L পৃষ্ঠা ১৮
- English Word likable, likeable Bengali definition [লাইকাব্ল্] (adjective(s) পছন্দনীয়; মনোরম: a likable fellow.
- English Word like 1 Bengali definition [লাইক্] (adjective) (দ্রষ্টব্য alike) সদৃশ; অনুরূপ: Like father, like son. like-minded [লাইক্ মাইনডিড্] (adjective) সমমনোভাবাপন্ন; সদৃশ্যমনা। □ (adverb) (১) like as (পুরাতনী) একইভাবে; সমভাবে। (২) সম্ভবত: most/very like. as like as not খুব সম্ভবত, দ্রষ্টব্যlikely (২). □ (conjunction) (১) প্রকার (অশুদ্ধ বিবেচিত, কিন্তু প্রায়ই ব্যবহৃত): She cannot cook like her mother. (২) (আদর্শ ব্যবহার নয়) যেন: He talked like a fool. □ (noun) (১) সদৃশ কোনোকিছু: You will not see it’s like. (২) the like s of (কথ্য) সদৃশ বস্তু বা ব্যক্তিসমূহ: the likes of us. □ (preposition(al)) (১) মতো; ন্যায় (পুরাতনী, কাব্য) What’s he like? It looks like gold. nothing like সমকক্ষ বা তুলনীয় নয়; There is nothing like gold. something like প্রায়; মোটামুটিভাবে: The price is something like Tk. 500. (২) feel like চাওয়া, প্রবণ বা ইচ্ছুক হওয়া: I feel like a drink. Do you feel like going out? look like কোনো কিছুর মতো বলে প্রতিভাত হওয়া; It looks like raining. (৩) বৈশিষ্ট্যপূর্ণ: That’s just like him. (৪) রকম; প্রকার: Don’t laugh like that. (কথ্য, অপশব্দ) মতো; ন্যায়। like mad/crazy: He was shouting like a mad. like hell (ক) ক্রুদ্ধভাবে; ভীষণভাবে: He moans light hell when he loses money. (খ) (as an interjection) অবশ্যই নয়: ‘Were you there at that time?’ ‘like I was!’
- English Word like 2 Bengali definition [লাইক্] (verb transitive) (১) পছন্দ করা; সন্তোষজনক হওয়া: do you like fish? (২) (না-বোধক বাক্যে) অনিচ্ছুক হওয়া। (৩) (should বা would –এর সঙ্গে) ইচ্ছা করা: Would you like a cup of tea? I should like to know. (৪) পছন্দ করা: I like it hot. (৫) (খাদ্য) শারীরিক বিপত্তির কারণ না-হওয়া: I like prawn but it doesn’t like me. likes and dislikes, দ্রষ্টব্যdislikes.
- English Word likely Bengali definition [লাইক্লি] (adjective) (likelier, likeliest) (১) সম্ভব: Is it likely to rain? (২) বিশ্বাসযোগ্য। a likely story (বক্রোক্তি) বিশ্বাসযোগ্য নয়। (৩) প্রত্যাশিত: He is likely to win. (adverb) most/very likely সম্ভবত as likely as not খুব সম্ভবত। likelihood [লাইক্লিহুড্] (noun) [uncountable noun] সম্ভাব্যতা; সম্ভাবনা। in all likelihood খুব সম্ভবত।
- English Word liken Bengali definition [লাইকান্] (verb transitive) liken something to something তুলনা করা; দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য নির্ণয় করা।
- English Word likeness Bengali definition [লাইকনিস্] (noun) (১) [uncountable noun] সাদৃশ্য; সদৃশ হওয়া: There is no likeness between the two. in the likeness of রূপে; আকারে। (২) [countable noun] সাদৃশ্যের সূত্র। (৩) [countable noun] প্রতিরূপ (ছবি বা আলোকচিত্রে)।
- English Word likes Bengali definition [লাইক্স্] (noun) (১) পছন্দনীয় বস্তুসমূহ;২ the likes (অনানুষ্ঠানিক) বর্ণিত বস্তু বা ব্যক্তি: the likes of us.
- English Word likewise Bengali definition [লাইকওআইজ্] একইরূপে; অনুরূপভাবে। (conjunction) আরো; অধিকন্তু।
- English Word liking Bengali definition [লাইকিঙ্] (noun) পছন্দ have a liking for ভালো লাগে এমন। to one’s liking পছন্দনীয়; সন্তোষজনক: Is everything to your liking here?
