Skip to main content
Search Section
  • English Word cordon Bengali definition [কোড্‌ন্‌] (noun) (১) রক্ষাব্যূহ; পুলিশ; সৈন্য কিংবা সামরিক চৌকি দ্বারা গঠিত বেষ্টনী: Police cordon. a sanitary cordon সংক্রামক রোগাক্রান্ত ও রোগমুক্ত এলাকাকে পৃথককারী রেখা বা বেষ্টনী। (২) সম্মানসূচক ফিতাবা পদকcordonbleu [কোড্‌ন্‌ব্লা] (noun) রন্ধনকুশলতার জন্য বাবুর্চিকে প্রদত্ত পদক। □ (verb transitive) cordon off বেষ্টনীদ্বারা ঘেরাও বা পৃথক করা।

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • English Word coracle Bengali definition [করাক্‌ল্‌] (noun) বেত, বাঁশ ইত্যাদি দিয়ে বানানো ভেলা ;(এদের উপর জলনিরোধক আচ্ছাদন দেওয়া থাকে)।
  • English Word coral Bengali definition [করাল্ America(n) কোরাল্‌] (noun) প্রবাল
    coralisland প্রবালদ্বীপ। coralreef প্রবালপ্রাচীর।  (adjective) প্রবাল রঙের; লাল বা গোলাপি: coralips. coraline (adjective) প্রবালসম্পর্কিত; প্রবালতুল্য।
  • English Word coramine Bengali definition [করামাইন্‌] (noun) হৃৎপিণ্ডের উত্তেজক ওষুধবিশেষ
  • English Word corbel Bengali definition [কোব্‌ল্‌] (noun) (স্থাপত্য) ভাররক্ষার্থে প্রাচীরগাত্রের বাড়তি অংশ; (যা একটি কারনিস বা খিলানকে ধরে রাখে)।
  • English Word cord Bengali definition [কোড্‌] (noun) (১) দড়ি; রশি
    (২) জীবদেহের তন্ত্রী: spinal cord, মেরুরজ্জু; vocal cords , স্বরতন্ত্রী। (৩) জ্বালানি কাঠের পরিমাপ (সাধারণত ১২৮ cubic ft). (verb transitive) দড়ি দিয়ে বাঁধা।
  • English Word cordage Bengali definition [কোডিজ্‌] (noun) (জাহাজে ব্যবহৃত) দড়িদড়া
  • English Word cordial Bengali definition [কোডিআল্‌ America(n) কোজাল্‌] (adjective) (১) আন্তরিক; হার্দ্য; উষ্ণ; সহৃদয়; (ব্যবহার, অভ্যর্থনা ইত্যাদি বিষয়ক): We were accorded a cordial welcome.
    □ (noun) সুমিষ্ট বলবর্ধক ওষুধ; সুধা। cordially (adjective). cordiality (noun) আন্তরিকতা; সহৃদয়তা। (২) (noun) [uncountable noun, countable noun] ফলের নির্যাস থেকে তৈরি আলকোহলমুক্ত পানীয়: lime juice cordial.
  • English Word cordite Bengali definition [কোডাইট্] (noun) ধোঁয়াহীন বিস্ফোরক দ্রব্য
  • English Word cordon Bengali definition [কোড্‌ন্‌] (noun) (১) রক্ষাব্যূহ; পুলিশ; সৈন্য কিংবা সামরিক চৌকি দ্বারা গঠিত বেষ্টনী: Police cordon.
    a sanitary cordon সংক্রামক রোগাক্রান্ত ও রোগমুক্ত এলাকাকে পৃথককারী রেখা বা বেষ্টনী। (২) সম্মানসূচক ফিতাবা পদক। cordonbleu [কোড্‌ন্‌ব্লা] (noun) রন্ধনকুশলতার জন্য বাবুর্চিকে প্রদত্ত পদক। □ (verb transitive) cordon off বেষ্টনীদ্বারা ঘেরাও বা পৃথক করা।
  • English Word corduroy Bengali definition [কোডারয়] (noun) (১) সস্তা ও মোটা সুতি কাপড়বিশেষ
    (২) এমন কাপড়ে তৈরি ট্রাউজার। (৩) corduroy road কর্দমাক্ত জলা জায়গার উপর আড়াআড়ি কাঠের খণ্ড ফেলে তৈরি রাস্তা।
  • English Word cords Bengali definition [কোড্‌জ্‌] (noun) (plural) (কথ্য) সস্তা সুতি কাপড়ের তৈরি ট্রাউজার
  • English Word core Bengali definition [কো(র্‌)] (noun) (১) ফলের শক্ত শাঁস
    (২) কোনো জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ; মর্মবস্তু: Try to get to the core of the subject. to the core পুরোপুরি: rotten to the core. □ (verb transitive) take out the core of শাঁস বের করে আনা: to core an apple.
