ঔ পৃষ্ঠা ২
- Bengali Word ঔপধার্মিকতা English definition [ওউপোধার্মিকতা] (বিশেষ্য) অপকৃষ্ট ধর্মপরায়ণতা; নিম্নশ্রেণির ধার্মিকতা (পুরাণ ইতিহাস কেবল মূর্খতা এবং ঔপধার্মিকতা- বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) উপধর্ম+ইক(ঠক্)+তা}
- Bengali Word ঔপনিধিক English definition [ওউপোনিধিক্] (বিশেষ্য) বিশ্বাসহেতু নিহিত দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত ) উপনিধি+ইক(ঠক্)}
- Bengali Word ঔপনিবেশিক English definition [ওউপোনিবেশিক্] (বিশেষণ) ১ উপনিবেশ সংক্রান্ত। ২ উপনিবেশে উৎপন্ন। ৩ উপনিবেশ স্থাপনকারী। {(তৎসম বা সংস্কৃত) উপনিবেশ+ ইক(ঠক্)}
- Bengali Word ঔপনিষদ English definition [ওউপোনিশদ্] (বিশেষণ) উপনিষদ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) উপনিষদ্+অ(অণ্)}
- Bengali Word ঔপনিষদিক English definition [ওউপোনিশোদিক্] (বিশেষণ) (বিশেষ্য) উপনিষদজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) উপনিষদ্ +ইক(ঠক্)}
- Bengali Word ঔপন্যাসিক English definition [ওউপোন্নাশিক্] (বিশেষ্য) উপন্যাস রচয়িতা। □ (বিশেষণ) ১ উপন্যাস সম্বন্ধীয়। ২ উপন্যাসে আলোচিত বা বর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) উপন্যাস+ইক(ঠক্)}
- Bengali Word ঔপনয়নিক , ঔপনায়নিক English definition [ওউপোনয়োনিক্, ওউপোনোয়োনিক্] (বিশেষণ) উপনয়ন সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত ) উপনয়ন+ইক(ঠক্)}
- Bengali Word ঔপপত্তিক English definition [ওউপোপোত্তিক্] (বিশেষণ) ১ যুক্তি তর্ক দ্বারা প্রতিপন্ন; গ্রন্থাদির সাহয্যে প্রামাণ্য (তখনকার দিনে ঔপপত্তিক দর্শনকে তিন ভাগে ভাগ করা হ’ত-আকবরউদ্দীন)। ২ উপপত্তি সম্বন্ধীয়। ৩ সিদ্ধান্ত প্রতিপাদক। {(তৎসম বা সংস্কৃত ) উপপত্তি+ইক(ঠক্)}
- Bengali Word ঔপমিক English definition [ওউপোমিক্] (বিশেষণ) ১ উপমা দ্বারা কল্পিত বা বর্ণিত। ২ উপমা সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) উপমা+ইক(ঠক্)}
- Bengali Word ঔপম্য English definition [ওউপোম্মো] (বিশেষ্য) ১ তুল্যতা; সমানতা; similitude। ২ সাদৃশ্য; আনুরূপ্য; analogy। ৩ সামঞ্জস্য; সঙ্গতি; balance। {( তৎসম বা সংস্কৃত) উপমা+য(ষ্যঞ্)}
- Bengali Word ঔপল English definition [ওউপল্] (বিশেষণ) ১ প্রস্তরময়; উপলনির্মিত। ২ উপল সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত)উপল+অ(অণ্)}
- Bengali Word ঔপসর্গ English definition [ওউপোশর্গো] (বিশেষ্য) উৎপাতসূচক; বিঘ্নসূচক (উৎপাতিকে ঔপসর্গে-ভারতচন্দ্র রায়গুণাকর)। { (তৎসম বা সংস্কৃত) উপসর্গ+অ(অণ্)}
- Bengali Word ঔপসর্গিক English definition [ওউপোশর্গিক্] (বিশেষণ) ১ উৎপাত বা উপদ্রব সম্বন্ধীয়। ২ উপসর্গ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গ+ইক(ঠক্)}
- Bengali Word ঔপাধিক English definition [ওউপাধিক্] (বিশেষণ) উপাধি সম্বন্ধীয় বা উপাধিজাত। □ (বিশেষ্য) (বাংলায়) ন্যায্য মূল্যের অধিক অর্থ (দ্রব্য লয়্যা দিবে মূল্য উচিত যে হৈবে। বিক্রীয় কারণে ‘ঔপাধিক’ না লইবে-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) উপাধি+ইক(ঠক্)}
- Bengali Word ঔপয়িক English definition [ওউপোয়িক্] (বিশেষণ) ১ উপায় সংক্রান্ত। ২ উপায়লব্দ; উপায় সাধ্য। {(তৎসম বা সংস্কৃত) উপায়+ইক(ঠক্)}
- Bengali Word ঔর English definition [ওউর্] (বিশেষ্য) অন্য; অপর; আর (ঔর এক বাত শুনো)। {(তৎসম বা সংস্কৃত ) অপর>অরর>ঔর((হিন্দি))>আর (বাংলা)}
- Bengali Word ঔরস , ঔরস্য ১ English definition [ওউরশ্, ওউরশ্শো] (বিশেষণ) আপন বীর্যে স্বীয় স্ত্রীর গর্ভে জাত। □ (বিশেষ্য) ১ বীর্য (তেমনি সন্তান হয় যেরূপ ঔরস-কৃত)। ২ ধর্মপত্নীজাত পুত্র (কামিনীর কথাতে কি ত্যজিবে ঔরস-কৃত্তিবাস ওঝা)। ঔরসী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উরস্ +অ(অণ্), য(ষ্যঞ্)}
- Bengali Word ঔরস্য ২ English definition [ওউরশ্শো] (বিশেষণ) বক্ষোজাত; বক্ষঃস্থিত। {(তৎসম বা সংস্কৃত) উরস+য(যৎ); উরস্য+অ(অণ্)}
- Bengali Word ঔর্ণ English definition [ওউর্নো] (বিশেষণ) ঊর্ণাময়; মেষলোমজাত; woollen। {(তৎসম বা সংস্কৃত ) ঊর্ণা+অ(অণ্)}
- Bengali Word ঔর্ণনাভ English definition [ওউর্নোনাভো] (বিশেষণ) মাকড়সা সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) ঊর্ণনাভ+অ(অণ্)}