R পৃষ্ঠা ৪
- English Word raisin Bengali definition [রেইজ্ন্] (noun) [Countable noun] কিশমিশ।
- English Word raison dêtre Bengali definition [রেইজ্ন্ ডেট্র] (noun) (singular) (ফরাসি) কোনো কিছুর অস্তিত্বের কারণ; উদ্দেশ্য।
- English Word raj Bengali definition [রাজ্] (noun) [Uncountable noun] (১) রাজত্ব; রাজ; police-raj, পুলিশি রাজত্ব: the British Raj, ব্রিটিশ রাজত্ব।
- English Word raja Bengali definition [রা:জা] (অপিচ rajha [রা:জা]) (noun) (ক) রাজা। (খ) (পুরাতনী) ব্রিটিশ কর্তৃক বিশিষ্ট ভারতীয় নাগরিককে প্রদত্ত উপাধিবিশেষ: Raja Rammohan Roy, রাজা রামমোহন রায়। Raja Yoga (noun) [Uncountable noun] যোগসাধনার কৌশলবিশেষ; রাজযোগ।
- English Word Rajasthani Bengali definition [রাজোস্থানী] (noun) (১) [Countable noun] ভারতের রাজস্থান প্রদেশের অধিবাসী; রাজস্থানি। (২) রাজস্থান প্রদেশের অধিবাসীদের ভাষা; রাজস্থানি ভাষা।
- English Word rake 1 Bengali definition [রেইক্] (noun) (১) আঁচড়া; খড়, ঝরাপাতা প্রভৃতি জড়ো করার দাঁতওয়ালা আঁকশি; জমি মসৃণ করার মই। (২) জুয়ার টেবিলের টাকা-পয়সা সংগ্রহকারী কর্তৃক ব্যবহৃত আঁকশি। □ (verb transitive), (verb intransitive) (১) মই দেওয়া। (২) জড়ো করা (যেমন ঝরাপাতা ইত্যাদি) rake something in (লাক্ষণিক) অনেক টাকা-পয়সা উপার্জন করা: He is rake in money with both hands. rake off (অশিষ্ট) লভ্যাংশ; দালালির অর্থ; কমিশন। rake something up পুরনো স্মৃতি (শত্রুতার, ঝগড়ার) খুঁচিয়ে তোলা: Do not rake up old quarrels. (৩) rake (over/through) something সত্যানুসন্ধান করা: He raked about among old documents. (৪) বন্দুকের গুলিতে আগাপাশতলা ঝাঁজরা করে দেওয়া: The enemy trench was raked with machine-guns.
- English Word rake 2 Bengali definition [রেইক্] (noun) দুশ্চরিত্র; লম্পট ব্যক্তি।
- English Word rake 3 Bengali definition [রেইক্] (Verb intransitive), (verb transitive) চালু করা; চালু হওয়া: the floor of the theatre raked towards the audience.
