G পৃষ্ঠা ৫
- English Word Ganges Bengali definition [গ্যাঙ্জেজ্] (অপিচ Ganga [গঙ্গা]) (noun) গঙ্গানদী। Gangetic (adjective) গাঙ্গেয়।
- English Word gangling Bengali definition [গ্যাঙগলিঙ] (adverb) (ব্যক্তি) ঢেঙা; লম্বা, পাতলা ও বেঢপ।
- English Word ganglion Bengali definition [গ্যাঙ্গ্লিআন] (noun) (plural ganglions বা 'ganglia' [গ্যাঙ্গ্লিআ]) গুচ্ছবদ্ধ স্নায়ুকোষসমূহ, যার থেকে স্নায়ুতন্তুসমূহ বিকীর্ণ হয়; স্নায়ুগ্রন্থি।
- English Word gangnam style Bengali definition [গ্যাঙনাম স্টাইল] (noun) [countable noun] দক্ষিণ কোরিয়ার পপশিল্পী সাই যে স্টাইলে নেচেগেয়ে দুনিয়া মাত করেছেন, সেটাই গ্যাংনাম স্টাইল। দেশটির রাজধানী সিউলে গ্যাংনাম বলে একটা এলাকা আছে। সেখানকার বিলাসবহুল জীবনযাপনকারীদের ব্যঙ্গ করেই এ গান গাওয়া হয়েছে। গানটির কথা যতটা না মজার, তারচেয়ে বেশি অদ্ভুত শিল্পী সাইয়ের ঘোড়ানাচ: Who needs food when you got gangnam?
- English Word gangplank Bengali definition [গ্যাঙ্প্ল্যাঙ্ক্] (noun) (জাহাজ বা নৌকায়) সিঁড়ি।
- English Word gangrene Bengali definition [গ্যাঙ্গ্রীন্] (noun) দেহের কোনো অংশের মৃত্যু ও ক্ষয় (যেমন রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়); মাংসপূতি। [uncountable noun] gangrenous [গ্যাঙ্গ্রিনাস্] (adjective) পূতিমাংসময়।
- English Word gangster Bengali definition [গ্যাঙ্সটা্(র্)] (noun) সশস্ত্র অপরাধীচক্রের সদস্য; দস্যু; গুণ্ডা: (attributive(ly)) gangster films.
- English Word gangway Bengali definition [গ্যাঙ্ওয়েই] (noun) (১) (জাহাজের) পার্শ্বদ্বার; পার্শ্বদ্বার থেকে তটে নামানো অস্থাবর সেতু বা সিঁড়ি। (২) (America(n) = aisle) সংসদ রঙ্গালয় বা কনসার্ট হলে আসন-পঙ্ক্তির ভিতর দিয়ে কিংবা মানুষের সারির ভিতর দিয়ে চলাচলপথ; পক্ষ। □ (interjection) পথ দিন দয়া করে।
- English Word ganja Bengali definition [গান্জা] (noun) [uncountable noun] ভাং গাছ থেকে উৎপন্ন এক ধরনের তীব্র মাদক, যা ধূমপানের সঙ্গে গ্রহণ করা হয়; গাঁজা।
- English Word gannet Bengali definition [গ্যানিট্] (noun) এক জাতের বৃহদাকার সামুদ্রিক পাখি।
- English Word gantry Bengali definition [গ্যান্ট্রি] (noun) (plural gantries) চলিষ্ণু ক্রেন, বহুসংখ্যক রেললাইনের উপর দিয়ে রেলসংকেত প্রভৃতির ভার রক্ষার্থে ইস্পাতের দণ্ডনির্মিত কাঠামোবিশেষ; ভারমঞ্চ।
- English Word gaol, jail Bengali definition [জেইল্] (noun) (America(n) সাধারণত 'jail') [countable noun] কারাগার; জেল; কয়েদখানা; কারাগৃহ; [uncountable noun] কারাবাস; কয়েদ: five months in jail. jail-bird (noun) কয়েদি; বিশেষত যে বহুবার কয়েদ খেটেছে। jail-break (noun) জেল থেকে পলায়ন। [countable noun] □ (verb transitive) জেলখানায় বন্দি করা; কয়েদ করা; কারাগারে পাঠানো। gaoler, jailer, jailor [জেইলা(র্)] (noun(s)) কারারক্ষক; কারাধ্যক্ষ; কারাপাল।
