L পৃষ্ঠা ১০
- English Word leave 2 Bengali definition [লীভ্] (noun) (১) [uncountable noun] কাজে অনুপস্থিত থাকার অনুমতি। leave of absence সাময়িক ছুটি। on leave ছুটিতে। by/with your leave আপনার অনুমতিক্রমে, আপনার অনুমতি পাব এই আশা/প্রার্থনা করে। (take) French leave অননুমোদিত ছুটি (নেওয়া)। (২) [countable noun] ছুটি, ছুটির কাল ইত্যাদি। take one’s leave of somebody বিদায় নেওয়া। leave-taking (noun) বিদায়। take leave of one’s senses বুদ্ধিভ্রষ্ট বা উন্মাদের মতো আচরণ করা।
- English Word leaven Bengali definition [লেভ্ন্] (noun) খামির; খামি; ইস্ট (yeast) জাতীয় বস্তু যা মেশালে ময়দার তাল ফুলে ওঠে; (লাক্ষণিক) পরিবর্তনসাধক বস্তু। (verb transitive) খামির মিশিয়ে ফোলানো; পরিবর্তন করা; প্রভাবিত করা।
- English Word leaves Bengali definition [লীভ্জ্] =leaf শব্দের (plural)
- English Word leavings Bengali definition [লীভিঙ্জ্] (noun), (plural) অবশিষ্টাংশ বিশেষত যা মূল্যহীন, অনাকাঙ্ক্ষিত বা পরিত্যাজ্য।
- English Word lech Bengali definition [লেচ্] (noun) (অপশব্দ) কামেচ্ছাপরায়ণতা বা কামকেলি (verb intransitive) কামতাড়িত হওয়া।
- English Word lecher Bengali definition [লেচা(র্)] (noun) লম্পট বা কামুক ব্যক্তি। lechery [লেচারি] (noun) [uncountable noun] ল্যাম্পট্য; কামুকতা; [countable noun] (plural lecherries) কামকেলি।
- English Word lecherous Bengali definition [লেচারাস্] (adjective) কামাসক্ত; কামুক। lecherously (adverb) কামাসক্তভাবে। lecherousness (noun) [uncountable noun] কামুকতা।
- English Word lectern Bengali definition [লেক্টান] (noun) গির্জায় বাইবেল পাঠে ব্যবহৃত ঢালু ডেস্কবিশেষ।
- English Word lecture Bengali definition [লেকচা(র্)] (noun) [countable noun] (১) শিক্ষা দেওয়ার জন্য প্রদত্ত বক্তৃতা। (২) তিরস্কার: give somebody a lecture. (verb intransitive), (verb transitive) (১) lecture (on) বক্তৃতা করা: lecture on economic issues. (২) lecture somebody (for) তিরস্কার বা ভর্ৎসনা করা। lecturer (noun) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের লেকচারার (অধ্যাপকের চেয়ে নিম্নপদমর্যাদাসম্পন্ন শিক্ষক); প্রভাষক। lectureship (noun) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদ। lecture theatre সোপানবিশিষ্ট ক্রমশ উন্নীত আসনশ্রেণি সমন্বিত হলঘর বা বক্তৃতাকক্ষ।
- English Word led Bengali definition [লেড্] =lead 2 –এর past tense ও past participle
- English Word LED 2 Bengali definition [এলইডি] (noun) Light Emitting Diode-এর সংক্ষেপ। এটা আলোক নিঃসরণকারী ডায়োড যা দৃশ্যমান এবং অদৃশ্যমান আলোকতরঙ্গ নিঃসরণ করতে পারে: LED lighting can be more efficient.
- English Word ledge Bengali definition [লেজ্] (noun) (১) দেওয়াল থেকে প্রসারিত সংকীর্ণ পার্শ্বদেশ; খাড়াভাবে দ্রব্যাদি রাখার তাক: a window ledge. (২) বিশেষত পানির নিচে অবস্থিত সংকীর্ণ পর্বতশ্রেণি।
- English Word ledger Bengali definition [লেজা(র্)] (noun) জমাখরচের খাতা; খতিয়ান বই।
- English Word lee Bengali definition [লী] (noun) [uncountable noun] বায়ুপ্রবাহ থেকে রক্ষিত আচ্ছাদিত দিক। lee side (noun) যে দিক বাতাস থেকে রক্ষিত (তুলনীয় weather side): The lee side of a ship. lee shore (noun) যে সমুদ্র তীরে সমুদ্রের দিক থেকে বায়ুপ্রবাহিত হয়। lee tide (noun) যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেদিক থেকে উত্থিত জোয়ার।
- English Word leech Bengali definition [লীচ্] (noun) (১) জোঁক: cling/stick like a leech, (লাক্ষণিক) জোঁকের মতো লেগে থাকা। (২) (লাক্ষণিক) যে ব্যক্তি জোঁকের মতো শোষণ করে অপরের কাছ থেকে লাভ আদায়ে নিমজ্জিত। (৩) (প্রাচীন প্রয়োগ) ডাক্তার; চিকিৎসক।
- English Word leek Bengali definition [লীক্] (noun) অপেক্ষাকৃত লম্বাটে সাদা কন্দবিশিষ্ট পেঁয়াজজাতীয় তরকারি।
- English Word leer Bengali definition [লিআ(র্)] (noun) [countable noun] আড় চোখে চাহনি; অপাঙ্গদৃষ্টি; নোংরা বা কদর্য হাসি; কামনালালসাপূর্ণ চাহনি। □ (verb transitive) leer (at somebody) এরূপ দৃষ্টিতে তাকানো: leer at somebody’s wife.
- English Word lees Bengali definition [লীজ্] (noun), (plural) বিশেষত মদের পিপা বা বোতলের তলানি বা গাদ। drink/drain to the leer (লাক্ষণিক) নিঃশেষে পান করা; চরমাবস্থা পর্যন্ত উপভোগ করা।
- English Word leeward Bengali definition [লীওআড্] (নাবিক সম্প্রদায় [লূআড্]) (adjective), (adverb) বায়ুপ্রবাহ থেকে রক্ষিত বা নিরাপদদিকে (তুলনীয় windward). □ (noun) বায়ুপ্রবাহ থেকে রক্ষিত দিক; আচ্ছাদিত দিক।
- English Word leeway Bengali definition [লী ওয়েই] (noun) (১) [uncountable noun] যেদিকে বায়ু প্রবাহিত হয় সেদিকে বিমান বা জাহাজের পার্শ্বগমন। (২) [countable noun] বায়ুপ্রবাহের ফলে নির্ধারিত গতিপথ থেকে বিমান বা জাহাজের গতিবিচ্যুতি। (৩) [countable noun, uncountable noun] (British/Britain) সময় বা অগ্রগতির ক্ষতি। (৪) make up leeway সময় অপচয় হওয়ার ফলে কার্যাদি সম্পাদনে যে বিলম্ব ঘটেছে তা পূরণ করা।