ঔ পৃষ্ঠা ৪
- Bengali Word ঔষ্ণীক English definition [ওউশ্নিক্] (বিশেষণ) উষ্ণীষধারী; কিরীটধারী; মুকুটধারী। □ (বিশেষ্য) রাজা। {( তৎসম বা সংস্কৃত) উষ্ণীষ+অ(অণ্)}
- Bengali Word ঔষ্ণ্য English definition [ওউশ্নো] (বিশেষ্য) উষ্ণত্ব; গর্মি। {(তৎসম বা সংস্কৃত) উষ্ণ+য(ষ্যঞ্)}
- Bengali Word ঔষ্ম্য English definition [ওউশ্মো] (বিশেষ্য) উষ্ণতা; উষ্ণত্ব; গর্মি। [উদাহরণ; ঔষ্ম্য বর্ণ শ্, ষ্, স্, হ্)=উষ্মবর্ণ]। {(তৎসম বা সংস্কৃত) উষ্ম+য(ষ্যঞ্)}
- Bengali Word ঔৎকট্য English definition [ওউত্কোট্টো] (বিশেষ্য) ১ আতিশয্য; অতিরেক; আধিক্য। ২ উগ্রতা; প্রচণ্ডতা; রূঢ়তা; কর্কশতা। {(তৎসম বা সংস্কৃত) উৎকট+ য(ষ্যঞ্)}
- Bengali Word ঔৎকন্ঠ্য English definition [ওউত্কন্ঠো] (বিশেষ্য) উদ্বেগ; চিত্তচাঞ্চল্য; মানসিক কষ্ট; ব্যাকুলতা। {(তৎসম বা সংস্কৃত) উৎকন্ঠা+য(ষ্যঞ্)}
- Bengali Word ঔৎকর্ষ English definition [ওউত্কর্শো] (বিশেষ্য) ১ উন্নতি; বৃদ্ধি। ২ উৎকৃষ্টতা; শ্রেষ্ঠত্ব। ৩ শোধন; পরিমার্জন। {(তৎসম বা সংস্কৃত) উৎকর্ষ+অ(অণ্)}
- Bengali Word ঔৎকোচিক English definition [ওউত্কোচিক্] (বিশেষণ) উৎকোচ সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎকোচ+ইক(ঠক্)}
- Bengali Word ঔৎপাতিক English definition [ওউত্পাতিক্] (বিশেষণ) ১ উৎপাত বিশিষ্ট। ২ অশুভ সূচক। {(তৎসম বা সংস্কৃত ) উৎপাত+ইক (ঠক্)}
- Bengali Word ঔৎসর্গিক English definition [ওউত্শোর্গিক্] (বিশেষণ) ১ উৎসর্গ সম্বন্ধীয়। ২ সহজ; স্বাভাবিক। {(তৎসম বা সংস্কৃত) উৎসর্গ+ইক(ঠক্)}
- Bengali Word ঔৎসুক্য English definition [ওউত্শুক্কো] (বিশেষ্য) ১ আগ্রহ; উৎসুক ভাব। ২ উৎকন্ঠা; উদ্বেগ (পাঠকের ঔৎসুক্য)। {(তৎসম বা সংস্কৃত) উৎসুক + য(ষ্যঞ্)}
- Bengali Word ঔড়ব English definition [ওউড়ব্] (বিশেষ্য) পঞ্চস্বরাত্মক রাগ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ওড়ব+অ}
- Bengali Word ঔড়ুপিক English definition [ওউড়ুপিক্] (বিশেষণ) উড়ুপ বা ভেলা সম্বন্ধীয়। □ (বিশেষণ) ক্ষুদ্র নদী; যে নদী ভেলায় পার হওয়া যায়। {(তৎসম বা সংস্কৃত) উড়ুপ+ ইক(ঠক্)}
- Bengali Word ঔড়ুম্বর , উদুম্বর English definition [উড়ুম্বর্, উদুম্বর্] (বিশেষ্য) ১ যজ্ঞ ডুমুর। ২ তাম্রপাত্র। {(তৎসম বা সংস্কৃত) উড়ু(দু)ম্বর+অ(অণ্)}