ঔ পৃষ্ঠা ১
- Bengali Word ঔ English definition [ওউ] উচ্চারণ স্থান কন্ঠ ও ওষ্ঠ। বাংলা বর্ণমালার একাদশ স্বরবর্ণ। ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে এটি ‘†-Š’ রূপ লাভ করে।
- Bengali Word ঔকার English definition [ওউকার্] (বিশেষ্য) ১ ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঔ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘†-Š’ চিহ্ন। ২ ‘ঔ’ বর্ণ। ঔকারাদি ( বিশেষণ) আদিতে ঔ-কার আছে এমন। {ঔ+কার}
- Bengali Word ঔখদ ( ব্রজবুলি ) English definition [ওউখদ্] (বিশেষ্য) ঔষধ (রোগী কালে করলে জনু ঔখদ পান-বিদ্যাপতি)। {ব্রজবুলিতে ‘ঔষধ>ঔখদ’, য=খ, ( তুলনীয়) ব্রজভাষা=ব্রজভাখা}
- Bengali Word ঔগ্র্য English definition [ওউগ্গ্রো] (বিশেষ্য) ১ উগ্রভাব; উগ্রতা। ২ ভয় ধরায় এমন। ভাব; ভয়ঙ্কর বা ভীষণ ভাব। ৩ ঔদ্ধত্য; বেয়াদবি। {(তৎসম বা সংস্কৃত) উগ্র+য}
- Bengali Word ঔচিত্য English definition [ওউচিত্তো] (বিশেষ্য) ১ উপযোগিতা; যথাযোগ্যতা; ন্যায্যতা (বিবাহের ঔচিত্য সম্বন্ধে এর চাইতে বড় প্রমাণ আর কিছুই নেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সত্য। ৩ অভ্যস্ততা; পরিচিত ভাব। {(তৎসম বা সংস্কৃত) উচিত+য}
- Bengali Word ঔজসিক English definition [ওউজোশিক্] (বিশেষণ) তেজস্বী; বলশালী। ঔজস্য (বিশেষ্য) তেজস্তিতা; ওজস্বিতা; বলিষ্ঠতা। {( তৎসম বা সংস্কৃত) ওজস্+ ইক(ঠক্)}
- Bengali Word ঔজ্জ্বল্য English definition [ওউজ্জোল্লো] (বিশেষ্য) ১ উজ্জ্বলতা; দীপ্তি; প্রখরতা। ২ চাকচিক্য; চেকনাই। উজ্জ্বল (বিশেষণ )। {(তৎসম বা সংস্কৃত) উজ্জ্বল+ য(ষ্যঞ্)}
- Bengali Word ঔড্র English definition [ওউড্ড্রো] (বিশেষণ) উড়িষ্যার অধিবাসী। □ (বিশেষণ) উড়িষ্যাদেশ সংক্রান্ত। {( তৎসম বা সংস্কৃত) ওড্র+অ(অণ্)}
- Bengali Word ঔদ , ঔদ্র English definition [ওউদ্, ওউদ্দ্রো] (বিশেষ্য) রৌদ্র (চৈত্র বৈশাখের ঔদে ঐ ক্যাঁথা শুকায়-গোপীচন্দ্রের গান)। { (তৎসম বা সংস্কৃত) রৌদ্র}
- Bengali Word ঔদক English definition [ওউদক্] (বিশেষণ) জলীয়। {(তৎসম বা সংস্কৃত) উদক+অ(অণ্)}
- Bengali Word ঔদনিক English definition [ওউদোনিক্] (বিশেষ্য) পাচক; সূপকার। {(তৎসম বা সংস্কৃত) ওদক+ইক(ঠক্)}