- English Word rakish Bengali definition [রেইকিশ্] (adjective) (১) দুশ্চরিত্র; লাম্পট্যপূর্ণ: a rakish young man. (২) ঢালু। rakishly (adverb) লাম্পট্যপূর্ণভাবে; একদিকে চালু করে। rakishness (noun)
- English Word rally 1 Bengali definition [র্যালি] (verb transitive), (verb intransitive) (১) বিপদের সম্মুখীন হয়ে একত্র হওয়া; পরাজিত হওয়ার পর পুনরায় একত্র হওয়া; The people rallied round the new leader. (২) নতুনভাবে উজ্জীবিত করা; স্বাস্থ্য, শক্তি পুনরুদ্ধার করা: He was trying to rally his spirits after the defeat in the election. □ (noun) [Countable noun] (১) সমাবেশ; জনসভা; নবপ্রচেষ্টায় পুনরায় একত্রীকরণ; স্বাস্থ্য, মনোবল পুনরুদ্ধার। (২) টেনিসে দ্রুততালে বলের আদান-প্রদান। (৩) নতুন উদ্যম সঞ্চারে সমাবেশ: a political rally; a peace rally. (৪) মোটরযানের দৌড় প্রতিযোগিতা।
- English Word rally 2 Bengali definition [র্যালি] (verb transitive) উত্ত্যক্ত করা; ঠাট্টা; পরিহাস করা।
- English Word ram Bengali definition [র্যাম্] (noun) (১) পুরুষ মেষ; ভেড়া। (২) প্রচণ্ড শক্তি বা ধাক্কার জোরে পাইপ, খুঁটি ইত্যাদি বসানোর যন্ত্র বা কৌশল; পানি পাম্প করে উঠানোর যন্ত্র। (৩) প্রাচীর ভাঙতে ঢেঁকি আকারের যন্ত্রবিশেষ। (৪) শত্রু জাহাজকে গুঁতা মেরে ফুটা করে দেওয়ার উদ্দেশ্যে জাহাজের মাথায় স্থাপিত ধাতব ও তীক্ষ্ণ ঠোঁট। (৫) Ram (জ্যোতির্বিদ্যা) মেষরাশি।
- English Word Ram Rajya Bengali definition [রাম্ রাজ্জো] (noun) শান্তি, সুবিচার ও সুখসমৃদ্ধিতে পরিপূর্ণ কল্পিত সমাজ বা দেশ; রামরাজ্য।
- English Word Ramadan Bengali definition [র্যামাডা:ন্] (noun) হিজরি সনের নবম মাস; রোজার মাস; রমজান।
- English Word Ramayana Bengali definition [রামায়ন্] (noun) the Ramayana (singular) বাল্মীকি রচিত সংস্কৃত ভাষায় লেখা মহাকাব্যবিশেষ, যাতে রামচন্দ্রের জীবনকাহিনি বর্ণিত হয়েছে; রামায়ণ।
- English Word ramble Bengali definition [র্যাম্ব্ল্] (verb intransitive) (১) কোনো বিশেষ গন্তব্য ছাড়া হাঁটা; ঘুরে বেড়ানো; (লাক্ষণিক) অসংলগ্নভাবে, এলোমেলোভাবে কথা বলা, আলোচনা করা। (২) (উদ্ভিদবিদ্যা) লতিয়ে চলা। □ (noun) ইতস্তত ভ্রমণ; খেয়ালখুশিমতো ভ্রমণ: They went for a ramble. rambler (noun) ইতস্তত ভ্রমণকারী ব্যক্তি; লতানো উদ্ভিদ: rambler roses. rambling (adjective) (১) (বাড়িঘর, রাস্তাঘাট, শহর) ইতস্তত বর্ধমান; পরিকল্পনাহীনভাবে নির্মিত; অপরিকল্পিত গজিয়ে উঠছে ও বেড়ে চলছে এমন। (২) (বক্তৃতা, আলোচনা রচনা) অসংলগ্ন, যুক্তিপারম্পর্যহীন।
- English Word ramify Bengali definition [র্যামিফাই] (verb intransitive), (verb transitive) শাখা বিভক্ত করা; হওয়া। ramification (noun) [countable noun] কোনো নেটওয়ার্কের শাখা-বিভাগ; কোনো জটিল যুক্তির বিভিন্ন অংশ, দিক।
- English Word ramp 1 Bengali definition [র্যাম্প্] (noun) সিঁড়ির পরিবর্তে (একতলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য) ব্যবহৃত ঢালু পথ; হাসপাতালে রোগীর শয্যা গড়িয়ে নিতে বা হইল চেয়ারের যাতায়াতের জন্য ব্যবহৃত পথ।
- English Word ramp 2 Bengali definition [র্যাম্প্] (noun) (British/Britain অশিষ্ট) অত্যন্ত চড়ামূল্য আদায় করার অসৎ পন্থা; প্রতারণা।
- English Word ramp 3 Bengali definition [র্যাম্প্] (verb transitive) তর্জনগর্জন করা; ছোটাছুটি করা।