অ পৃষ্ঠা ৮৪
- Bengali Word অরচিত English definition [অরোচিতো] (বিশেষণ) এখনও রচনা করা হয়নি এমন (অরচিত দূর যজ্ঞভূমে-রবীন্দ্রনাথ ঠাকুর)। { (তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রচিত; (বহুব্রীহি সমাস) ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অরজা , অরজাঃ , অরজস্কা English definition [অরোজা, অরোজাহ্, অরজোশ্কা] (বিশেষণ) এখনো ঋতুমতী হয়নি এমন (অরজা বালিকা)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রজস্; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অরণি , অরণী English definition [অরোনি] (বিশেষ্য) ১ চকমকি পাথর, flint (সে অরণি প্রস্তর হইতে শিশির আবির্ভাব করিতে পারিত-মোজাম্মেল হক)। ২ অগ্নিমন্থন কাষ্ঠ; যে কাষ্ঠ ঘষে অগ্নি উৎপাদন করা হয়। {স √ঋ+অনি, ঈ(ঙীপ্)}
- Bengali Word অরণ্য English definition [অরোন্নো] (বিশেষ্য) বন; জঙ্গল। অরণ্যচর (বিশেষণ) অরণ্যে বাস করে এমন (দণ্ডক অরণ্যচর ক্ষুদ্র প্রাণী যত-মাইকেল মধুসূদন দত্ত)। অরণ্যষষ্ঠী ( বিশেষ্য) জ্যৈষ্ঠ মাসে পালিত হিন্দু ব্রত বা পূজাবিশেষ; জামাইষষ্ঠী। অরণ্যানী (বিশেষ্য) বিশাল অরণ্য; মহাবন (তোমরা পদ্মাবতীকে কোন অরণ্যানীতে পরিত্যাগ করিয়া ত্বরায় আমাকে সংবাদ দিবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অরণ্যে রোদন-বৃথা ক্রন্দন; বৃথা অনুনয়-বিনয়। {(তৎসম বা সংস্কৃত)√ঋ+অন্য}
- Bengali Word অরতি English definition [অরোতি] (বিশেষ্য) প্রীতির অভাব; বিরক্তি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রতি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অরদ English definition [অরদ্] (বিশেষণ) দন্তহীন (বুড়ারও অরদ-অধরে মধুর হাসিটি উঠিছে ফুটি-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রদ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অরন্ধন English definition [অরন্ধন্] (বিশেষ্য) ১ হিন্দুমতে যে দিনে রন্ধন নিষিদ্ধ; ভাদ্রসংক্রান্তি। ২ রন্ধন না করা; রন্ধনে ক্ষান্তি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রন্ধন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অরব English definition [অরব্] (বিশেষ্য) শব্দাভাব; নিঃশব্দ। □ (বিশেষণ) রবশূন্য; নিঃশব্দ; মূক। অরবে (ক্রিয়া বিশেষণ) নিঃশব্দে; নির্বাক হয়ে; নীরবে (বসেছে অরবে শাখে পাখী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রব; ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word অরবিন্দ English definition [অরোবিন্দো] (বিশেষ্য) পদ্ম; কমল (পূর্ণশশী নিন্দে মুখে নিন্দে অরবিন্দ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) অর+ √বিন্দ্+অ(শ)}
- Bengali Word অররু English definition [অরোরু] (বিশেষ্য) শত্রু; অরি (কে আছে সীতার আর এ অররুপুরে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) হিংস্র। {(তৎসম বা সংস্কৃত ) √ঋ+অরু}
- Bengali Word অরসজ্ঞ , অরসিক English definition [অরশোগ্গোঁ, অরোশিক্] (বিশেষণ) রসজ্ঞানশূন্য; বেরসিক। অরসজ্ঞা, অরসিকা (স্ত্রীলিঙ্গ)। অরসিকেষু-অরসিককে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রসজ্ঞ, রসিক; (বহুব্রীহি সমাস); ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অরাজক English definition [অরাজক্] (বিশেষণ) ১ রাজাশূন্য। ২ শাসনবিহীন (একটা অনির্দেশ্য অরাজক স্থান আছে-রবীন্দ্রনাথ ঠাকুর) ৩ বিশৃঙ্খল। অরাজকতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রাজা+ক(সামাসান্ত কপ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অরাজি , অরাজী English definition [অরাজি] (বিশেষণ) রাজি নয় এমন; গররাজি (তিনি স্বরাজী, না অরাজী-রাজশেখর বসু ( পরশু))। {(বাংলা) অ+আ. রাদি; (নঞ্ তৎপুরুষ সমাস) }
- Bengali Word অরাতি English definition [অরাতি] (বিশেষ্য) অরি; শত্রু; রিপু; বৈরী (অরাতি নিকরে করি লণ্ড ভণ্ড-ইসমাইল হোসেন শিরাজী)। অরাতি দমন (বিশেষণ) শত্রু দমনকারী। □ (বিশেষ্য) শত্রুকে দমনকরণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ √রা+তি; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অরাল English definition [অরাল্] (বিশেষণ) নত; বক্র; বঙ্কিম (পাকা দ্রাক্ষার অরাল লতায় তোমারই তনুর মদিরা ভরা-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) ১ মত্ত হস্তী ২ ধুনা। অরালা (স্ত্রীলিঙ্গ)। {স অর+আ+ √লা+অ(ক)}
- Bengali Word অরি English definition [ওরি] (বিশেষ্য) শত্রু; বৈরী্ অরিন্দম (বিশেষণ) শত্রু দমন করে এমন; শত্রুদমনকারী (অরিন্দম ইন্দ্রজিৎ-মাইকেল মধুসূদন দত্ত)। অরিমর্দন (বিশেষণ ) অরিন্দম। □ (বিশেষ্য) শত্রুদমন। অরিমিত্র (বিশেষ্য) শত্রুর বন্ধু। {(তৎসম বা সংস্কৃত) √ঋ+ই}
- Bengali Word অরিত্র English definition [ওরিত্ত্রো] (বিশেষ্য) ১ নৌকার হাল। ২ দাঁড়। {(তৎসম বা সংস্কৃত) √ঋ+ইত্র}
- Bengali Word অরিন্দম English definition ⇒ অরি
- Bengali Word অরিষ্ট English definition [ওরিশ্টো] (বিশেষ্য) ১ আয়ুর্বেদীয় তরল ঔষধবিশেষ। ২ দুর্লক্ষণ। ৩ মরণচিহ্ন। ৪ আসব; মদ; fermented wine। ৫ রিঠা; রিঠে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রিষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অরিহ English definition [ওরিহ] (বিশেষণ) রিপুনাশক; শত্রুনাশক; শত্রুঘাতক। □ (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) অরি+ √হন্+ অ(ড)}