• Bengali Word grace English definition [গ্রেইস্] (noun) ১ [uncountable noun, countable noun] গড়নে স্বাভাবিক সৌষ্ঠব; চলনে সাবলীলতা: She walks with grace.
    (২) [countable noun] (সাধারণত plural) প্রশংসনীয় গুণ; আচরণগত পরিমার্জনা। airs and graces লোকের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চর্চা করা বাচন ও আচরণভঙ্গি। (৩) [uncountable noun] অনুগ্রহ; শুভেচ্ছা। an act of grace দয়ার দান। days of grace পাওনা পরিশোধের জন্য নির্ধারিত দিনের পরে দেওয়া সময়। give somebody a day’s/week’s, etc grace be in somebody’s good graces কারো অনুগ্রহ বা আনুকূল্য ভোগ করা। (৪) [uncountable noun] have the grace to do something কোনো কিছুর যথার্থতা হৃদয়ঙ্গম করা ও তা সম্পাদন করা: He had the grace to allow me a share in the money. do something with a good/bad grace কোনো কিছু ইচ্ছায়/অনিচ্ছায় করা। (৫) [uncountable noun, countable noun] খাবার আগে বা পরে আল্লাহর শুকুর আদায় করা; খাবার আগে বা পরে (ঈশ্বরকে নিবেদিত) প্রশংসাজ্ঞাপক সংক্ষিপ্ত প্রার্থনা: say (a) grace. (৬) [uncountable noun] ঐশ্বরিক করুণা, এর প্রভাব ও পরিণতি। in a state of grace ঐশ্বরিক করুণায় সঞ্জীবিত হওয়া; ক্ষমতাপ্রাপ্ত হওয়া; (ধর্মে) দীক্ষাপ্রাপ্ত হওয়া। fall from grace (ঈশ্বরের) করুণাচ্যুত হওয়া; শাপভ্রষ্ট বা নীতিভ্রস্ট হওয়া। (৭) আর্চবিশপ, ডিউক বা ডাচেজ প্রভৃতিকে সম্বোধনের আখ্যাবিশেষ: His/Her/Your grace. (৮) the Graces (গ্রিকপুরাণ) সুখ ও সৌন্দর্যদায়িনী তিন দেবী-ভগিনী। □ (verb transitive) শোভা বাড়ানো; সম্মান বা মর্যাদা প্রদান করা; অলংকৃত করা বা অলংকৃত হওয়া: The function was graced by the presence of the Prime Minister.