ঔ পৃষ্ঠা ৩
- Bengali Word ঔর্ধ্বদেহ English definition [ওউর্ধোদেহো] (বিশেষণ) পারলৌকিক দেহ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) ঊর্ধ্বদেহ+অ(অণ্)}
- Bengali Word ঔর্ধ্বদেহিক English definition [ওউর্ধোদেহিক] (বিশেষ্য) মৃত্যুর পরে হিন্দুদের করণীয় অগ্নিসংস্কার; শ্রাদ্ধ তর্পণাদি, অন্ত্যেষ্টি; প্রেতকৃত্য (ঔর্ধ্বদেহিক ব্যবস্থাবিষয়ক গবেষণা মূলক প্রয়োজনীয় প্রবন্ধ-কেদারনাথ মজুমদার)। □ (বিশেষণ) অন্ত্যেষ্টি সম্বন্ধীয় {(তৎসম বা সংস্কৃত) ঊর্ধ্বদেহ+ ইক(ঠঞ্)}
- Bengali Word ঔর্ধ্বদেহী (-হিন্) English definition [ওউর্ধোদেহি] (বিশেষ্য) বাংলায় মৃত ব্যক্তি (ঔর্ধ্বদেহীর কর্ম করাইল মুনি-গঙ্গা)। {(তৎসম বা সংস্কৃত) ঊর্ধ্বদেহ+অ(অণ্)+ইন}
- Bengali Word ঔর্ব English definition [ওউর্বো] (বিশেষ্য) ১ সমুদ্রতল থেকে উদ্গত অনল; বাড়বানল; বাড়বাগ্নি। ২ উর্বীজাত লবণ বিশেষ; পাংশু- লবণ। □ (বিশেষণ) পৃথিবীজাত। {(তৎসম বা সংস্কৃত) উর্বী+অ(অণ্)}
- Bengali Word ঔর্বর English definition [ওউর্বর্] (বিশেষণ) ভূমি সম্বন্ধীয়; পার্থিক। {(তৎসম বা সংস্কৃত) উর্বরা+অ(অণ্)}
- Bengali Word ঔর্বশেয় English definition [ওউরবোশেয়ো] (বিশেষ্য) (বিশেষণ) উর্বশীর পুত্র বা গর্ভজাত; অগস্ত্য। {(তৎসম বা সংস্কৃত) উর্বশী+এয়(ঢক্)}
- Bengali Word ঔরৎ English definition ⇒ আওরত
- Bengali Word ঔলক English definition [ওউলুক্] (বিশেষ্য) পেঁচার ঝাঁক। {(তৎসম বা সংস্কৃত) উলুক+য(ষ্যঞ্)}
- Bengali Word ঔশীর , ঔষীর English definition [ওউশির্] (বিশেষ্য) ১ চামরদণ্ড। ২ উশীর বা বেণার মূল দ্বারা প্রস্তুত শয্যা। ৩ চৌকি; আসন। □ (বিশেষণ ) উশীর সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) উশীর+ অ(অণ্)}
- Bengali Word ঔষধ , ওষুধ English definition [ওউশধ্, ওষুধ্] (বিশেষ্য) ১ যার দ্বারা রোগ নাশ হয় বা প্রতিকার হয় এমন দ্রব্য; পীড়া ও ক্লেশ নিবারণকারী পদার্থ; ভেষজ দাওয়াই। ২(আলঙ্কারিক) প্রতিকার। ৩ তুকতাক; বশীকরণ। ঔষধালয় (বিশেষ্য) ঔষধের দোকান। ঔষধি (বিশেষ্য) ১ যে সকল গাছ গাছড়া থেকে ঔষধ প্রস্তুত হয়। ২ ঔষদ। ঔষধীয় (বিশেষণ) ঔষধ সম্বন্ধীয়। ঔষধ করা (ক্রিয়া) ১ চিকিৎসা করা। ২ প্রতিকার করা। ৩ তুকতাক বশীকরণ মন্ত্র ইত্যাদি দ্বারা বশ করা; গুণ করা (সৎমা ছেলেটাকে ওষুধ করেছে)। ঔষধ ধরা (ক্রিয়া) ১ কারো উপর তুকতাক; বশীকরণাদি কাজ করা। ২ কেউ বশীভূত হওয়া। ৩ কারো পরামর্শ বা চক্রান্ত অপর কারো উপর সফল হওয়া। ঔষধ সেবন (বিশেষ্য) ঔষধ খাওয়া; ঔষধ গ্রহণ; ঔষধ পান (ঔষধ সেবনেই রোগ নির্মূল হয়)। {(তৎসম বা সংস্কৃত) ওষধি+অ(অণ্)>}
- Bengali Word ঔষধাজীব English definition [ওউশোধাজিব্] (বিশেষ্য) ঔষধকেই যিনি জীবিকারূপে গ্রহণ করেছেন; ঔষধ-ব্যবসায়ী বা ঔষধ বিক্রেতা; chemist & druggist। {( তৎসম বা সংস্কৃত) ঔষধ+আজীব}
- Bengali Word ঔষধীয় English definition [ওউশোধিয়ো] (বিশেষণ) ঔষধ সম্বন্ধীয়; ঔষধযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) ঔষধ +ঈয়(ছ)}
- Bengali Word ঔষর English definition [ওউশর্] (বিশেষণ) ক্ষারভূমিজাত; ঊষর ভূমিজাত; লবণ-মৃত্তিকাজাত; অনুর্বর ভূমিজ। □ (বিশেষ্য) পাঙ্গা লবণ; পাংশু ক্ষার। {(তৎসম বা সংস্কৃত) ঊষর+অ(অণ্)}
- Bengali Word ঔষস English definition [ওউশশ্] (বিশেষ্য) সান্ধ্য অবসর। □ (বিশেষণ) সম্বন্ধীয় বা সংক্রান্ত। {ঊষস্ +অ(অণ্)}
- Bengali Word ঔষীর English definition ⇒ ঔশীর
- Bengali Word ঔষ্ট্র English definition [ওউশ্ট্রো] (বিশেষণ) ১ উষ্ট্র বিষয়ক। ২ উষ্ট্রজাত। {(তৎসম বা সংস্কৃত ) উষ্ট্র+অ(অণ্)}
- Bengali Word ঔষ্ট্রক English definition [ওউশ্ট্রক্] (বিশেষ্য) উষ্ট্র সমূহ; উটের পাল। {(তৎসম বা সংস্কৃত) উষ্টক+অক(বুঞ্)}
- Bengali Word ঔষ্ট্ররথ English definition [ওউশ্ট্রোরথ্] (বিশেষণ) উষ্ট্রদ্বারা বাহিত যান সম্বন্ধীয়। □ (বিশেষ্য) উটের গাড়ি। {( তৎসম বা সংস্কৃত) উষ্ট্র+অ(অণ্)+রথ}
- Bengali Word ঔষ্ঠ্য English definition [ওউশ্ঠো] (বিশেষণ) ওষ্ঠ দ্বারা উচ্চার্য; ওষ্ঠজাত। (উদাহরণ-ঔষ্ঠবর্ণ=‘উ’-বর্ণ এবং ‘প’ বর্গীয় বর্ণ) {(তৎসম বা সংস্কৃত) ওষ্ঠ+ য(যৎ)}
- Bengali Word ঔষ্ণ English definition [ওউশনো] (বিশেষ্য) উষ্ণত্ব। {(তৎসম বা সংস্কৃত) উষ্ণ+অ(অণ্)}