- Bengali Word ঔদরিক English definition [ওউদোরিক্] (বিশেষণ) ১ পেটুক; উদরসর্বস্ব; উদরপরায়ন (পান আহার ভোজে মত্ত কি যত ঔদরিক-কাজী নজরুল ইসলাম)। ২ উদর সম্বন্ধীয়। উদরপরায়নতা (বিশেষ্য) পেটুকতা; উদরসর্বস্বতা; উদরপরায়ণতা (এক রোম্যান সম্রাটের অমানুষিক ঔদরিকতার কাহিনী সবিস্তারে বলিতেছেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। { (তৎসম বা সংস্কৃত) উদর+ইক(ঠক্)}
- Bengali Word ঔদার্য English definition [ওউদার্জো] (বিশেষ্য) ১ উদারতা; প্রশস্ততা; মহানুভবতা; সংস্কারশূন্যতা। ২ বদান্যতা; অকৃপণতা। ৩ বাক্যের অর্থগাম্ভীর্য। ৪ নায়ক বা নায়িকার সত্ত্বজ গুণবিশেষ। ৫ বিনয়। {(তৎসম বা সংস্কৃত) উদার+য(ষ্যঞ্)}
- Bengali Word ঔদাসীন্য , ঔদাস্য English definition [ওউদাশিন্নো, ওউদাশ্শো] (বিশেষ্য) ১ উদাসীনতা; নির্লিপ্ততা। ২ অনাসক্তি; বৈরাগ্য। ৩ উপেক্ষা; অবহেলা (অলস ঔদাস্যভরে, মধ্যাহ্নের শুষ্ক বায়ু মিছে খেলা করে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ নিরপেক্ষতা। উদাসীন (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উদাসীন, উদাস+য(ষ্যঞ্)}
- Bengali Word ঔদ্ধত্য English definition [ওউদ্ধত্তো] (বিশেষ্য) ১ ধৃষ্টতা; স্পর্ধা (আনোয়ার সাহেবের ঔদ্ধত্য আমার অসহ্য-আ.ন. ম. বজলুর রশীদ)। ২ অশিষ্টতা; অবিনয়(এতেক ঔদ্ধত্য প্রভু করেন কৌতুকে-বৃদা)। ৩ উগ্রতা; চণ্ডভাব। ৪ দর্প; গর্ব; অহঙ্কার (বিদ্যৌদ্ধত্যে কাহাকেহো না করে গণন-কৃষ্ণদাস কবিরাজ)। উদ্ধত (বিশেষণ) । {(তৎসম বা সংস্কৃত) উদ্ধত+য(ষ্যঞ্)}
- Bengali Word ঔদ্বাহিক , ঔদ্ বাহিক English definition [ওউদ্বাহিক্] (বিশেষণ) ১ বিবাহলব্ধ; বিবাহে প্রাপ্ত। ২ বিবাহ সম্বন্ধীয়। □ (বিশেষণ) বিবাহের পণ বা যৌতুকাদি। {(তৎসম বা সংস্কৃত) উদ্বাহ+ইক(ঠক্)}
- Bengali Word ঔদ্ভিজ্জ , ঔদ্ভিদ English definition [ওউদ্ভিজ্জো, ওউদ্ভিদ্] (বিশেষণ) ১ উদ্ভিদ থেকে জাত। ২ উদ্ভিদ সংক্রান্ত। □ (বিশেষ্য) সৈন্ধব লবণ। {(তৎসম বা সংস্কৃত) উদ্ভিদ্+ √জন্+ অ(ড), উদ্ভিদ+অ(অণ্)}
- Bengali Word ঔধস , ঔধস্য English definition [ওউধোশ্, ওউধোশ্শো] (বিশেষণ) স্তন্য। (বিশেষ্য) স্তনদুগ্ধ। {উধস্+ অ(অণ্), য(ষ্যঞ্)}
- Bengali Word ঔপকুলিক English definition [ওউপোকুলিক্] (বিশেষণ) ১ উপকূল সম্পর্কিত। ২ উপকূলে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) উপকূল+ইক(ঠক্)}
- Bengali Word ঔপদেশিক English definition [ওউপোদেশিক্] (বিশেষণ) ১ উপদেশ সংক্রান্ত। ২ উপদেশ দ্বারা প্রাপ্ত। □ (বিশেষ্য) ( বিশেষণ) উপদেশ-ব্যবসায়ী; উপদেশজীবী। {(তৎসম বা সংস্কৃত) উপদেশ+ইক(ঠক্)}