English Word housing Bengali definition [হাউজিঙ্]
(noun)
[uncountable noun]
গৃহসংস্থান; গৃহায়ণ; বাসস্থান।
housing association (noun) গৃহনির্মাণ ও সংস্থানের জন্য অলাভভিত্তিক সমিতি; গৃহায়ণ সমিতি, গৃহসংস্থান সমিতি।
housing estate (noun) কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য সংস্থা কর্তৃক ভাড়া বা বিক্রয়ের জন্য পরিকল্পিত বা নির্মিত বাড়ির এলাকা, গৃহায়ণ এলাকা।
Nearby Words | অনুরূপ শব্দসমূহ
English Word houndhoundBengali definition [হাউন্ড্] (noun)শিকার বা দৌড়ের জন্য ব্যবহৃত কয়েক জাতের কুকুর; শিকারি কুকুর; ডালকুত্তা: fox hound; blood hound, grey hound (শুধু hound বললে সচরাচর foxhound- কেই বোঝায়)।
follow the hounds; ride to hounds ডালকুত্তার ঝাঁক নিয়ে শিকার করা।
Master of Hounds (ব্রিটেনে ঘোড়া ও কুকুর নিয়ে নিয়মিতভাবে শিয়াল ও হরিণ শিকারকালে) শিকারিদলের নেতা; সর্দার শিকারি।
□ (verb transitive) ডালকুত্তা নিয়ে শিকার/তাড়া/অনুধাবন করা; হয়রানি/হেনস্তা/পীড়িত করা: be hounded by one’s creditors.
English Word hourhourBengali definition [আউআ(র)] (noun)(১)দিনের চব্বিশ ভাগের একভাগ; ঘণ্টা; সময়: the happiest hours of her life.
at the eleventh hour শেষ মুহূর্তে।
the small hours রাত তিনটা বা চারটা; রাতের শেষ প্রহর।
hourglass (noun) বালিঘড়ি।
hour hand (noun) ঘণ্টার কাঁটা।
(২) দিনাংশ; নির্দিষ্ট কালপরিমাণ; ঘণ্টা: to strike the hours; at an early hour, সকাল সকাল; at all hours of the day andnight; অবিরাম; অষ্টপ্রহর।
(৩) (plural) (বিশেষত কাজের) নির্ধারিত সময়: school hours; office hours.
after hours কাজের সময়ের পরে; অফিসের পরে।
out of hours কাজের সময়ের বাইরে বা আগেপরে।
leep good/ bad/early/late/ regular, etc hours যথাসময়ে/দেরিতে/সকাল সকাল ঘুম থেকে ওঠা/ঘুমানো; কাজ শুরু/শেষ করা; বেরোনো/ফেরা ইত্যাদি; সময়স্রোতের কোনো নির্দিষ্ট বিন্দু; বর্তমান সময়: questions of the hour, বর্তমানের/আজকের প্রশ্ন: in the hour of danger, বিপৎকালে; in a good/an evil hour, সুসময়/দুঃসময়ে।
English Word hourihouriBengali definition [হুআরি] (noun)হুরি।
English Word hourlyhourlyBengali definition [আউআলি] (adverb)(১)প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার।
(২) যেকোনো মুহূর্তে: They are expecting news hour.
□ (adjective) (১) প্রতি ঘণ্টায় ঘটে বা করা হয় এমন; ঘণ্টা-অন্তর: an hour bus service.
(২) অবিরাম: live in hour dread of bombing.
English Word house 1house 1Bengali definition [হাউস্] (plurals [হাউজিজ্]) (noun)(১)গৃহ; বাড়ি; ঘরবাড়ি; ভবন।
দ্রষ্টব্য home 1 (১).
get on like a house on fire (মানুষ) চট করে বন্ধুত্ব/মনের মিল হয়ে যাওয়া।
under house arrest গৃহবন্দি।
(২) (সাধারণত কোনো prefix-যোগে) কোনো উদ্দেশ্য বা কার্যোপলক্ষে নির্মিত বাড়ি: hen house; cow house; store house; ware house; alms house; bake house; custom house etc.
