Skip to main content
Search Section
  • English Word sex Bengali definition [সেক্‌স্‌] (Noun) (১) লিঙ্গ; স্ত্রী বা পুরুষ; What is its sex? without distinction of sex, নারীপুরুষ নির্বিশেষে(২) স্ত্রীজাতি বা পুরুষজাতি(৩) [uncountable noun] নারীপুরুষের পার্থক্য; এইসব পার্থক্য সম্বন্ধে সচেতনতা: sex antagonisms, লিঙ্গবিরোধ। (৪) [uncountable noun] রতিক্রিয়াঘটিত কিংবা রতিক্রিয়ার লক্ষ্যে পরিচালিত কার্যকলাপ; যৌনক্রিয়া; a film with lots of sex in it, যৌনক্রিয়া ছায়াছবি; the sex instinct, যৌনপ্রবৃত্তি; sex appeal, যৌন আবেদন/আকর্ষণsexed (participial adjective) (নির্দিষ্ট ধরনের) যৌনপ্রকৃতিবিশিষ্ট: highly/weakly sexed. প্রবল/দুর্বল যৌনতাসম্পন্ন। sexless (adjective) না পুরুষ, না স্ত্রী; লিঙ্গনির্বিশেষ। sex-starved (adjective) (কথ্য) যৌনক্ষুধার পরিতৃপ্তি থেকে রক্ষিত; যৌনক্ষুধার্ত। sexy (adjective) (sexier, sexiest) (কথ্য) লিঙ্গঘটিত; যৌনতাঘটিত; যৌন আবেদনময়, যৌন আকর্ষণপূর্ণ।

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • English Word sexagenarian Bengali definition [সেক্‌সাজিনেআরিআন্] (noun), (adjective) '৬০ থেকে ৬৯ বছর বয়স্ক ব্যক্তি, ষষ্টিপর
  • English Word sexology Bengali definition [সেক্‌সালাজি] (noun) যৌনবিদ্যা; যৌনবিজ্ঞান
    sexological [সেক্‌সালজিক্‌ল্‌] (adjective) যৌনবিদ্যাঘটিত। sexologist [সেকসালাজিসট্‌] (noun) যৌনবিজ্ঞানী।
  • English Word sexism Bengali definition [সেক্‌সিজাম্‌] (noun) [uncountable noun] নারীপুরুষের মধ্যে অন্যায় ও অযৌক্তিক বৈষম্য; যৌনবৈষম্য; যৌনবৈষম্যবাদ
    sexist [সেক্‌সিস্‌ট] (adjective) যৌনবৈষম্যবাদী: sexist attitudes; sexist words (যেমন নারী অর্থে baby, bird, chick, doll প্রভৃতি শব্দ)। দ্রষ্টব্য chauvinism ভুক্তিতে male chauvinist.
  • English Word sextant Bengali definition [সেক্‌স্‌টান্‌ট্‌] (noun) (জাহাজের অবস্থান ইত্যাদি নির্ণয়ে) সূর্য ইত্যাদির উন্নতি মাপার যন্ত্রবিশেষ; সেক্সটান্‌ট।
  • English Word sextet, sextette Bengali definition [সে্ক্‌স্‌টেট্] (noun(s)) [countable noun] ছয়টি কণ্ঠ; যন্ত্র বা বাদকের সমন্বয়ে ছয়টি কণ্ঠ বা যন্ত্রের জন্য রচিত সংগীত; ষড়ঙ্গক
  • English Word sexting Bengali definition [সেকসটিঙ] (noun) সেক্সটিং, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যৌন হয়রানিমূলক ছবি বা এসএমএস পাঠানো: Sexting is becoming a social disease
  • English Word sexton Bengali definition [সেক্‌স্‌টান্‌] (noun) গির্জাভবন দেখাশোনা করা, গির্জাপ্রাঙ্গণে কবর খোঁড়া, গির্জার ঘণ্টা বাজানো ইত্যাদি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি
  • English Word sexual Bengali definition [সেক্‌শুআল্] (adjective) যৌন: sexual intercourse.
    sexuality [সেক্‌শুঅ্যালাটি] (noun) [uncountable noun] যৌনতা।
  • English Word sex worker Bengali definition [সেক্‌স্‌ ওয়াকা(র)] (noun) পেশাদার যৌনকর্মী; (সাধারণত নারী), পতিতা: There were separate clinics for female and male sex workers
  • English Word ecosexual Bengali definition [ঈকোসেক্‌শুআল্] (adjective) [Countable noun] (eco আর 'sexual' মিলে তৈরি, (Plural ecosexuals) পরিবেশগত বিষয়ে যার রয়েছে প্রবল আগ্রহ, যিনি বুনো লাইফস্টাইল করেন এমনকি গাছকেও তার রোমান্টিক লাইফ পার্টনার ভাবেন
    ecosexuality [ঈকোসেকশুআলিটি] [noun] [Uncountable noun] প্রতিবেশবান্ধব সম্পর্কিত।
  • English Word heterosexual Bengali definition [হেটারাসেকশুআল্] (adjective) বিপরীতলিঙ্গ ব্যক্তির প্রতি আসক্ত; বিষমকামী; বিষমগামী
    □ (noun) বিষমকামী ব্যক্তি। heterosexuality [হেটারাসেক্‌শুঅ্যালাটি] (noun) [uncountable noun] বিষমকাম; বিষমকামিতা; বিষমগমন; বিষমগামিতা।
  • English Word homosexual Bengali definition [হমাসেক্‌শুআল্] (adjective) সমকামী
    □ (noun) সমকামী ব্যক্তি। homosexuality [হমাসেক্শুঅ্যালাটি] (noun) [uncountable noun] সমকাম; সমকামিতা।
  • English Word oral sex Bengali definition [ওরাল্‌ সেক্‌স্‌] (noun) জিহ্বা, ঠোঁট ও মুখের স্পর্শে কারো যৌনাঙ্গে রতিসুখ সঞ্চার; ওরাল সেক্স: Oral sex is often regarded as taboo.
  • English Word asexual Bengali definition [এইসেক্‌শুআল্] (adjective) (১) যৌনতা বা যৌনাঙ্গবিরহিত; অযৌন: asexual reproduction.
    (২) (ব্যক্তি) যৌনসম্পর্ক বিষয়ে নিস্পৃহ। asexuality [এইসেক্শুআলাটি] (noun) অযৌনতা; অকামিতা।

