অ পৃষ্ঠা ২৩
- Bengali Word অদান English definition [অদান্] (বিশেষ্য) অযোগ্য দান। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দান; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অদাহ্য English definition ⇒ অদহনীয়
- Bengali Word অদিতি English definition [অদিতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পৃথিবী। ২ দক্ষ প্রজাপতির কন্যা (অদিতি যদিচ বোন সতীন হায়রে এই বঞ্চিতার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ+√দো+তি(ক্তিন্)}
- Bengali Word অদিন English definition অদিন[অদিন্] (বিশেষ্য) ১ অশুভ দিন; অসময়। ২ দুর্দিন; দুঃসময়; অকাল। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দিন; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদিব্য English definition [অদিব্বো] (বিশেষণ) ১ পার্থিব; অস্বর্গীয় (রূপ হল অদিব্য, রস হল দিব্য-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অসুন্দর; কুৎসিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দিব্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অদীক্ষিত English definition [অদিক্খিত্/অদিক্খিতো] (বিশেষণ) দীক্ষা লাভ করেনি এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দিক্ষীত; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদুল, অদূল English definition [অদুল্] (বিশেষ্য) বিচ্যুতি; পথভ্রষ্টতা; প্রত্যাবর্তন; পরিবর্তন; বদল। {(আরবি)উদূল}
- Bengali Word অদূর English definition [অদুর্] (বিশেষণ) নিকটবর্তী; অল্প দুরস্থিত(বাজিবে আরতিশঙ্খ অদূরমন্দিরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অদূরে (ক্রিয়া (বিশেষণ))কাছে; নিকটে (অদূরে হেরিলা রক্ষঃপতি, রণক্ষেত্র-মাইকেল মধুসূদন দত্ত)। অদূরদর্শী (বিশেষণ) অপরিণামদর্শী; ভবিষ্যৎ সমন্ধে উদাসীন। অদূরদর্শিনী (স্ত্রীলিঙ্গ)। অদূরদর্শিতা (বিশেষ্য)। অদূরবর্তী (বিশেষণ) নিকটস্থ; দূরে অবস্থিত নয় এমন (তাহার অদূরবর্তী মুদির দোকানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অদূরবর্তিনী (স্ত্রীলিঙ্গ)। অদূরবর্তিতা (বিশেষ্য)। অদূরস্থ (বিশেষণ) নিকটবর্তী; অল্প দূরে অবস্থিত এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দূর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অদূল English definition ⇒ অদুল
- Bengali Word অদৃশ্য English definition [অদ্দৃশ্শো/ অদৃশ্শো] (বিশেষণ) ১ চোখে দেখা যায় না এমন; দৃষ্টির অগোচর। ২ অপ্রত্যক্ষ জগতের; অতীন্দ্রিয় সত্তার (তোমার গায়ের শক্তি তোমাকে পীড়িতের নিক্ষিপ্ত অদৃশ্য বান হতে রক্ষা করে না-ডাঃ লুৎফর রহমান)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√দৃশ্+য(ক্যপ্); (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদৃষ্ট ১ English definition [অদৃশ্টো] (বিশেষণ) ১ চোখে দেখা যায় না এমন; দৃষ্টির অগোচর। ২ অপ্রত্যক্ষ জগতের; অতীন্দ্রিয় সত্তার (তোমার গায়ের শক্তি তোমাকে পীড়িতের নিক্ষিপ্ত অদৃশ্য বান হতে রক্ষা করে না-ডাঃ লুৎফর রহমান)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√দৃশ্+ ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস) ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদৃষ্ট ২ English definition [অদৃশ্টো] (বিশেষ্য) ভাগ্য; কপাল; তকদির; নিয়তি(অদৃষ্টের লেখা মোছে না)। (বিশেষণ) দেখা যায় না বা দেখা যায়নি এমন; দৃষ্টির অগোচর (অন্যের অদৃষ্ট কিছু কারিকরি করি-ভারতচন্দ্র রায় গুণাকর)। অদৃষ্টক্রমে (ক্রিয়া (বিশেষণ))কপাল গুণে; ভাগ্যবশত। অদৃষ্টচর (বিশেষণ) চর্মচক্ষের অতীতরূপে বিচরণকারী (আমি এক অদৃষ্টচর অশ্রুতপূর্ব আশ্চর্য দর্শন করিয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অদৃষ্টপরীক্ষা (বিশেষ্য) ভাগ্য যাচাই করণ; ভাগ্য পরীক্ষা। অদৃষ্টপুরুষ (বিশেষ্য) ভাগ্যবিধাতা। অদৃষ্টপূর্ব (বিশেষণ) আগে দেখা যায়নি এমন। অদৃষ্টবাদ (বিশেষ্য) প্রাক্তন (পুর্বজন্মের)কর্মফলের দরুন ইহজন্মের সুখ-দুঃখ ভোগ-এই মতবাদ; ভাগ্যে যা আছে তা-ই হবে–এই মতবাদ; ভাগ্যের প্রতি আস্থা। অদৃষ্টবাদী (বিশেষণ) ভাগ্যের উপর একান্ত নির্ভরশীল। অদৃষ্টবৈগুণ্য (বিশেষ্য) ভাগ্যহীনতা; দুর্ভাগা (আমারই অদৃষ্টবৈগুণ্যবশত এই উপদ্রব উপস্থিত হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অদৃষ্টলিপি (বিশেষ্য) কপালের লেখা। অদৃষ্টের পরিহাস (বিশেষ্য) ভাগ্য–বিড়ম্বনা। {(তৎসম বা সংস্কৃত)অ+√দৃশ্+ত(ক্ত); (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদৃষ্টি English definition [অদৃশ্টি] (বিশেষ্য) কুদৃষ্টি; বিরক্তিপূর্ণ দৃষ্টি।{(তৎসম বা সংস্কৃত)অ+দৃষ্টি; (নঞ্ তৎপুরুষ সমাস) }
- Bengali Word অদেখা, আদেখা, আদেখ English definition (মধ্যযুগীয় বাংলা)[অদ্যাখা, আদেখা, আদেখ্] (বিশেষণ) দেখা হয়নি বা যায়নি এমন; অদৃশ্য; অদৃষ্ট (আনাচ-কানাচই নেই আর অদেখা-অচিন্ত্য কুমার সেনগুপ্ত; আদেখা সেই জগৎ থেকে –ড, মুহম্মদ শহীদুল্লাহ; উদ্যান মেদিনী জথ হইল আদেখ-দৌলত উজির বাহরাম খান)। {(বাংলা) অ,আ+দেখা; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদেয় English definition [অদেয়ো] (বিশেষণ) দেওয়ার অযোগ্য; দিতে পারা যায় না এমন (অদেয় যা দিনু মাখায়ে ছাপার কালি-রবীন্দ্রনাথ ঠাকুর) {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দেয়; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদ্বিতীয় English definition [অদ্দিতিয়ো] (বিশেষণ) দ্বিতীয় বা তুল্য নেই এমন; শ্রেষ্ঠ (তাজমহল জগতে অদ্বিতীয় হর্ম্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্বিতীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অদ্বৈত English definition [অদ্দোইতো] (বিশেষণ) ভেদশূন্য; অদ্বিতীয়। (বিশেষ্য) শ্রীচৈতন্যের জনৈক প্রধান পার্শ্বচর। অদ্বৈতবাদ (বিশেষ্য) ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছুই নেই, জীব ও ব্রহ্ম অভিন্ন-এই মতবাদ। তুল. ওয়াহদাতুল ওজুদ বা হামা উস্ত মতবাদ। অদ্বৈতবাদী (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্বৈত; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদ্বয় English definition [অদ্দয়] (বিশেষণ) অদ্বিতীয়; অতুল্য (আত্মার অমল দীপ্তির খনি। পৃথ্বীর মাঝে অদ্বয় গণি-সত্যেন্দ্রনাথ দত্ত)। অদ্বয়বাদ (বিশেষ্য) অদ্বৈতবাদ; একেশ্বরবাদ; তৌহিদ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্বয়;(নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অদ্ভুত English definition [অদ্ভুত্] (বিশেষণ) ১ বিস্ময়কর; আশ্চার্যজনক; চমৎকার। ২ আকস্মিক। ৩ অসাধারণ। (বিশেষ্য) কাব্যের রসবিশেষ। অদ্ভুতকর্মা (বিশেষণ) ১ অলৌকিক কার্য সম্পাদন-কারী। ২ অসাধারণ কর্মশক্তিবিশিষ্ট। (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) সৃষ্টি ছাড়া কাণ্ড করে যে। { (তৎসম বা সংস্কৃত)অৎ+√ভূ+উত(ডুতচ্)>}
- Bengali Word অদ্য English definition [ওদ্দো] অব্যয় ১ এখন। ২ সম্প্রতি। ৩ আজ । (বিশেষ্য) ১ আজকের দিন। ২ বর্তমান কাল (তখনো তো হেথা এক অখণ্ড অদ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। অদ্যকার, অদ্যতন (বিশেষণ) আজকের। {(তৎসম বা সংস্কৃত)ইদম্+দ্য}