Skip to main content
Search Section
  • English Word acquire Bengali definition [আকোয়াইআ(র্)] (verb transitive) অর্জন করাan acquired taste (পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে) অর্জিত রুচি। acquirement (noun) (১) [Uncountable noun] (acquisition এখন অধিক প্রচলিত) অর্জন(২) [Countable noun] = accomplishment (৩) (এটিই এখন অধিক প্রচলিত); গুণ

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • English Word acquaint Bengali definition [আকোয়েইন্‌ট্‌] (verb transitive) (১) acquaint somebody/oneself with পরিচিত করা; উদ্ঘাটন করা: acquaint somebody with the real situation, অবহিত করা।
    (২) be acquainted (with somebody) পরিচিত হওয়া: One who changes his residence in a new area should be acquainted with one’s neighbours.
  • English Word acquaintance Bengali definition [আকোয়েইন্‌টান্‌স্‌] (noun) (১) [Uncountable noun] অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়: He has little acquaintance with recent English writings in India.
    have a nodding acquaintance with (কোনো ব্যক্তি বা বিষয়ের সঙ্গে) কিঞ্চিৎ পরিচয় থাকা। make somebody’s acquaintance, make the acquaintance of somebody কারো সঙ্গে পরিচয় করা বা পরিচিত হওয়া। (up) on (further) acquaintance পরিচিত হওয়ার আরো কিছু সময়/ দিন পরে। (২) [Countable noun] পরিচিত ব্যক্তি; আলাপী: He is an acquaintance of mine. (৩) (প্রাচীনতর ইংরেজি, সমষ্টিবাচক) পরিচিতজন: You seem to have a wide acquaintance, বহুপরিচিত মানুষ।
  • English Word acquiesce Bengali definition [আকোইএস্] (verb transitive) (১) সম্মত বা রাজি হওয়া; সায় দেওয়া; নীরবে বা বিনা আপত্তিতে মেনে নেওয়া
    (২) acquiesce in কোনো ব্যবস্থা, সিদ্ধান্ত ইত্যাদি বিনা প্রতিবাদে মেনে নেওয়া: to acquiesce in an absurd proposal. acquiescence [অ্যাকোইএস্‌ন্‌স্‌] (noun) মৌনসম্মতি (-দান)। acquiescent [অ্যাকোইএস্‌ন্‌ট্] (adjective) মৌনসম্মতিপূর্ণ, প্রশ্রয়প্রবণ।
  • English Word acquire Bengali definition [আকোয়াইআ(র্)] (verb transitive) অর্জন করা
    an acquired taste (পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে) অর্জিত রুচি। acquirement (noun) (১) [Uncountable noun] (acquisition এখন অধিক প্রচলিত) অর্জন। (২) [Countable noun] = accomplishment (৩) (এটিই এখন অধিক প্রচলিত); গুণ।
  • English Word acquisition Bengali definition [অ্যাকোইজিশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] গ্রহণ; অর্জন: acquisition of knowledge.
    (২) [Countable noun] অর্জিত বস্তু বা ব্যক্তি: Would you kindly have a look at my new acquisitions?
  • English Word acquisitive Bengali definition [অ্যাকোইজাটিভ্] (adjective) (১) অর্জনে অভ্যস্ত; অর্জনপ্রিয়; অর্জনেচ্ছু: acquisitive of new ideas.
    the acquisitive society যে সমাজ অধিক থেকে অধিকতর বস্তু অর্জনের উপর গুরুত্ব দেয়; অর্জনপ্রবণ সমাজ। (২) লোভলালসাপূর্ণ; জড়বাদী।
  • English Word acquit Bengali definition [আকোয়িট্] (verb transitive) (১) acquit somebody (of/on something) নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া
    (২) আচরণ করা; উত্তীর্ণ হওয়া: She acquitted herself well. acquittal [আকোইট্‌ল্‌] [Uncountable noun, Countable noun] বেকসুর খালাস: The villagers were angry at the acquittal of the persons accused of rape. acquittance (noun) ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়।

More about the word "Acquire" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার

  • eminence [এমিনান্স] [noun] ১ [Uncountable noun] খ্যাতি; বিশিষ্টতা: acquire eminence as a professor. ২ [Countable noun] উচ্চ ভূমির এলাকা। ৩ Hrs/your Eminence কার্ডিনালদের পদবি।
  • acquire [আকোয়াইআ(র্)] (verb transitive) অর্জন করা। an acquired taste (পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে) অর্জিত রুচি। acquirement (noun) ১ [Uncountable noun] (acquisition এখন অধিক প্রচলিত) অর্জন। ২ [Countable noun] = accomplishment (৩) (এটিই এখন অধিক প্রচলিত); গুণ।
  • AIDS (অপিচ Aids) [এইড্‌জ্‌] [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) Acquired Immune Deficiency Syndrome, যে রোগে আক্রান্ত হলে মানবদেহ রোগ সংক্রমণ প্রতিহত করার ক্ষমতা হারায় এবং আক্রান্ত ব্যক্তি প্রায়ই মারা যায়; এইডস।