• Bengali Word অশ্ব English definition [অশ্‌শো] (বিশেষ্য) ঘোড়া; ঘোটক; তুরঙ্গম; বাজী; হয়। অশ্বা, অশ্বী, অশ্বিনী স্ত্রী.। অশ্বকোবিদ,অশ্ববিৎ (বিশেষণ) অশ্বসংক্রান্ত যাবতীয় ব্যাপারে অভিজ্ঞ। অশ্বক্ষমতা ⇒ অশ্বশক্তি। অশ্বখুর (বিশেষ্য) ১ ঘোড়ার খুর। ২ গন্ধদ্রব্যবিশেষ। অশ্বখুরা (বিশেষ্য) স্ত্রী. ফুলবিশেষ; অপরাজিতা ফুল। অশ্বগন্ধা (বিশেষ্য) এই নামের ক্ষুদ্র বৃক্ষবিশেষ। অশ্বগ্রীব (বিশেষণ) ঘোড়ার ন্যায় দীর্ঘ গ্রীবাবিশিষ্ট। অশ্বডিম্ব (বিশেষ্য) অলীক কল্পনা; কাল্পনিক বা অসার বস্তু; কিছুই নয়; ঘোড়ার ডিম। অশ্বতর (বিশেষ্য) খচ্চর; অশ্ব ও গর্দভের মিলনজাত প্রাণীবিশেষ। অশ্বতরী স্ত্রী.। অশ্বপাল, অশ্বপালক, অশ্বরক্ষক (বিশেষ্য) ঘোড়ার তত্ত্বাবধায়ক; সহিস। অশ্ববাহ, অশ্ববাহন (বিশেষ্য) অশ্বারোহী, ঘোড়সওয়ার।অশ্ববিৎ ⇒ অশ্বকোবিদ। অশ্বমুখী (বিশেষ্য) কিন্নরী। অশ্বমেধ (বিশেষ্য) হিন্দু রাজাদের দিগ্বিজয়ের পর ঘোড়া বলিদান যজ্ঞ। তঅশ্বযান (বিশেষ্য) ঘোড়ায় টানা গাড়ি। অশ্বশক্তি, অশ্বক্ষমতা (বিশেষ্য) horse power (… ক্ষমতার ব্যবহারিক ক্ষমতার নাম horse power বা অশ্বক্ষমতা-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। অশ্বশালা ( বিশেষ্য) আস্তাবল। অশ্বসাদী (-দিন্) (বিশেষ্য) অশ্বারোহী। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+ব(ক্বন্)}