- English Word gap Bengali definition [গ্যাপ্] (noun) (১) দেওয়াল, বেড়া ইত্যাদির ভাঙা বা খালি অংশ; ফাঁক; ফাটল। (২) শূন্যস্থান; ব্যবধান; তফাত; ফারাক; বিভেদ: a wide gap between the views of two leaders; a gap in a conversation, বিরতি; বিরাম; নীরবতা। bridge/fill/stop a gap কোনোকিছুর অভাব পূরণ করা। দ্রষ্টব্যstop 1 (৮) ভুক্তিতে stopgap. credibility gap কোনো ব্যক্তি বা গোষ্ঠী যে সত্য কথা বলছে, সে বিষয়ে অন্যপক্ষের মনে তার প্রতীতি জম্মানোর অক্ষমতা; বিশ্বাসযোগ্যতার ব্যবধান। generation gap নবীন ও প্রবীণের পরস্পরকে বোঝা বা পরস্পর ভাববিনিময় করার অক্ষমতা; প্রজন্মের ব্যবধান। gap toothed [টূথট্] (adjective) ফাঁক ফাঁক দাঁতওয়ালা; বিরলদন্ত।
- English Word gape Bengali definition [গেইপ্] (verb intransitive) gape (at somebody/something) (১) হাঁ করা; হাঁ করে তাকিয়ে থাকা; হাই তোলা; মুখব্যাদান করা। (২) মস্ত ফাঁক হওয়া; হাঁ করে থাকা: a gaping chasm. □ (noun) হাই; হাঁ; জম্ভণ্; মুখব্যাদান; হাঁ-করা দৃষ্টি। the gapes (ক) হাঁসমুরগির রোগবিশেষ; এ রোগে আক্রান্ত হলে হাঁসমুরগি হাঁ করে থাকে এবং এই অবস্থায়ই মারা যায়। (খ) (কৌতুক) বারবার হাই তোলা; হাই তোলার রোগ।
- English Word garage 1 Bengali definition [গ্যারা:জ্ America(n) গারা:জ্] (noun) (১) গাড়ি রাখার জন্য বাড়ি বা ঘর; গাড়িঘর। (২) (America(n) =service station) রাস্তার ধারের পেট্রল বিক্রয় ও পরিচর্যাকেন্দ্র। □ (verb transitive) (মোটরযান) গাড়িঘরে রাখা।
- English Word garage 2 Bengali definition [গ্যারা:জ্ America(n) গারা:জ্] (British/Britain কথ্য) এক ধরনের শৌখিন পপসংগীত যাতে ড্রাম, ব্রাস ও হাউস মিউজিক আর উচ্চরব থাকে: in his first garage band.
- English Word garb Bengali definition [গা:ব্] (noun) [uncountable noun] (বিশেষত কোনো বিশেষ ধরনের ব্যক্তির) পোশাক বা পোশাকের কেতা; লেবাস: a man in clerical garb. □ (verb transitive) (সাধ. passive) লেবাস পরানো।
- English Word garbage Bengali definition [গা:বিজ্] (noun) [uncountable noun] (১) উচ্ছিষ্ট; ভুক্তাবশেষ; (America(n)) আবর্জনা; জঞ্জাল। garbage-can (noun) (America(n)) আবর্জনা ফেলার পাত্র; ডাস্টবিন। (২) (কথ্য) বাজে জিনিস; কম্পিউটারের কোনো সম্ভরণ-কৌশলে (storage) সঞ্চিত অর্থহীন বা অবান্তর উপাত্ত; জঞ্জাল।
- English Word garble Bengali definition [গা:ব্ল্] (verb transitive) বিশেষত ভুল ধারণা দিতে বিবৃতি, তথ্য ইত্যাদির মধ্য থেকে অসম্পূর্ণভাবে কিংবা যথেচ্ছভাবে বেছে নেওয়া; যথেচ্ছ নির্বাচন করা: a garbled report of a speech, যথেচ্ছ নির্বাচিত/বিকৃত প্রতিবেদন।
- English Word garden Bengali definition [গা:ড্ন্] (noun) (১) [countable noun, uncountable noun] বাগান; বাগিচা; উদ্যান; উপবন; a kitchen garden, শাকসবজির বাগান; a market garden, বাজারে বিক্রির জন্য যে বাগানে শাকসবজি, ফুল ও ফলের চাষ হয়; পণ্যোদ্যান। lead somebody up the garden path (কথ্য) বিভ্রান্ত/বিপথগামী করা। garden centre (noun) যে স্থানে বীজ, চারা, বাগান তৈরির সাজসরঞ্জাম ইত্যাদি বেচা হয়; উদ্যানকেন্দ্র। garden city/suburb (noun) (খোলা জায়গা ও গাছশোভিত) উদ্যাননগরী/উদ্যান-উপনগর। gardenparty (noun) উদ্যানমিলন; উদ্যানসম্মিলন। (২) (সাধারণত plural) গণউদ্যান; পার্ক। □ (verb intransitive) বাগান করা; বাগানের কাজ করা। gardener (noun) বেতনভুক্ত বা শখের উদ্যানপালক; মালী। gardening (noun) [uncountable noun] উদ্যানপালন: (attributive(ly)) garden tools, উদ্যানের হাতিয়ার।