- English Word variety Bengali definition [ভারাইআটি] (noun) (plural varieties) (১) [uncountable noun] বৈচিত্র্য; বিচিত্রতা: a life full of variety. (২) (কেবল singular) বিভিন্ন বস্তুর সংখ্যা বা পরিধি: for a variety of reasons, নানাবিধ/বিচিত্র কারণে; a large variety of commodities, বিচিত্র পণ্যসম্ভার। (৩) [countable noun] (জীববিদ্যা) প্রজাতির উপবিভাগ; প্রকার। (৪) [countable noun] বৃহত্তর বর্গের অন্তর্গত অন্যান্য বস্তু থেকে কিছুটা ভিন্ন ধরন বা শ্রেণি; প্রকারভেদ: rate varieties of roses. (৫) [uncountable noun] নৃত্য; গীত, শারীরিক কসরত, নাটিকা ইত্যাদি সংবলিত বিত্তবিনোদনমূলক অনুষ্ঠান; বিচিত্রানুষ্ঠান; a variety entertainment. (America(n)= vaudeville).
Nearby Words | অনুরূপ শব্দসমূহ
- English Word variable Bengali definition [ভারিআব্ল্] (adjective) পরিবর্তনশীল; পরিবর্তনীয়; অনিয়ত; অস্থির: variable standards; variable costs, (হিসাব.) যে ব্যয় উৎপাদিত পণ্যের পরিমাণ অনুযায়ী বাড়ে বা কমে: a variable temper/mood. ) যে ব্যয় উৎপাদিত পণ্যের পরিমাণ অনুযায়ী বাড়ে বা কমে: a variable temper/mood. □(noun) [countable noun] পরিবর্তনশীল বস্তু বা পরিমাণ; যে নিয়ামক (পরীক্ষণকালে) পরিবর্তিত হতে পারে; চলক। variably [ভারিআব্লি] (adverb) অনিয়তভাবে। variableness, variability [ভেআরিআবিলাটি] (noun(s)) পরিবর্তিত; অনবস্থতা।
- English Word variance Bengali definition [ভেআরিআন্স্] (noun) [uncountable noun] অমিল; অনৈক্য; বিরোধ; মতবিরোধ; অবনিবনা। at variance (with) মতের মিল নেই এমন অবস্থায়; বিবদমান: They are at variance among themselves. The two brothers have been at variance for quite sometime, তাদের মধ্যে বনিবনা নেই।
- English Word variant Bengali definition [ভেআরিআন্ট্] (adjective) ভিন্ন; বিভিন্ন; বিকল্প: variant text of a poem.□(noun) একই বস্তুর (যেমন বানানের) ভিন্ন রূপ; একই রচনার ভিন্ন পাঠ; বানানভেদ; পাঠভেদ; রূপভেদ।
- English Word variation Bengali definition [ভেআরিএইশ্ন্] (noun) (১) [countable noun, uncountable noun] ভেদ; বিভেদন; ভিন্নতা; বিভিন্নতা; ভিন্নতার মাত্রা: variation(s) of pressure/temperature. (২) [countable noun] (সংগীতে) কোনো সহজ সুরের ভিন্নতর (এবং সাধারণত জটিলতর) রূপে পুনরাবৃত্তি; রূপভেদ; প্রকারভেদ: variations on a theme by Mozart. (৩) [uncountable noun, countable noun] (জীববিদ্যা) নতুন অবস্থা, পরিবেশ ইত্যাদির দরুন শারীরিক গঠন বা রূপের পরিবর্তন; প্রকরণ।
- English Word varicoloured Bengali definition (America(n)= varicolored) [ভেআরিকালাড্] (adjective) বিচিত্রবর্ণ; কর্বুরিত।
- English Word varicose Bengali definition [ভ্যারিকোস্] (adjective) (বিশেষত) varicose vein স্থায়ীভাবে ফোলা শিরা; প্রস্ফীত শিরা।
- English Word varied Bengali definition [ভেআরিড্] (adjective) (১) বিভিন্ন; বিবিধ: varied opinions. (২) বিচিত্র; বহু বিচিত্র: a varied career.
- English Word variegated Bengali definition [ভেআরিগেইটিড্] (adjective) বিভিন্ন রঙের এলোমেলো ছোপযুক্ত; চিত্রবিচিত্র: variegated leaves.variegation [ভেআরিগেইশ্ন্] (noun) চিত্রবিচিত্রতা।
- English Word variform Bengali definition [ভেআরিফোম্ America(n) ভ্যারিফোম্] (adjective) বিচিত্ররূপ; বিবিধাকার।
- English Word variola Bengali definition [ভারাইআলা] (noun) বসন্তরোগ; মসূরিকা।
- English Word variorum Bengali definition [ভেআরিওরাম্] (adjective) (কেবল) variorumedition বিভিন্ন টীকাকারের টীকাসংবলিত/সটীক সংস্করণ: a variorum edition of a Shakespeare play
- English Word various Bengali definition [ভেআরিআস্] (adjective) (সাধারণত attributive(ly)) বিভিন্ন; ভিন্ন ভিন্ন: of various reasons.variously (adverb) নানারূপে; বিভিন্ন রূপে।
- English Word varix Bengali definition [ভেআরিক্স্] (noun) অস্বাভাবিক রকম স্ফীত ও প্রলম্বিত শিরা।
- English Word varmint Bengali definition [ভা(র)মিন্ট্] (noun) (১) জঘন্য ব্যক্তি বা প্রাণী: Varmint critters never fail to amaze me.(২) পাতিশিয়াল (অশিষ্ট প্রয়োগ)।
More about the word "variety" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার
- act 1 কোনো অনুষ্ঠানসূচিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানসমূহের যে কোনো একটি; অনুষ্ঠান: a circus/variety act.
- nightly (adjective), (adverb) নৈশ; প্রতিরাতে; রাত্রিকালে: nightly performances; a variety show twice nightly.
- variety [uncountable noun] বৈচিত্র্য; বিচিত্রতা: a life full of variety.
- vaudeville [ভোদাভিল্] (noun) [uncountable noun] (America(n))= variety(৫).
- graft 1 □ (verb transitive), (verb intransitive) কলম করা; ভিন্ন দেহের অংশ কোনো দেহে সংযোজন করা: graft one variety on/upon/in/into another; graft new skin.
- burlesque দ্রষ্টব্য variety (৫)।