Actions speak louder than words কথার চেয়ে কাজ অধিকতর প্রত্যয়জনক।
Nearby Words | অনুরূপ শব্দসমূহ
English Word act 1 Bengali definition [অ্যাক্ট্]
[Countable noun]
(১)কর্ম; কার্য; কৃতকর্ম; কাজ: an act of kindness.
Acts (of the Apostles) (NT) খ্রিস্টের দ্বাদশ শিষ্যের প্রচারকার্যের বিবরণ।
(২) কোনো কিছু করার প্রক্রিয়া/মুহূর্ত; ক্রিয়া।
(catch somebody)
in the (very) act of (doing something) হাতেনাতে (ধরে ফেলা); (কিছু) করার সময়: in the act of breaking into the house; In the act of picking fruits he fell from the ladder.
Act of God নিয়ন্ত্রণের অতীত প্রাকৃতিক শক্তিনিচয়ের পরিণামস্বরূপ কোনো কিছু (যেমন ঝড়, বন্যা, ভূমিকম্প); দৈবদুর্বিপাক।
অপিচ দ্রষ্টব্য grace (৩)।
(৩) কোনো বিধায়ক পরিষদকর্তৃক প্রণীত আইন; বিহিতক; অধিনিয়ম: an Act of Parliament.
(৪) (নাটকের) অঙ্ক।
(৫) কোনো অনুষ্ঠানসূচিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানসমূহের যে কোনো একটি; অনুষ্ঠান: a circus/variety act.
(৬) (কথ্য) ছল; ব্যপদেশ; ভান: Are you really serious or is it merely an act? put on an act (কথ্য) (স্বার্থসিদ্ধির জন্য) ছল/ভান করা।
English Word act 2 Bengali definition [অ্যাক্ট্]
(verb transitive, verb intransitive) (১)কিছু করা; কাজ করা; সক্রিয় হওয়া: He acted promptly to defeat the machinations of his enemies.
act (up) on (a suggestion/somebody’s advice/an order) ইঙ্গিত, পরামর্শ ইত্যাদি অনুসরণ করা।
(২) (স্বাভাবিকভাবে) কাজ করা; প্রয়োজন সিদ্ধ করা: Is the valve acting well? act (up) on কিছুর উপর কাজ করা: This drug acts on the nervous system.
(৩) পেশাগত বা দাফতরিক ক্ষমতায় কাজ করা: The superintendent acted wisely.
act as দোভাষী, মধ্যস্থ প্রভৃতি হিসেবে কাজ করা।
act for/on behalf of কৌঁসুলি/ব্যবহারজীবী হিসেবে মামলায় কারো প্রতিনিধিত্ব করা।
(৪) অভিনয় করা: His plays won’t act, অভিনয়োপযোগী নয়।
act something out এমন সব ক্রিয়া সম্পন্ন করা, যা কোনো স্নায়বিক পীড়াগ্রস্ত ব্যক্তির ভয়, সংবাধ (inhibition) ইত্যাদির প্রতিনিধিত্ব করে এবং ঐসব ভয়, সংবাধ ইত্যাদি অবচেতন মন থেকে বের করে আনতে সাহায্য করে।
act up (কথ্য) অসদাচরণের দ্বারা দৃষ্টি আকর্ষণ করা; খারাপভাবে কাজ করে বিরক্তি, ক্ষোভ বা কষ্টের কারণ হওয়া: His leg/telephone/ VCR has been acting (এখন playing অধিক প্রচলিত) up the whole week-end.
English Word acting Bengali definition [অ্যাক্টিঙ্]
(adjective)সাময়িকভাবে অন্যের দায়িত্বে অধিষ্ঠিত; কার্যকরী: The acting Principal/President.
□[Uncountable noun] অভিনয়।
acting copy অভিনেতা-অভিনেত্রীর ব্যবহার্য লিপি।
English Word actinism Bengali definition [অ্যাক্টিনিজাম্]
[Uncountable noun] আলোকরশ্মির যে ধর্ম রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তন ঘটায় (যেমন আলোকচিত্রের ফিল্মে); অর্চিতা: actinic [অ্যাক্টিনিক্]
(adjective) অর্চিতা সম্বন্ধীয়; আর্চিক: actinism rays, সূর্যের রশ্মি-বিকিরণের উপাদান।
English Word actinium Bengali definition [অ্যাক্টিনিআম্]
[Uncountable noun]
(রসায়ন) ইউরেনিয়মের স্বাভাবিক ক্ষয়জনিত তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক Ac); অ্যাকটিনিয়াম।
English Word active Bengali definition [অ্যাক্টিভ্]
(adjective)(১)সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ: an active brain; an active volcano; an active imagination.
on active service (নৌ-বাহিনী, সেনা-বাহিনী, বিমান-বাহিনী) (British/Britain) সক্রিয় সামরিক দায়িত্বে নিয়োজিত বিশেষত যুদ্ধকালে; (America(n) পূর্ণ কর্তব্যপালনে নিয়োজিত (মজুদ বাহিনীর অন্তর্ভুক্ত নয়)।
under active consideration সক্রিয় বিবেচনাধীন।
(২) (ব্যাকরণ) the active (voice) কর্তৃবাচ্য।
দ্রষ্টব্য passive.
actively (adverb) সক্রিয়ভাবে।
English Word activist Bengali definition [অ্যাক্টিভিস্ট্]
[Countable noun]
(রাজনৈতিক আন্দোলন ইত্যাদিতে) সক্রিয় অংশগ্রহণকারী ব্যক্তি।
activism [অ্যাক্টিভিজম্] (noun) (সাধারণত) কোনো বিতর্কিত রাজনৈতিক ইস্যুতে নানা পন্থায় প্রকাশ্য অথবা গোপনে আন্দোলন: They split bitterly on the role of women’s activist.
English Word activity Bengali definition [অ্যাক্টিভাটি]
(noun)
(plural activities) (১) [Uncountable noun] সক্রিয়তা; কর্মপরায়ণতা; কর্মিষ্ঠতা।
(২) [Countable noun] কার্যকলাপ; কাজকর্ম।
English Word actor Bengali definition [অ্যাক্টা(র্)]
(noun)(১)অভিনেতা; নট।
(২) উল্লেখযোগ্য ঘটনা প্রভৃতিতে অংশগ্রহণকারী ব্যক্তি; নট; পাত্র।
English Word actress Bengali definition [অ্যাক্ট্রাস্]
(noun)অভিনেত্রী।
English Word actual Bengali definition [অ্যাক্চুআল্]
(adjective)প্রকৃত; সত্যিকার; বাস্তব।
actually [অ্যাক্চুআলি] (adverb)(১) প্রকৃতপক্ষে; বস্তুত; সত্যিকারভাবে।
(২) আশ্চর্য মনে হলেও বা অবিশ্বাস্য হলেও; সত্যি সত্যি: The prices of consumer goods have actually been falling in recent times.
actuality [অ্যাক্চুঅ্যালাটি] (noun) (plural actualities) (১) [Uncountable noun] প্রকৃত অস্তিত্ব; বাস্তবতা; সত্যতা; প্রকৃতত্ব।
(২) [Countable noun সাধারণত plural] প্রকৃত অবস্থা বা তথ্য; বাস্তবতা; বাস্তব অবস্থা।
Closing this window will clear all results and return you back to the search section