• [ওস্‌স্রু] (বিশেষ্য) চোখের পানি; নয়ন জল; নেত্রবারি। অশ্রুআঁখি, অশ্রুচোখ (বিশেষ্য) অশ্রুপূর্ণ আঁখি বা চোখ (অশ্রুআঁখি পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ-রবীন্দ্রনাথ ঠাকুর)।অশ্রুগদগদ (বিশেষণ) আবেগাতিশয্যে প্রায় রুদ্ধবাক বা অস্ফুটবাক। অশ্রুজল (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) অশ্রু। অশ্রুপাত, অশ্রুবর্ষণ (বিশেষ্য) ক্রন্দন।অশ্রুপ্লুত (বিশেষণ) অশ্রুপ্লাবিত; অশ্রুবিধৌত; অশ্রুপরিপূর্ণ (অশ্রুপ্লুত করুণায় পরিপূর্ণ ক্ষমার প্রভাতে -রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রুবর্ষণ ⇒ অশ্রুপাত। অশ্রুবারি (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) নয়নজল (সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি-রবীন্দ্রনাথ ঠাকুর)।অশ্রুবিসর্জন (বিশেষ্য) ক্রন্দন; অশ্রুত্যাগ। অশ্রুভারাক্রান্ত (বিশেষণ ) ১ চোখের পানিতে ভারী। ২ ক্রন্দনবশে কাতর। অশ্রুময়, অশ্রুমান (বিশেষ্য) অশ্রুপূর্ণ; অশ্রুযুক্ত। অশ্রুময়ী, অশ্রুমতী স্ত্রী.