। অধর্মাচরণ, অধর্মানুষ্ঠান (বিশেষ্য) পাপকাজ; ধর্মবিরুদ্ধ আচরণ বা কর্ম। অধর্ম্য (বিশেষণ) ধর্মবিরুদ্ধ; গর্হিত; অন্যায়। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ধর্ম; (নঞ্ তৎপুরুষ সমাস)}