  • English Word corgi Bengali definition [কোগি] (noun) ছোট আকারের ওয়েলশ কুকুরবিশেষ
  • English Word coriander Bengali definition [করিঅ্যান্‌ডা(র্‌)] (noun) ধনেগাছ
    corianderseed ধনে; ধনিয়া।
  • English Word Corinthian Bengali definition [কারিন্‌থিআন্‌] (noun) (১) গ্রিসের অন্তর্গত করিন্থের অধিবাসী; করিন্থীয়
    (২) (স্থাপত্য) গ্রিকস্থাপত্যের দৃষ্ট তিনরকম স্তম্ভের একটি। (৩) (প্রাচীন প্রয়োগ) শৌখিন; আমোদপ্রিয়।

More about the word "CORDON" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার

  • break 1 [ব্রেইক্‌] (verb transitive), (verb intransitive) (past tense broke [ব্রোউক্‌] past participle broken [ব্রোউকান্‌]) ১ ভেঙে ফেলা; ভেঙে যাওয়া: break a window; break one’s leg. ২ আলাদা, বিচ্ছিন্ন বা বিযুক্ত করা বা হওয়া: to break a branch of a tree. The hand breaks off easily. ৩ বিনষ্ট করা বা হওয়া; ব্যবহারের অনুপযোগী করা বা হওয়া: He broke his watch. The machine is broken. ৪ জোর করে খোলা; বলপূর্বক নিজেকে ছাড়ানো বা মুক্ত করা: The prisoner broke free. ৫ বিদীর্ণ করা বা হওয়া: to break the skin/soil. ৬ অমান্য করা; আইন, শর্ত ইত্যাদি ভঙ্গ বা লঙ্ঘন করা: to break the law; to break a promise. ৭ বশ করা: to break a horse/a child’s spirit. ৮ অতিক্রম করা: to break a record in sports. ৯ সর্বস্বান্ত করা: I’ll break you if you do that again. ১০ কার্যকরী শক্তি ধ্বংস করা: We broke the enemy at the battle. ১১ জ্ঞাত করা; জানানো; বিদিত করা: We have to break the bad news to him slowly. ১২ শেষ করা; সমাপ্ত করা: She broke the silence by starting to speak. ১৩ স্থগিত করা বা থামা: to break a journey. ১৪ আরম্ভ হওয়া: the day broke; the storm broke. ১৫ অবনতি হওয়া; মনোবল ভেঙে পড়া: His health broke. He may break under interrogation. ১৬ পরিবর্তিত হওয়া: His voice broke as he approached manhood. Her voice broke with emotion. ১৭ গোপন বিষয় অবগত হওয়া: We broke the code. ১৮ আছড়ে পড়া: The waves broke on the shores of the sea. ১৯ (phrases) break the back of কোনো কাজের প্রধান বা সবচেয়ে দুরূহ অংশ শেষ করা: It took us the whole morning to break the back of the job. break the bank তাস বা জুয়া খেলায় সমুদয় অর্থ জেতা। break the bounds (সামরিক) অধিকারের সীমা লঙ্ঘন করা; বিধিসঙ্গত ক্ষমতার বাইরে যাওয়া। break camp তাঁবু গুটানো; যেখানে ক্যাম্প করা হয়েছিল তল্পিতল্পাসহ সে স্থান ত্যাগ করা। breakcover (জীবজন্তু সম্বন্ধে) লুকানো বা আত্মগোপন করার স্থান থেকে বেরিয়ে আসা। breakeven লাভ বা ক্ষতি কোনোটিই না- করে ব্যবসা করা। break the ice প্রথম লজ্জার ভাব বা মৌনভাব কাটিয়ে ওঠা। breakloose বলপূর্বক নিজেকে মুক্ত করা বা ছাড়ানো। break new/fresh grounds নানা প্রকার আবিষ্কার করা: Scientists are breaking new grounds every day. break something open জোর করে ভেঙে ফেলা: The police broke open the door. break one’s mind নিজের কথা অপরকে জানানো। break one’s neck বিপজ্জনক বা বোকামির কাজ করে নিহত হওয়া। break someone’s heart কারো মনে দুঃখ দেওয়া বা অন্তরে আঘাত করা। breakshort নির্ধারিত সময়ের পূর্বেই হঠাৎ করে কোনো কাজ শেষ করা: He broke