Skip to main content
Search Section

"কর্মসূচি" শব্দটি “বাংলা থেকে ইংরেজী” অভিধানে খুঁজে পাওয়া যায়নি!

Result from "English to Bengali" Dictionary:

  • feature উল্লেখযোগ্য ঘটনা নিয়ে নাট্যকারের তৈরি বেতার বা টিভি কর্মসূচি।
  • aid q[Uncountable noun] সাহায্য; সহায়তা; আনুকূল্য; উপকার: aid programmes, সাহায্য কর্মসূচি।
  • operation [countable noun] (সাধারণত plural) সম্প্রসারিত অর্থে, শিল্প, বাণিজ্য, কৃষি ইত্যাদিতে পরিকল্পিত কর্মসূচির বেলায়: banking operations.
  • order 1 order of the day (দিনের) আলোচ্য কর্মসূচি।
  • platform রাজনৈতিক দলের কর্মসূচি; মঞ্চ।
  • brochure [ব্রোউশা(র্‌) America(n) বোউশুআ(র্‌)] (noun) কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
  • manifesto [ম্যানিফেস্‌টো] (noun) (plural 'manifestos' বা 'manifestoes') (শাসক, রাজনৈতিক দল প্রভৃতি কর্তৃক উদ্দেশ্য, কর্মসূচি প্রভৃতি সম্বন্ধে) প্রকাশ্য লিখিত ঘোষণা।
  • master 1 এর থেকে master -mind (verb transitive) কোনো কর্মসূচি পরিকল্পনা ও পরিচালনা করা:: The whole affair was master - minded by him.
  • policy 1 [Uncountable noun, Countable noun] নীতি; কর্মপন্থা; কর্মসূচি: foreign policy, পররাষ্ট্রনীতি।
  • programme কর্মসূচি; কার্যক্রম: a political programme.
  • deal 4 a new deal (মূলত the New Deal) (America(n)) সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি; ন্যায্য ও সুবিচারসম্মত বলে বিবেচিত যেকোনো নতুন পরিকল্পনা; নতুন বণ্টন ব্যবস্থা।
  • crash 1 crash programme ত্বরিত ফল পেতে নেওয়া জরুরি কর্মসূচি।
  • stay 1 stay order (noun) আদালত বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে আদেশের মারফত কোনো গৃহীত বা প্রচারিত কর্মসূচি স্থগিত রাখা হয়।
  • strike 1 hunger strike অনশন ধর্মঘট; অভুক্ত অবস্থায় ধর্মঘট কর্মসূচি পালন lightning strike আকস্মিকভাবে কোনো বিশেষ কারণে বা প্রতিবাদ জানাতে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক ধর্মঘট।