More about the word "sex" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার

  • ecosexual [ঈকোসেক্‌শুআল্] (adjective) [Countable noun] (eco আর 'sexual' মিলে তৈরি, (Plural ecosexuals) পরিবেশগত বিষয়ে যার রয়েছে প্রবল আগ্রহ, যিনি বুনো লাইফস্টাইল করেন এমনকি গাছকেও তার রোমান্টিক লাইফ পার্টনার ভাবেন।
  • the fairsex নারীজাতি।
  • heterosexuality [হেটারাসেক্‌শুঅ্যালাটি] (noun) [uncountable noun] বিষমকাম; বিষমকামিতা; বিষমগমন; বিষমগামিতা।
  • homosexuality [হমাসেক্শুঅ্যালাটি] (noun) [uncountable noun] সমকাম; সমকামিতা।
  • imperative (আনুষ্ঠানিক) এমন ভাব বা আবেগ, যা মানুষকে একটি নির্দিষ্ট পথে চালিত করে: It is unnatural to ignore the sexual imperative.
  • The couple proved to be sexually incompatible.
  • oral sex [ওরাল্‌ সেক্‌স্‌] (noun) জিহ্বা, ঠোঁট ও মুখের স্পর্শে কারো যৌনাঙ্গে রতিসুখ সঞ্চার; ওরাল সেক্স: Oral sex is often regarded as taboo.
  • asexual যৌনতা বা যৌনাঙ্গবিরহিত; অযৌন: asexual reproduction.
  • astrolabe দ্রষ্টব্য sextant.
  • indulgence [uncountable noun] indulgence (in) নিজ বাসনাদির চরিতার্থ করার অভ্যাস; অনুবর্তন; সন্তোষণ; ছন্দানুবর্তন; অসংযম: indulgence in bad habits; sexual indulgence, ইন্দ্রিয়সেবা।
  • bisexual [বাইসেক্‌শুআল্‌] (adjective) উভয়লিঙ্গ; স্ত্রীলিঙ্গ ও পুরুষলিঙ্গসমন্বিত। bisexuality (noun)
  • phantasy [ফ্যান্‌টাসি] (noun) ১ [Uncountable noun] কল্পনা; আকাশকুসুম ভাবনা: creating a world of phantasy. ২ [Countable noun] কল্পনাপ্রসূত বিষয়: Sexual phantasies. ৩ [Countable noun] কোনো শিল্পকর্ম, যে ক্ষেত্রে কাঠামোর চেয়ে রীতি অধিক গুরুত্বপূর্ণ।
  • promiscuous sexual intercourse.
  • transgender ক্রোমোজোমের ত্রুটির কারণে এটা হয়): Some transgender people choose to have surgery to take the physical form of their desired sex.
  • (sexual) intercourse সংগম; যৌনমিলন; সহবাস; মৈথুন; রতিক্রিয়া; রমণ।
  • turn off দিক পরিবর্তন করা; মোড় নেওয়া: Here the road turns off for Essex.
  • unsexed (adjective) লিঙ্গভেদহীন।
  • irrespective [ইরিস্‌পেক্‌টিভ্‌] (adjective) irrespective of হিসাবের মধ্যে আসে না বা বিবেচনা করে না এমন; নির্বিশেষে; নিরপেক্ষভাবে: They demanded equal pay irrespective of age or sex.
  • gastrosexual [গ্যাস্ট্রোসেকশুআল্] (noun) [countable noun] ('gastronomy' আর 'sextual' মিলে তৈরি) যে পুরুষ তার বন্ধু আর বান্ধবীকে অভিভূত করতে রান্নায় বিশেষ পারদর্শিতা অর্জন করে; গ্যাস্ট্রোসেক্সুয়াল।
  • gender = sex (১).