• Bengali Word অরি English definition [ওরি] (বিশেষ্য) শত্রু; বৈরী্ অরিন্দম (বিশেষণ) শত্রু দমন করে এমন; শত্রুদমনকারী (অরিন্দম ইন্দ্রজিৎ-মাইকেল মধুসূদন দত্ত)। অরিমর্দন (বিশেষণ ) অরিন্দম। □ (বিশেষ্য) শত্রুদমন। অরিমিত্র (বিশেষ্য) শত্রুর বন্ধু। {(তৎসম বা সংস্কৃত) √ঋ+ই}