G পৃষ্ঠা ১
- English Word G, g Bengali definition [জী] (plural G’s, g’s [জীজ]) ইংরেজি বর্ণমালার সপ্তম বর্ণ; (America(n) অপশব্দ) এক হাজার ডলার।
- English Word G-man Bengali definition [জীম্যান্] (noun) (America(n) কথ্য) আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার।
- English Word G-string Bengali definition [জী স্ট্রিঙ্] (noun) কৌপীন বা নেংটিবিশেষ।
- English Word gab Bengali definition [গ্যাব্] (noun) [uncountable noun] (কথ্য) কথা; বকবকানি: stop your gab, (কথ্য) বকবকানি থামাও। have the gift of the gab বাকপটুতা/বাচালতা করা।
- English Word gabardine, gaberdine Bengali definition [গ্যাবাডীন্] (noun) [uncountable noun] মজবুত; মসৃণ; শিরাল বস্ত্রবিশেষ; গ্যাবার্ডিন।
- English Word gabble Bengali definition [গ্যাব্ল্] (verb transitive), (verb intransitive) দ্রুত অস্পষ্টভাবে কথা বলা; হড়বড়ানো। (noun) [uncountable noun] হড়বড়ানি।
- English Word gabelle Bengali definition [গাবেল্] (noun) (ইতিহাস) কর; বিশেষত ফরাসি বিপ্লবের পূর্বে লবণ-কর।
- English Word gable Bengali definition [গেঈব্ল্] (noun) [countable noun] ঢালু ছাদের নিচে বাইরের দেওয়ালের ত্রিকোণাকার অংশ। gabled [গইব্ল্ড্] (adjective) ঐরূপ অংশযুক্ত: a gabled house.
- English Word gad Bengali definition [গ্যাড্] (verb intransitive) (gadded, gadding, gads) gadabout (কথ্য) উত্তেজনা বা সুখের সন্ধানে ছোটাছুটি করা। gad about (noun) সুখান্বেষী ব্যক্তি; সুখের ভ্রমর।
- English Word gadfly Bengali definition [গ্যাডফ্লাই] (noun) (plural gadflies) ডাঁশ; দংশমক্ষিকা।
- English Word gadget Bengali definition [গ্যাজিট্] (noun) (কথ্য) ছোট যন্ত্র; কল। gadgetry (noun) [uncountable noun] কলকবজা।
- English Word gadi Bengali definition [গোদি] (অপিচ gaddi [গোদ্দি]) (noun) (১) কোনো কর্তৃপক্ষ বা কোনো রাজত্বের ক্ষমতা; গদি। (২) ভারতবর্ষের ঐতিহ্যিক ব্যবসায়ীদের প্রধান কর্মস্থল; গদি।
- English Word gadolinium Bengali definition [গ্যাডালিনিআম্] (noun) [uncountable noun] নরম ধাতব মৌলবিশেষ, যা কেবল অন্য পদার্থের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় পাওয়া যায়; (প্রতীক Gd) গ্যাডলিনিয়ম।
- English Word Gael Bengali definition [গেইল্] (noun) স্কটিশ বা আইরিশ কেলটজাতীয় লোক; গেইল। Gaelic [গেইলিক্] (adjective), (noun) কেলটীয় (ভাষা)।
- English Word gaff 1 Bengali definition [গ্যাফ্] (noun) ছিপে গাঁথা মাছ তীরে ওঠানোর জন্য বড়শিযুক্ত লাঠি; কেঁচা।
- English Word gaff 2 Bengali definition [গ্যাফ] (noun) blow the gaff গুপ্তরহস্য বা ষড়যন্ত্র ফাঁস করে দেওয়া; থলের বিড়াল বের করে দেওয়া।
- English Word gaffe Bengali definition [গ্যাফ] (noun) [countable noun] প্রমাদ; হঠকারী/অসতর্ক কর্ম বা উক্তি; ভুল পদক্ষেপ; হঠকারিতা।
- English Word gaffer Bengali definition [গ্যাফা(র্)] (noun) (কথ্য) বিশেষত গ্রাম্য বুড়ো; শ্রমিক সর্দার। দ্রষ্টব্যboss 1, guvnor.
- English Word gag Bengali definition [গ্যাগ্] (noun) [countable noun] (১) মুখ খোলা রাখার জন্য মুখের মধ্যে ঢোকানো কোনোকিছু (যেমন দন্তচিকিৎসকরা ঢুকিয়ে থাকে) কিংবা কথা বলা বা চিৎকার থেকে বিরত রাখতে মুখের ভিতরে বা উপরে স্থাপিত কোনো বস্তু; মুখাবরোধ। (২) অভিনয়কালে অভিনেতা কর্তৃক তাঁর অংশের মধ্যে প্রক্ষিপ্ত (স্বরচিত) উক্তি বা ক্রিয়াকলাপ। (৩) বিশেষত (মঞ্চে বেতারে বা টিভিতে) কৌতুকাভিনেতার কর্মকাণ্ডের অংশ হিসেবে রসিকতা, কৌতুক ইত্যাদি। □ (verb transitive), (verb intransitive) (gagged, gagging, gags) (১) মুখে গোঁজ ভরা; কণ্ঠরোধ করা; (লাক্ষণিক) বাকস্বাধীনতা হরণ করা; মুখে ঠুলি পরানো। (২) (অভিনেতা প্রভৃতি) স্বরচিত অংশ প্রক্ষিপ্ত করা; কৌতুককর গল্প ইত্যাদি যোগ করা; গোঁজ দেওয়া। (৩) (কথ্য) ওয়াক-ওয়াক করা।
- English Word gaga Bengali definition [গা:গা:] (adjective) (অপশব্দ) ভীমরতিগ্রস্ত; আড়পাগলা।