• apropos [অ্যাপ্রপো] (adverb), (predicative adjective) এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ: apropos what you said yesterday, I think you are right. apropos of (preposition(al)) বিষয়ে; প্রসঙ্গে; সম্পর্কে।
      • art 2 [আ:ট্‌] (verb) (be ক্রিয়াপদে present tense রূপ) (পুরাতনী) thou–এর সাথে ব্যবহৃত: Thou art, you are.
      • a 2 [আ; জোরালো রূপ: এই], an [আন্; জোরালো রূপ: অ্যান্] (indefinite article) ১ একটি; অনির্দিষ্ট একটি; জনৈক: a knife; a book. ২ (a + সংখ্যা বা গুণবাচক adjective বা pronoun প্যাটার্নে ব্যবহৃত): a little time; a lot of books. ৩ (সম্বন্ধপদের সঙ্গে): a friend of Fahim’s ফাহিমের জনৈক বন্ধু। ৪ (many/such/what + a প্যাটার্নে ব্যবহৃত): Many a time I have overlooked this signpost. ৫ (half + a + (noun) প্যাটার্নে ব্যবহৃত): half a dozen; half an hour. ৬ (as/how/so/too+adjective+a প্যাটার্নে ব্যবহৃত): He is not as clever a boy as he pretends. ৭ যেকোনো; প্রতিটি (বাংলায় অনূদিত হয় না): A dove is a bird. (তুলনীয়) Doves are birds. ৮ (দুটি বস্তু যখন স্বাভাবিকভাবে একসঙ্গে থাকে এবং দুয়ে মিলে একটি একক হিসেবে অনুভূত হয়, তখন indefinite article – এর পুনরাবৃত্তি হয় না): a knife and fork. ৯ জনৈক: A Mr Halim is waiting for you. ১০ -এর তুল্য: Do you think you are a Fahim? ১১ of/at a (কোনো কোনো বাক্যাংশে) একই: He took them two at a time. Birds of a feather flock together (প্রবাদ) একই প্রকৃতির লোকেরা একসঙ্গে থাকতে ভালোবাসে; চোরে চোরে মাসতুতো ভাই। ১২ (বণ্টনসূচক ব্যবহার): three times a day, দিনে তিনবার: ten kilometres an hour.