• Bengali Word অধর English definition [অধোর্‌] (বিশেষ্য) ১ নিচের ঠোঁট (ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ওষ্ঠ; ঠোঁট (তাম্বুল রাতুল হৈল অধর পরশে-সৈয়দ আলাওল)। অধরপল্লব (বিশেষ্য) কিশলয়তুল্য কোমল ওষ্ঠ। অধরচুম্বন (বিশেষ্য) মুখচুম্বন। অধরমদিরা/ অধরমধু/অধরসুধা/অধরামৃত পান করা (ক্রিয়া) চুম্বন করা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+√ধৃ+অ(অচ্‌)}