উক্ত ভুক্তিসমূহ দ্রষ্টব্য।
the House of God গির্জা; ভজনালয়; খোদার ঘর।
house of cards তাসের ঘর।
on the house সরাই, কোম্পানি ইত্যাদির নিজ খরচে।
(৩) ব্যবস্থাপকসভা; সংসদ ভবন: the House of Commons, লোকসভা: the House of Lords, লর্ডসভা: The House of Parliament, ব্যবস্থাপকসভা।
the House (কথ্য, British/Britain) (ক) পরিপণভবন (স্টক এক্সচেঞ্জ)।
(খ) লোকসভা বা লর্ডসভা: enter the House, ব্যবস্থাপকসভার সদস্য হওয়া।
(গ) (America(n)) প্রতিনিধিপরিষদ।
(ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান।
(৪) [uncountable noun] keep house ভালো খাবারদাবার এবং প্রচুর আরাম-আয়েশের ব্যবস্থা করা।
keep open house যেকোনো সময়ে অতিথিসৎকারে প্রস্তুত থাকা।
set/put one’s house in order (নিজের) ঘর সামলানো/পরিপাটি করা।
(৫) সংসার; পরিবার-পরিজন; বংশ; রাজবংশ: The House of Windsor, ব্রিটিশ রাজবংশ: an ancient house; an old trading house, প্রাচীন ব্যবসায় প্রতিষ্ঠান।
(৬) রঙ্গালয়ের দর্শকমণ্ডলী; শ্রোতৃবৃন্দ; প্রেক্ষাগৃহ: a full house.
পূর্ণ প্রেক্ষাগৃহ; The second house (= performance) starts...
, দ্বিতীয় প্রদর্শনী/অনুষ্ঠান… bring down the house; bring the house down তুমুল করতালি ও সমর্থন লাভ করা।
(৭) (যৌগশব্দ) houseagent (noun) (British/Britain) বাড়ি বিক্রি ও ভাড়া দেওয়ার দালাল; বাড়ির আহিলদার।
দ্রষ্টব্য (America(n)) realtor.
housboat (noun) বসবাস করার জন্য সুসজ্জিত নৌকা; বজরা।
housebound (adjective) গৃহানুবদ্ধ (যেমন স্বাস্থ্যহীনতার দরুন): housebound women and children.
housebreaker (noun) (ক) চুরি করার জন্য যে দিনের বেলায় অন্যের ঘরে প্রবেশ করে; গৃহতস্কর; গৃহভেদক।
দ্রষ্টব্য burglar.(খ) (America(n) = house wrecker) পুরনো বাড়ি ভাঙার জন্য নিযুক্ত শ্রমিক; গৃহভঞ্জক।
housecoat (noun) দিনের বেলায় বাড়িতে মেয়েদের পরার সুতি বা রেশমি কোট।
housecraft (noun) [uncountable noun] গার্হস্থ্যবিদ্যা।
housedog (noun) বাড়ি পাহারা দেওয়ার জন্য প্রশিক্ষিত কুকুর; গৃহকুকুর; পাহারাদার কুকুর।
house-father (noun) কোনো প্রতিষ্ঠানে শিশুদের দায়িত্বে নিযুক্ত ব্যক্তি; শিশুপালক; শিশুরক্ষক।
houseflag (noun) কোম্পানিবিশেষের জাহাজে ওড়ানো পতাকা; কোম্পানির পতাকা।
উপরে ৫ দ্রষ্টব্য।
housefly (noun) (plural houseflies) দ্রষ্টব্য fly 1.