short his visit and came back home. breakstep অনিয়মিত পদবিক্ষেপ করা; একই তালে পা না- ফেলা। break wind (সুভাষণরীতি) বায়ু নিঃসরণ করা। break one’s fall পতনের গতি দুর্বল করা। ২০ (adverb, participle(s) ও preposition(s) সহ বিশেষ ব্যবহার) break away (from) দলত্যাগ করা; হঠাৎ পালিয়ে যাওয়া; আচার বা আচরণ পরিবর্তন করা: The peasants broke away from the party. The thief broke away from the police. Can’t you break away from this habit? break down (ক) ভেঙে পড়া: Talks with rebels have broken down. (খ) (যন্ত্রপাতি সম্বন্ধে) খারাপ বা অচল হয়ে পড়: The car has broken down. (গ) শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়া: His health broke down because of hard work. (ঘ) ভাবাবেগে অভিভূত হওয়া: John broke down and wept when his father died. break something down (ক) বলপূর্বক ভেঙে ফেলা। (খ) বলপ্রয়োগে দমন করা: The army broke all resistance. (গ) ভাগ করা; বিভাজন করা: break down expenditure. (ঘ) কোনো যৌগিক পদার্থের উপাদান বিছিন্ন করা বা ভাঙা; Chemicals in our body break down the food we eat. break down (noun) (ক) (যন্ত্রপাতির) বিকলতা: There was a break down in the machinery. break down in communication (খ) মানসিক বৈকল্য: He had a nervous break down. (গ) হিসাব: a break down of expenses. break forth (লাক্ষণিক) (ক্রোধ বা ঘৃণায়) ফেটে পড়া। break in বলপূর্বক প্রবেশ করা: Burglars broke into the house. break-in (noun) break in (up) on বাধা দেওয়া: break in (up) on a discussion. break into (ক) বলপূর্বক প্রবেশ করা। (খ) উচ্চহাসি বা কান্নায় ভেঙে পড়া; গান জুড়ে দেওয়া। break off (ক) কথা বলতে বলতে থেমে যাওয়া: He break off in the middle of his speech. (খ) সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ: We will break off for tea now. (গ) হঠাৎ চলার ছন্দ বা গতি পরিবর্তন করা: break into a gallop. break (something) off (ক) কোনো কিছুর অংশ আলাদা বা আলগা হয়ে যাওয়া: The blade broke off. (খ) সর্ম্পকের অবসান ঘটানো: John has broken off with Sally. breakout হঠাৎ ঘটা; প্রাদুর্ভাব হওয়া: Cholera has broken out. break out (of) পলায়ন করা: Some prisoners have broken out of the jail. break out in (ক) আচ্ছাদিত হওয়া: His face broke out in a rash. (খ) কথা বা আচরণে হঠাৎ উগ্রতা প্রদর্শন করা: She broke out in abuses.break through বলপূর্বক পথ করে নেওয়া: Students broke through the cordon. break-through (noun) (ক) (সামরিক) ব্যূহভেদ (শত্রুপক্ষের)। (খ) প্রধান সাফল্য (বিশেষত কোনো বৈজ্ঞানিক গবেষণায়)। breakup ছত্রভঙ্গ করা; শেষ করা; ছুটি হওয়া; বিভিন্ন অংশে ভাগ বা পৃথক হওয়া। break with (ক) বিবাদ করা; বন্ধুত্ব ভাঙা; সম্পর্ক ছিন্ন করা। (খ) অভ্যাস ইত্যাদি পরিত্যাগ করা।
  • cordon [কোড্‌ন্‌] (noun) ১ রক্ষাব্যূহ; পুলিশ; সৈন্য কিংবা সামরিক চৌকি দ্বারা গঠিত বেষ্টনী: Police cordon. a sanitary cordon সংক্রামক রোগাক্রান্ত ও রোগমুক্ত এলাকাকে পৃথককারী রেখা বা বেষ্টনী। ২ সম্মানসূচক ফিতাবা পদক। cordonbleu [কোড্‌ন্‌ব্লা] (noun) রন্ধনকুশলতার জন্য বাবুর্চিকে প্রদত্ত পদক। □ (verb transitive) cordon off বেষ্টনীদ্বারা ঘেরাও বা পৃথক করা।