- English Word view 1 Bengali definition [ভ্যিঊ] (noun) (১) [uncountable noun] দৃষ্টিপথ; দৃষ্টি। in view of বিবেচনা করলে; পরিপ্রেক্ষিতে: In view of his inability to attend, the meeting was postponed. in full view of পূর্ণ/অবারিত দৃষ্টিপথে বা দৃষ্টির সম্মুখে: He climbed the dais in full view of the spectators. on view প্রদর্শিত হচ্ছে এমন অবস্থায়: The items are on view in the museum. come into view দৃষ্টিগোচর হওয়া/চোখে পড়া। come in view of দেখতে পাওয়া: As they crossed the hill, they came in view of the cathedral. (২) [countable noun] দৃশ্য; ভূদৃশ্য; দৃশ্যের ছবি, আলোকচিত্র ইত্যাদি: an album of views. (৩) [countable noun] কোনোকিছু দেখা বা পরীক্ষা করার সুযোগ; ঐ রকম সুযোগের উপলক্ষ্য; পরিদর্শন: a private view, যথা প্রকাশ্যে পরীক্ষণের আগের ছবির একান্ত পরিদর্শন। (৪) [countable noun] ব্যক্তিগত মতামত; মনোভঙ্গি; (কোনো বিষয়ে) ভাবনা বা অভিমত: I agree with his views on the subject. fell in with/meet somebody’s views কারো মতামত, ভাবনা, অভিমত ইত্যাদি মেনে নেওয়া/স্বীকার করা। (৫) লক্ষ্য; অভিপ্রায়; উদ্দেশ্য: with a/the view to/of উদ্দেশ্যে/অভিপ্রায়ে/লক্ষ্যে: with the view of earning a living. (৬) (যৌগশব্দ) viewpoint, point of view, দ্রষ্টব্য point(৪). viewfinder (noun) ক্যামেরার কৌশলবিশেষ, যাতে পরকলার মাধ্যমে যতটা এলাকার ছবি তোলা হবে, চিত্রগ্রাহক তা দেখতে পারেন।
- English Word view 2 Bengali definition [ভ্যিঊ] (verb transitive) (কোনোকিছুর প্রতি) দৃষ্টিপাত করা; পরীক্ষা/অবলোকন/নিরীক্ষণ করা: He viewed the subject from a different angle. an order to view কোনো বাড়ি ইত্যাদি ক্রয়ের উদ্দেশ্যে তা পরীক্ষা করে দেখার লিখিত ক্ষমতা; পরিদর্শনের অনুমতিপত্র। viewer [ভ্যিঊআ(র্)] (noun) (১) (বিশেষত) (দূরদর্শনের) দর্শক। (২) আলোকচিত্রের স্বচ্ছ ফিল্ম (transparency) নিরীক্ষণের কৌশল। viewless (adjective) (১) (আলংকারিক অর্থ বা কাব্যিক) অদৃশ্য। (২) (America(n)) মমতাহীন।
More about the word "view" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার
- in view of বিবেচনা করলে; পরিপ্রেক্ষিতে: In view of his inability to attend, the meeting was postponed.
- take a dim view of (কথ্য) নৈরাশ্যমূলক ধারণা পোষণ করা।
- correspond (with) সঙ্গতিপূর্ণ হওয়া: This view corresponds less and less with reality.
- এটা binge-view নামেও পরিচিত: We binge-watched two seasons of the show in two days.
- bigoted সংকীর্ণতাবাদী বা গোঁড়ামিপূর্ণ: You must leave your bigoted view.
- দৃশ্যপথ: From the height we had a view of a wide vista of countryside.
- a glorious view.
- □ (verb transitive) (সাধারণত passive) পাণ্ডুগ্রস্ত করা: take a jaundiced view, পাণ্ডুগ্রস্ত বা বক্রদৃষ্টিতে (ঈর্ষাপরবশ ইত্যাদি) তাকানো।
- মিশে যাওয়া: The view dissolved in mist.
- এলসিডি: Led screen mounted in a portrait orientation to give a wide view from the rear doors to the horizon.
- আস্থাশীল: an optimism view.
- ঝাপসা করা বা হওয়া: Mists blurred the view of the mountain.
- পরীক্ষা/অবলোকন/নিরীক্ষণ করা: He viewed the subject from a different angle.
- Tall buildings obstructed the view.
- superficial view, বাহ্যদৃষ্টি; a superficial wound; superficial area.
- নিরাবেগ: to take a detached view of an event.
- (জায়গা সম্বন্ধে) অন্য কিছুর উপর সুবিধাজনক বা নিয়ন্ত্রণক্ষম অবস্থানে থাকা: The new hotel commands a magnificent view of the city.
- আবরণ: A curtain of wist hid the view.
- rage [Countable noun] rage for প্রবল কামনা: I noticed his rage for collecting view cards.
- ঢেকে ফেলা: The mist blotted out our view.