Skip to main content
Search Section

"কম্পিউটার" শব্দটি “বাংলা থেকে ইংরেজী” অভিধানে খুঁজে পাওয়া যায়নি!

Result from "English to Bengali" Dictionary:

  • hashtag # চিহ্নটি কম্পিউটার ও ইন্টারনেট জগতে হাইপারলিঙ্ক করতে প্রাথমিকভাবে ব্যবহৃত হতো: Hashtags have become indices of popularity.
  • hardware (সাধারণত কম্পিউটার) হার্ডওয়্যার হলো সেই সব অংশ যা দৃশ্যত এবং ছোঁয়া যায়, যার কাঠামো আছে।
  • hard copy [হা:ড্‌ কপি] (noun) কম্পিউটার থেকে কাগজে বা প্লাস্টিকে প্রিন্ট দেওয়া কপি; প্রিন্টার থেকে মুদ্রিত কপি; হার্ড কপি যা অন্য কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই পড়া যায়: She began producing hard copy with a desktop computer and printer.
  • e-book [ই-বুক্‌] (noun) ইলেকট্রনিক বুক এর সংক্ষেপ; ডিজিটাল ফরম্যাটে বই-আকৃতির প্রকাশনা যাতে টেক্সট, ছবি থাকে এবং যা কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে পাঠ করা যায়; You will also receive a free e-book.
  • economy-class syndrome একই সমস্যা দেখা দেয় কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকলে।
  • edit কম্পিউটারে প্রসেসিংয়ের জন্য ডাটা সাজানো।
  • e-mail এটা ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়: Jobs by e-mail is easy to set up .
  • favicon কোনো ওয়েবসাইট কম্পিউটারের বুকমার্ক মেন্যুতে সংরক্ষণ করার পর যে খুদে গ্রাফিক ওয়েবসাইটটির নামের আগে দেখা যায়।
  • fortran, FORTRAN [ফোট্র্যান্‌] (noun) কম্পিউটারের পূর্বলেখের ভাষাবিশেষ, যা প্রধানত বিজ্ঞান ও গণিতের গণনায় ব্যবহৃত হয়; ফরট্র্যান (formula translation-এর সংক্ষেপ)।
  • garbage (কথ্য) বাজে জিনিস; কম্পিউটারের কোনো সম্ভরণ-কৌশলে (storage) সঞ্চিত অর্থহীন বা অবান্তর উপাত্ত; জঞ্জাল।
  • hack 3 যিনি কোনো ওয়েবসাইটের নিরাপত্তা বা অনিরাপত্তার সঙ্গে জড়িত এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করার বিশেষভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী।
  • home page [হৌম্ পেইজ] (noun) কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় সাইটটির অবস্থান, অন্তর্গত বিষয়ের যে সূচিনির্দেশ ব্যবহারকারী দেখতে পায়; কারো ব্যক্তিগত কম্পিউটার চালু করার পর যা প্রথম নজরে আসে বা স্ক্রিনে ভেসে ওঠে; হোম পেজ; This link designates the home page of the World Wide Web Consortium.
  • access 1 [Uncountable noun] (কম্পিউটার) কম্পিউটার ফাইলে তথ্য নিবিষ্ট করার বা ফাইল থেকে তথ্য উদ্ধারের প্রক্রিয়া।
  • access 2 [অ্যাক্‌সেস্] (verb transitive) (কম্পিউটার) কম্পিউটার ফাইলে তথ্য নিবেশিত করা বা ফাইল থেকে তথ্য উদ্ধার করা: Branch officials can access the central data bank.
  • accumulator (কম্পিউটার) সংখ্যা বা রাশি সঞ্চিত করার এবং উত্তরোত্তর রাশির সঙ্গে রাশি যুক্ত করার কৌশলবিশেষ; সঞ্চায়ক।