- Bengali Word হালাক, হাল্লাক Bengali definition [হালাক্, হাল্লাক্] (বিশেষ্য) ১ সর্বনাশ। ২ বধ; হত্যা (হালাল না করিয়া করে এক হালাক-ভারতচন্দ্র রায়গুণাকর)। ¨ (বিশেষণ) ১ পরিশ্রান্ত; হয়রান (অনর্থক হালাক হয়ে ফিরে যাবে-কাজী নজরুল ইসলাম)। ২ প্রাণান্ত (মাঝে মাঝে গাছের ছায়ায় বসি, পানি খাই আরও হাল্লাক হয়ে পড়ি-শওকত ওসমানকত ওসমান)। {(আরবি) হালাক}
Closing this window will clear all results and return you back to the search section