English Word contract 2 Bengali definition [কান্ট্র্যাক্ট্]
(verb transitive), (verb intransitive)(১)চুক্তি করা contract to build a bridge.
(২) বিবাহ সম্বন্ধ করা: to contract a marriage.
(৩) সম্পর্ক স্থাপন করা: to contract an alliance with another country.
(৪) রোগাক্রান্ত হওয়া: He contracted veneral diseases.
contractor [কন্ট্র্যাকটর] (noun) ব্যক্তি ব্যবসাপ্রতিষ্ঠান যারা চুক্তিতে কাজ করে; ঠিকাদার।
contractual (adjective) চুক্তির অধীন।
Nearby Words | অনুরূপ শব্দসমূহ
English Word contactcontactBengali definition [কন্ট্যাক্ট্] (noun)(১) [uncountable noun] স্পর্শ অথবা যোগ; পরস্পর সংস্পর্শে আসার প্রক্রিয়া।
be in/out of contact (with) সংস্পর্শে আসা; মুখোমুখি হওয়া: We stay in contact with each other by the telephone. My daughter screamed as she came in contact with water.
Make contact সাক্ষাৎ করা; যোগাযোগ করা: At long last, I could make contact with my mother in Chittagong.
contactlens দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য অক্ষিগোলকের উপর স্থাপিত প্লাস্টিক নির্মিত লেন্স।
(২) [countable noun] সম্পর্ক; জানাশোনা; পরিচিতি: He made many contacts/has many contacts among high officials.
(৩) [countable noun] বিদ্যুৎপ্রবাহের বর্তনী; বিদ্যুৎ সংযোগের স্থান বা বিদ্যুৎ সংযোগের যন্ত্র।
(৪) [countable noun] (চিকিৎসাশাস্ত্র) সম্প্রতি সংক্রামক রোগের সংস্পর্শে এসেছে এমন ব্যক্তি।
(verb transitive) get in contact with (somebody) কারো সঙ্গে টেলিফোন, চিঠি ইত্যাদি মাধ্যমে যোগাযোগ করা।
English Word contactlesscontactlessBengali definition [কন্ট্যাক্ট্লিস্] (adjective)ই-রিডারের মাধ্যমে পাওনা বা দাম পরিশোধ; কনটাক্টলেস: It was reported more than a million contactless transactions this year
English Word contagioncontagionBengali definition [কান্টেইজান্] (noun) [uncountable noun] সংস্পর্শের মাধ্যমে দেহ থেকে দেহান্তরে রোগের সংক্রমণ; সংক্রামক ব্যাধি; (লাক্ষণিক) মতবাদ, গুজব বা অনুভূতির (যেমন ক্রোধ, ভয় ইত্যাদি) সংক্রামক বিস্তার: Another problem is the swift contagion of uncertainty and fear
English Word contagiouscontagiousBengali definition [কান্টেইজাস্] (adjective)(১)সংক্রামক।
(২) সংক্রামক রোগবহনকারী।
(৩) (লাক্ষণিক) দেখাদেখি বিস্তৃত হয় এমন: Laughter is often contagious, হাসি প্রায় সংক্রামক।
English Word containcontainBengali definition [কান্টেইন্] (verb transitive)(১)ধারণ করা: The jar contains a litre of milk; Milk contains vitamins B & D.
(২) সমপরিমাণ হওয়া: A kilogram contains 1000 grams.
(৩) আবেগানুভূতি, শত্রু ইত্যাদিকে নিয়ন্ত্রণে রাখা; সংযত রাখা।
(৪) to contain oneself আত্মসংবরণ করা: He was so excited that he couldn’t contain himself. The cholera outbreak has been contained, কলেরার প্রাদুর্ভাব বা বিস্তার থামানো হয়েছে।
(৫) (জ্যামিতি) সীমাবদ্ধ করা/হওয়া: The angle contained by the lines AB and AC in the triangle ABC is a right angle.
(৬) (গণিত) নিঃশেষে বিভাজ্য হওয়া; 16 contains 2, 4 and 8.
container [কান্টেইনা(র্)] (noun) (১) ধারক; ধারণপাত্র; কৌটা; টিন; কেনেস্তারা।
(২) পণ্যাদি পরিবহনের জন্য (সমুদ্র, সড়ক বা বিমানপথে) ব্যবহৃত বড় আকারের ধাতুনির্মিত বাক্স।
containment (noun) কোনো রাষ্ট্রকে তার প্রভাববলয় বিস্তৃত করার প্রচেষ্টার বাধাদানের নীতি।
English Word contaminatecontaminateBengali definition [কান্ট্যামিনেইট্] (verb transitive)দূষিত করা; স্পর্শ বা অবিশুদ্ধ বস্তু মিশ্রণের মাধ্যমে নোংরা; দূষিত বা রোগগ্রস্ত করা: Water is contaminated by factory wastes
English Word contaminationcontaminationBengali definition [কান্ট্যামিনেইশ্ন্] (noun)(১)দূষণ; দূষিতকরণ: the contamination of water supply.
(২) যা দূষিত করে।
English Word contemplatecontemplateBengali definition [কন্টেম্প্লেইট্] (verb transitive), (verb intransitive)(১)গভীরভাবে চিন্তা করা; ধ্যান করা।
(২) নিবিষ্টভাবে অবলোকন করা: She was contemplating herself in the mirror.
(৩) কোনো কিছু করার জন্য মনস্থ করা; পরিকল্পনা করা: Are you contemplating marriage?
(৪) প্রত্যাশা করা: I do not contemplate any opposition from him.
English Word contemplationcontemplationBengali definition [কান্টেম্প্লেইশ্ন্] (noun) (uncountable noun) গভীর চিন্তা; ধ্যান; পরিকল্পনা; প্রত্যাশা: He is in deep contemplation, সে গভীর চিন্তায় মগ্ন।
English Word contemplativecontemplativeBengali definition [কান্টেম্প্লাটিভ্] (adjective)চিন্তাশীল; ধ্যানমগ্ন: The boy is of a contemplative turn of mind.
He was in a contemplative mood.
English Word contemporaneouscontemporaneousBengali definition [কান্টেম্পারেইনাস্] (adjective)সমকালীন; সমসাময়িক।
English Word contemporarycontemporaryBengali definition [কান্টেম্পরারি] (adjective)সমকালীন; সমসাময়িক।
(noun) সমকালীন ব্যক্তি: Satyendranath was a contemporary of Rabindranath Tagore.
English Word contemptcontemptBengali definition [কান্টেম্প্ট্] (noun)(১)ঘৃণা: I felt contempt for the criminal.
Beneath contempt, ঘৃণারও অযোগ্য।
(২) অবজ্ঞা: He rushed forward in contempt of danger (বিপদকে অবজ্ঞা করে)।
(৩) ঘৃণিত হওয়ার অবস্থা: He fell into contempt by foolish behaviour.
Familiarity breeds contempt (প্রবচন) অতি সংসর্গ ঘৃণার জন্ম দেয়।
দ্রষ্টব্য familiarity.
contempt of court আদালতের আদেশকে বা বিচারককে অবমাননা।
English Word contemptiblecontemptibleBengali definition [কান্টেম্প্টাব্ল্] (adjective)ঘৃণ্য; অবজ্ঞেয়।
English Word contemptuouscontemptuousBengali definition [কান্টেম্প্চুআস্] (adjective)ঘৃণা বা অবজ্ঞা করে এমন, উদ্ধত; ধৃষ্ট; ঘৃণাপূর্ণ।
Closing this window will clear all results and return you back to the search section