- English Word lilac Bengali definition [লাইলাক্] (noun) (১) [countable noun] ঈষৎ বেগুলি বা বেগুনি-গোলাপি রঙের সুবাসিত ফুল, লাইলাক ফুল; এই ফুলের গাছ। (২) [uncountable noun] বেগুনি-গোলাপি বা ঈষৎ বেগুনি: a lilac dress.
- English Word Lilliputian Bengali definition [লিলিপিউশ্ন্] (noun) ক্ষুদ্রকায় বা খর্বাকৃতির লোক; বামন; Jonathan Swift-এর Gulliver’s Travels কাহিনিতে বর্ণিত লিলিপুটের অধিবাসী; ৬ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট ক্ষুদ্রকায় মানব। (adjective) ক্ষুদ্রকায়; খর্বাকার; বামনাকার।
- English Word lilt Bengali definition [লিল্ট্] (noun) [countable noun] ললিত গীত বা সুর। (verb transitive), (verb intransitive) ললিত সুরে বা তালে তালে গান করা।
- English Word lily Bengali definition [লিলি] (noun) (plural lilies) লিলিফুল বা শাপলা ফুল ও তার গাছ: water lilies. lily-livered (adjective) ভীরু। lily white শাপলার পাপড়ির মতো সাদা; (লাক্ষণিক) পবিত্র; অপাপবিদ্ধ।
- English Word limb Bengali definition [লিম্] (noun) (১) দেহের অঙ্গ বা প্রত্যঙ্গ, যেমন বাহু, পদ, ডানা। (২) তরুশাখা। leave somebody/be/go out on a limb (কথ্য) কাউকে না নিজেকে বিপদাপন্ন/আক্রমণযোগ্য/সহজে আহত বা আঘাত করা যায় এমন অবস্থায় ফেলা। escape with life and limb গুরুতর দৈহিক ক্ষতি ছাড়া রক্ষা পাওয়া। (৩) (কথ্য) limb of the devil/of Satan অন্যকে জ্বালাতন করে বা অন্যের ক্ষতি করে এমন দুষ্ট, পাজি বা বজ্জাত ছেলে বা মেয়ে। limbed [লিম্ড্] অঙ্গযুক্ত: long-/strong-limbed.
- English Word limber Bengali definition [লিমবা(র্)] (adjective) সহজে বাঁকানো যায় এমন; নমনীয়। (verb transitive), (verb intransitive) নমনীয় করা।
- English Word limbo Bengali definition [লিম্বোউ] (noun) (plural limbos [লিম্বোউজ্]) (১) [uncountable noun] in limbo (কথ্য) বিস্মৃত বা অবহেলিত অবস্থায়। (২) [countable noun] বিস্মৃত বা অপ্রার্থিত বস্তুর স্থান। (৩) (Limbo) খ্রিষ্টান ধর্মমত অনুযায়ী খ্রিষ্টপূর্ব যুগের ধার্মিক ব্যক্তিদের বা ব্যাপ্টিজম না-হওয়া শিশুদের মৃত আত্মাদের বাসস্থান।
- English Word lime 1 Bengali definition [লাইম্] (noun) [uncountable noun] (১) সিমেন্ট তৈরির জন্য চুনাপাথর পুড়িয়ে যে পদার্থ পাওয়া যায়। quicklime (noun) কলিচুন। slaked lime পানিতে গলানো চুন। limelight (noun) [uncountable noun] চুনের উপর প্রতিফলন দ্বারা সৃষ্ট অত্যুজ্জ্বল আলোকচ্ছটা; থিয়েটারের স্টেজ আলোকিত করতে ব্যবহৃত অতিপ্রখর সাদা আলো। the lime light প্রসিদ্ধি; খ্যাতি; বহুল প্রচার। in the lime light খ্যাতি অর্জন করার অবস্থা। limestone (noun) [uncountable noun] চুনাপাথর। (২) [uncountable noun] (bird-lime) পাখি ধরার এক প্রকার আঠা। □ (verb transitive) put lime on (মাঠে বা অন্য কোথাও) চুন দেওয়া।
- English Word lime 2 Bengali definition [লাইম্] (noun) (অপিচ lime-tree) হলুদ সুবাসিত ফুলবিশিষ্ট এক প্রকার গাছ বা তার ফল।
- English Word lime 3 Bengali definition [লাইম্] (noun) এক প্রকার লেবু বা তার গাছ। lime juice (noun) এক প্রকার লেবুর আরক; এই লেবুর রসে প্রস্তুত পানীয়।
- English Word limerick Bengali definition [লিমারিক্] (noun) কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া।