Skip to main content
Search Section
  • English Word academic Bengali definition [অ্যাকাডেমিক্‌] (adjective) (১) শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান সম্পর্কিত; স্কুল, কলেজ ইত্যাদি সম্পর্কিত; পাণ্ডিত্যপূর্ণ, সাহিত্যিক বা ধ্রুপদী; শিক্ষায়তনিক; জ্ঞানজাগতিক: the academic year, শিক্ষাবর্ষ। academic freedom বাইরের, বিশেষত সরকারের হস্তক্ষেপ ছাড়া শিক্ষাদান এবং সমস্যা আলোচনার স্বাধীনতা; বিদ্যালোচনার স্বাধীনতা। (২) অতিমাত্রায় তাত্ত্বিক ও নৈয়ায়িক; যথেষ্ট বাস্তবাশ্রয়ী নয়; জ্ঞানজাগতিক; কেতাবি: The matter we are discussing has academic interest only. (৩) শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত; শিক্ষায়তনিক: academic rank/costume. □[Countable noun] বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; পেশাজীবী পণ্ডিত।

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • English Word academic Bengali definition [অ্যাকাডেমিক্‌] (adjective) (১) শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান সম্পর্কিত; স্কুল, কলেজ ইত্যাদি সম্পর্কিত; পাণ্ডিত্যপূর্ণ, সাহিত্যিক বা ধ্রুপদী; শিক্ষায়তনিক; জ্ঞানজাগতিক: the academic year, শিক্ষাবর্ষ।
    academic freedom বাইরের, বিশেষত সরকারের হস্তক্ষেপ ছাড়া শিক্ষাদান এবং সমস্যা আলোচনার স্বাধীনতা; বিদ্যালোচনার স্বাধীনতা। (২) অতিমাত্রায় তাত্ত্বিক ও নৈয়ায়িক; যথেষ্ট বাস্তবাশ্রয়ী নয়; জ্ঞানজাগতিক; কেতাবি: The matter we are discussing has academic interest only. (৩) শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত; শিক্ষায়তনিক: academic rank/costume. □[Countable noun] বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; পেশাজীবী পণ্ডিত।
  • English Word academy Bengali definition [আক্যাডামি] (noun) (plural academies) (১) উচ্চশিক্ষার জন্য, সাধারণত বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিদ্যায়তন: military academy; music academy.
    (২) বিশিষ্ট পণ্ডিতবর্গকে নিয়ে গঠিত সমাজ, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের উচ্চতর চর্চার কেন্দ্র; পরিষদ; অ্যাকাডেমি: Bangla Academy. academician [আক্যাডামিশ্‌ন্‌ America(n) আকাডামিশ্‌ন্‌] (noun) অ্যাকাডেমির সদস্য, যেমন ফরাসি অ্যাকাডেমির।

More about the word "Academic" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার

  • academic [অ্যাকাডেমিক্‌] (adjective) ১ শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান সম্পর্কিত; স্কুল, কলেজ ইত্যাদি সম্পর্কিত; পাণ্ডিত্যপূর্ণ, সাহিত্যিক বা ধ্রুপদী; শিক্ষায়তনিক; জ্ঞানজাগতিক: the academic year, শিক্ষাবর্ষ। academic freedom বাইরের, বিশেষত সরকারের হস্তক্ষেপ ছাড়া শিক্ষাদান এবং সমস্যা আলোচনার স্বাধীনতা; বিদ্যালোচনার স্বাধীনতা। ২ অতিমাত্রায় তাত্ত্বিক ও নৈয়ায়িক; যথেষ্ট বাস্তবাশ্রয়ী নয়; জ্ঞানজাগতিক; কেতাবি: The matter we are discussing has academic interest only. ৩ শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত; শিক্ষায়তনিক: academic rank/costume. □[Countable noun] বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; পেশাজীবী পণ্ডিত।
  • academy [আক্যাডামি] (noun) (plural academies) ১ উচ্চশিক্ষার জন্য, সাধারণত বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিদ্যায়তন: military academy; music academy. ২ বিশিষ্ট পণ্ডিতবর্গকে নিয়ে গঠিত সমাজ, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের উচ্চতর চর্চার কেন্দ্র; পরিষদ; অ্যাকাডেমি: Bangla Academy. academician [আক্যাডামিশ্‌ন্‌ America(n) আকাডামিশ্‌ন্‌] (noun) অ্যাকাডেমির সদস্য, যেমন ফরাসি অ্যাকাডেমির।
  • pernicious [পানিশাস্‌] (adjective) pernicious (to) ক্ষতিকর; ধ্বংসকর: pernicious actions; pernicious to the academic autonomy of the University. perniciously (adverb) perniciousness (noun)
  • year [ইআ(র্) America(n) ইআর্‌] (noun) ১ সৌরবর্ষ; সূর্যকে একবার আবর্তন করতে পৃথিবীর যে সময় লাগে, ৩৬৫ দিন ৬ ঘণ্টার মতো। ২ বৎসর; বছর; ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কাল; বারো মাস; পঞ্জিকাবর্ষ: the calendar year; in the year 20 1 5; this year; coming year; New year’s Eve. year in year out বছরের পর বছর। all (the) year round বছরের সব সময়ে। year of grace, year of our Lord খ্রিষ্টীয় অব্দ: in the year of our Lord 20 1 5. the year dot (কথ্য) অনেকদিন আগে: That happened in the year dot. ৩ যেকোনো দিন থেকে আরম্ভ করে ৩৬৫ দিনের দৈর্ঘ্য: Just a year ago my father died. She is eighteen years of age. I have opened a fixed deposit A/C for three years. year-book (noun) বর্ষপঞ্জি; প্রকাশকাল পর্যন্ত এক বছরের বিবরণী; তথ্যাদি, পরিসংখ্যান ইত্যাদি যে সংকলনগ্রন্থে লিপিবদ্ধ থাকে। year-long (adjective) এক বছরব্যাপী: a year-long programme; astronomical/equinoutical/natural/solar year, সৌরবর্ষ (৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড)। Julian year জুলিয়াস সিজার প্রবর্তিত ‘জুলিয়ান’ পঞ্জিকা অনুযায়ী গণিত বছর। lunar year চান্দ্রবর্ষ (৩৫৪ দিন)। New year নববর্ষ। get on in years বৃদ্ধ হওয়া; বয়স হওয়া। stricken/struck in year বয়োভারে পীড়িত অতি বৃদ্ধ। ৪ কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এক বছর সময়। the academic year শিক্ষাবর্ষ; স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের এক বছরব্যাপী নির্দিষ্ট শিক্ষাকাল। the financial/fiscal year অর্থবছর; সরকারিভাবে বছরের যে সময় থেকে পরবর্তী বছরের ওই সময় পর্যন্ত সময়ের জন্য বাজেট ও অর্থসংস্থান করা হয় (বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন)। ৫ (plural) বয়স; জীবনের সময়কাল: A girl of twelve years; young for one ’ s years, বয়সের অনুপাতে চেহারায় তরুণ। yearly (adjective), (adverb) বার্ষিক; সাংবার্ষিক।
  • calendar [ক্যালিন্‌ডা(র্‌)] (noun) ১ বর্ষপঞ্জি, গোষ্ঠীবিশেষের পক্ষে গুরুত্বপূর্ণ তারিখের তালিকা: the academic calendar; the Christian calendar. ২ কালগণনার পদ্ধতি: the Bangla calendar; the Gregorian calendar. calendarmonth (noun) (২৮ দিনের চান্দ্রমাসের সঙ্গে বৈপরীত্যক্রমে) বর্ষপঞ্জিতে চিহ্নিত মাস।