houseful [হাউসফুল্] (noun) একঘর (পরিমাণ)।
household (noun) সংসার; পরিবার-পরিজন; গৃহজন: house hold cavalry/troops, (রাজা বা রানির) প্রাসাদরক্ষী অশ্বারোহী বাহিনী/সেনাদল; house hold duties, গৃহকার্য; গৃহব্যাপার; house hold expenses, সংসারখরচ।
household word সচরাচর ব্যবহৃত শব্দ বা নাম; ঘরোয়া/সুপরিচিত শব্দ।
householder (noun) যে ব্যক্তি নিজস্ব বা ভাড়াটে বাড়িতে বাস করে, হোটেলে বা অন্যের সঙ্গে ঘর ভাড়া করে থাকে না; গৃহস্বামী; গৃহাধিকারী।
housekeeper (noun) সংসারের কাজকর্ম দেখাশোনার জন্য নিযুক্ত ব্যক্তি; গৃহরক্ষক।
houselights (noun) (plural) রঙ্গালয়: সিনেমা ইত্যাদি প্রেক্ষাগৃহে ব্যবহৃত বাতিবিশেষ।
housemaid (noun) (প্রধানত ঘরদোর পরিষ্কার করার জন্য) গৃহপরিচারিকা।
housemaid’s knee (হাঁটু গেঁড়ে বসার জন্য) জানুপ্রদাহ।
houseman [হাউসমান্] (noun) (plural housemen) (British/Britain) হাসপাতালে চিকিৎসক বা শল্যবিদের সহকারী (America(n) = intern); আবাসিক সহকারী।
house martin (noun) মামুলি পাখিবিশেষ; যা বাড়ির দেওয়ালে বা পাহাড়ের গায়ে বাসা বাঁধে; আবাবিল।
housemaster (noun) স্কুলের ছাত্রাবাসের দায়িত্বে নিয়োজিত শিক্ষক; গৃহাধ্যক্ষ।
housemother (noun) কোনো প্রতিষ্ঠানে শিশুদের দায়িত্বে নিয়োজিত মহিলা; শিশুরক্ষিকা।
houseparty (noun) গ্রামস্থ বাড়িতে কয়েক দিনের জন্য আমন্ত্রিত অতিথিদের আনন্দোৎসব; সাংবাসিক সমাবেশ।
house physician (noun) (হাসপাতালে) আবাসিক চিকিৎসক।
houseproud (adjective) গৃহব্যাপারে অত্যন্ত যত্নশীল; গৃহব্রতী; গৃহগর্বী।
houseroom (noun) স্থান; ঠাঁই: He wouldn't give that chest house room, উপহার হিসেবেও গ্রহণ করতে নারাজ।
house sparrow (noun) ছাতার।
house surgeon (noun) (হাসপাতালে) আবাসিক শল্যবিদ।
housetop (noun) গৃহচূড়া; গৃহশীর্ষ: cry/publish/proclaim something from the house tops, কোনোকিছু তারস্বরে/প্রকাশ্যে/ঢাকঢোল পিটিয়ে ঘোষণা/প্রচার করা।
house-trained (adjective) (গৃহপালিত জীবজন্তু) বাড়ির ভেতরে যাতে মলমূত্রত্যাগ না-করে সেইভাবে শিক্ষাপ্রাপ্ত।
house-warming (noun) গৃহপ্রবেশ।
housewife (noun) (ক) গৃহকর্ত্রী; গৃহবধূ।
(খ) [হাজিফ্] (সেকেলে) সুচ-সুতা রাখার পাত্র।
housewifely (adjective) গৃহিণীসুলভ; গৃহস্থালিসংক্রান্ত।
housewifery [হাউস্ওয়িফারি] (noun) [uncountable noun] গৃহিণীপনা।
housework (noun) [uncountable noun] গৃহকর্ম।
দ্রষ্টব্য home 1 (৭) ভুক্তিতে homework.
English Word house 2house 2Bengali definition [হাউজ্] (verb transitive)(১)আশ্রয় বা বাসস্থান দান করা।
(২) (পণ্য ইত্যাদি) তুলে রাখা; সংরক্ষণ করা।
Closing this window will clear all results and return you back to the search section
More about the word "housing" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার
housing estate এমন একটি এলাকা যেখানে সরকারি বা বেসরকারি উদ্যোগে বহু বাসগৃহ নির্মিত হয়।
housing association (noun) গৃহনির্মাণ ও সংস্থানের জন্য অলাভভিত্তিক সমিতি; গৃহায়ণ সমিতি, গৃহসংস্থান সমিতি।
speculative purchase of wheat; speculative housing, ফটকাভিত্তিতে গৃহনির্মাণ।
Closing this window will clear all results and return you back to the search section