- Bengali Word হুর, হুরি, হুরী Bengali definition [হুর্, হুরি, হুরী] (বিশেষ্য) ১ অতিশয় সুন্দরী; জান্নাতের পরী; স্বর্গের অপ্সরী (পিশাচীকে হুর বলছ-শেখ ফজলল করিম)। ২ বেহেশতের সুন্দরী (একতা নিয়ে নেমে আসে হুর-কায়কোবাদ)। {(আরবি) হুর}
- Bengali Word হুরমত Bengali definition [হুর্মত্] (বিশেষ্য) সম্ভ্রম; সন্মান; ইজ্জত (মক্কা মদিনার হুরমত রক্ষা হইবে না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) হুরমত}
- Bengali Word হুরী Bengali definition ⇒ হুর
- Bengali Word মাহুর, মাহুর Bengali definition [মাহুর্] (বিশেষ্য) বিষধর সাপ (গরল মাহুর দুয়া আনি দেহ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(হিন্দি) মাহুর}
- Bengali Word জমহুরিয়াত Bengali definition [জম্হুরিয়াত] (বিশেষ্য) গণতন্ত্র; গণতান্ত্রিক শাসন। {(আরবি) জমহূরীয়ত}
- Bengali Word জুহুরা Bengali definition [জোহুরা] (বিশেষ্য) অলৌকিক শক্তি; ঔজ্জ্বল্য প্রকাশ; কেরামতি; মাহাত্ম্য। {(আরবি) জহূর}
- Bengali Word জহুরি, জহুরী, জহরি, জহরী Bengali definition [জোহুরি, জোহুরি, জোহোরি, জোহোরি] (বিশেষ্য) ১ মনিমুক্তাদির ব্যবসায়ী। ২ যে মনিমুক্তা চেনে এবং এগুলোর দোষগুণ সম্পর্কে অভিজ্ঞ (জহুরী জহর চেনে)। ৩ সমঝদার, বিশেষজ্ঞ; নিপুণ। {(আরবি) জরহরী}
- Bengali Word তহরি, তহুরি, তহরির Bengali definition [তহোরি, তহুরি, তহোরির্] (বিশেষ্য) ১ দলিল ও চিঠিপত্রাদি লেখার পারিশ্রমিক। ২ প্রজার নিকট থেকে নির্ধারিত খাজনার অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়। ৩ দোকানদার; খরিদ্দারের ভৃত্যকে যে বখশিশ দেওয়া হয়। {(আরবি)তাহরীরী}
- Bengali Word তহুরা-শরাব Bengali definition [তোহুরা শরাব্] (বিশেষ্য) বেহেশ্তের পবিত্র পানীয়-বিশেষ (কওসর বারি তহুরা-শরাব তুমি পান কর, জুড়াও বুক-মোহিতলাল মজুমদার)। {(আরবি)শরাবান্-তহুরা}
- Bengali Word তহুরি Bengali definition ⇒ তহরি
- Bengali Word দেহুড়ী ((মধ্যযুগীয় বাংলা)), দেহুরী ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দেহুড়ি, দেহুরি] (বিশেষ্য) সদর দরজা; ফটক; বহির্দ্বার (দেহুড়ীর কাছে থাক হয়ে দানী গো-ভারতচন্দ্র রায়গুণাকর)। {⇒ দেউড়ি}
- Bengali Word নিহুরি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিহুরি] (অসমাপিকা ক্রিয়া) হেঁট হয়ে; অনবনত হয়ে (সাজনিনিহুরি ফুকু আগি-বিদ্যাপতি)। {(তুলনীয়) (হিন্দি) নিহরনা}
- Bengali Word যহুর Bengali definition [জোহুর্] (বিশেষ্য) প্রকাশ; খ্যাতি (ফেকের হইতে যহুর-আবুল মনসুর আহমদ)। {(আরবি) জুহূর}
- Bengali Word পহরি, পহুরী (প্রাচীন বাংলা) Bengali definition [পহোরি, পোহুরি] (বিশেষ্য) প্রহরী (হনুমন্ত পহরিক হুঁকার পাড়িল; কংসের পহুরী চিআইল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। পহরিয়া (অসমাপিকা ক্রিয়া) পহরী হয়ে (ভারত রহিবে পহরিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) প্রহরী>}
- Bengali Word লাহোরি, লাহুরি, লাহরী Bengali definition [লাহোরি, লাহুরি, লাহোরী] (বিশেষণ) লাহোরের অধিবাসী (লাহরী মুলতানী সিন্ধী আর বঙ্গদেশী-সৈয়দ আলাওল)। {লাহোর+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word সহুর Bengali definition [শোহুর্] (বিশেষ্য) জ্ঞান; বুদ্ধি; বোধশক্তি (জেলেখা বলেন মোর হইল সহুর)। {(আরবি) শু‘ঊর}
- Bengali Word সহুরে Bengali definition ⇒ শহর
- Bengali Word হিপ হিপ হুররে Bengali definition [হিপ্হিপ্হুর্রে] (অব্যয়) জয়ধ্বনি; বিশেষত খেলায় সমবেত উচ্চকন্ঠ ধ্বনি। {(ইংরেজি) hip-hip-hurrah}
- Bengali Word মহুরি ১ Bengali definition [মোহুরি] (বিশেষ্য) ১ মুখবায়ু দিয়ে ফুলিয়ে যে বাদ্যযন্ত্র বাজানো হয়। ২ বাঁশরি; মুরলী। {(তৎসম বা সংস্কৃত) মুখ>মুহ>মহু+ (বাংলা) রী}
- Bengali Word মহুরি ২ Bengali definition [মোহুরি] (বিশেষ্য) মশলাবিশেষ; মৌরি (মহুরী মরিচ লবঙ্গ প্রভৃতি মশলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {মৌরি>}
- Bengali Word মহুরি ৩ Bengali definition [মোহুরি] (বিশেষ্য) লেখক; কেরানি (উকিলের মহুরি)। {(আরবি) মহাররিব}
- Bengali Word মুহরি ১, মুহুরি ১ Bengali definition [মুহোরি, মুহুরি] (বিশেষ্য) ১ এক নর্দমা; নালা; মুরি; জলনালি। ২ নর্দমার উপস্থিত ধাতু নির্মিত ঝাঁঝরি। ৩ প্যাঁচের মুখে আঁটবার ধাতু দ্রব্য; nut।৪ জামার হাতার প্রান্তদেশের ঘের। {(হিন্দি) মোহরী}
- Bengali Word মুহরি ২, মুহুরি ২ Bengali definition [মুহোরি, মুহুরি] (বিশেষ্য) ১ এক প্রকার কেরানি। ২ উকিল প্রভৃতির কাজের সহায়ক লেখক। মুহুরিগিরি (বিশেষ্য) কেরানির বৃত্তি পেশা। {(আরবি) মুহাররির}
- Bengali Word মুহুর্ত Bengali definition [মুহুর্তো] (বিশেষ্য) ১ দিনরাতের ৩০ ভাগের এক ভাগ; আটচল্লিশ মিনিট। ২ অতি অল্প সময়। মুহুর্তেক (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ১ এক মূহূর্ত কাল। ২ অত্যল্প কাল। এই মুহূর্তে (ক্রিয়াবিশেষণ) এখনই; এক্ষুনি; অবিলম্বে; একটুও বিলম্ব না করে। {(তৎসম বা সংস্কৃত) □ হুর্চ্ছ+ত(ক্ত), ‘মু’ (মুট্) আগম}
Closing this window will clear all results and return you back to the search section