Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word হাল ১ Bengali definition [হাল্‌] (বিশেষ্য) ১ লাঙ্গল। ২ গাড়ির চাকার লৌহবেড়। হালিক (বিশেষ্য) (বিশেষণ) হালসন্বন্ধীয়; হালচাষকারী; হালিয়া। {(তৎসম বা সংস্কৃত) √হল্‌+অ(অণ্‌), ইক(ঠক্‌)}
  • Bengali Word হাল ২, হালি, হাইল Bengali definition [হাল্‌, হালি, হাইল্‌] (বিশেষ্য) ১ নৌকা চালানোর বা ঘোরানোর কাঠের যন্ত্রবিশেষ। ২ (আলঙ্কারিক) আশা; ভরসা (তবু হাল ছাড়ে না গফুর-শামসুল হক)। { (তুলনীয়) (ইংরেজি) helm}
  • Bengali Word হাল ৩ Bengali definition [হাল্‌] (বিশেষ্য) ১ অবস্থা; দশা (বিবি সাহেব তোমার এ হাল কে করিল-রবীন্দ্রনাথ ঠাকুর; আল্লা যে হালে রাখেন সে হালেই থাকি-সরদার জয়েনউদ্দীন)। ২ বর্তমান কাল (সাহিত্যের এই রকম হাতে ঠেলাঠেলি আরম্ভ হয়েছে হালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ¨ (বিশেষণ) বর্তমান; উপস্থিত; আধুনিক; চলতি (হাল ফ্যাশন)। হাল আইনে (ক্রিয়াবিশেষণ) বর্তমান মতে; বর্তমান আইনে (অন্যের ন্যায় ঈশ্বর গুপ্ত ও হাল আইনে অনেক স্থানে ধরা পড়েন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। হাল আমল (বিশেষ্য) বর্তমান জমানা। হালখাতা (ক্রিয়াবিশেষণ) নতুন বছরের হিসাব-নিকাশের জন্য নতুন খাতা ও নতুন খাতা আরম্ভের উৎসব। হালচাল (বিশেষ্য) ১ অবস্থা; দশা (কিন্তু আজকের আমাদের হালচাল দেখে কেউ বলবে আমরাই -অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আচার-ব্যবহার। ৩ ভাবভঙ্গি। হালত, হালৎ (বিশেষ্য) দুর্দশা; অবস্থা; হাল (বেকার ও কন্যাদায়ে হালতের পরিচয় দিচ্ছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। হাল ফ্যাশন (বিশেষ্য) আধুনিক রীতি; চলতি নিয়ম (মস্তবড় হালফ্যাশনের হোটেল-হেমায়েত হোসেন)। হাল হকিকত, হাল হকীকত (বিশেষ্য) প্রকৃত অবস্থা (হাতেমের হাল-হকিকত-সৈয়দ হামজা; বন্ধুর হাল-হকিকত আমার জানা-শওকত ওসমানকত ওসমান)। {(আরবি) হাল}
  • Bengali Word হালকা, হাল্কা Bengali definition [হাল্‌কা] (বিশেষণ) ১ অল্প ভারযুক্ত; পাতলা (হালকা দেহের জন্য বলকা দুধ)। ২ লঘু। ৩ মৃদু (হাল্কা হাসি হাসছে কেবল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ ফিকা (জলের মত হাল্কা রঙ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ গুরুত্বশূন্য (হালকা কথা)। ৬ চিন্তাশূন্য (হালকা মন)। ৭ আলতো (হালকা হাত)। ৮ কর্মহীনা (হাত হালকা হাওয়া)। হালকাপনা, হালকামি (বিশেষ্য) লঘুতা; ছেলেমানুষি; অর্বাচীনতা (পিতামাতাও তেমনি অবাধ্য ছেলের নিন্দা করে নিজেদের হালকামির পরিচয় দেন-লুর)। {(আরবি) হলকান; (তৎসম বা সংস্কৃত) লঘুক>}
  • Bengali Word হালখাতা, হালচাল, হালত, হালত Bengali definition হাল
  • Bengali Word হালট Bengali definition [হালোট্‌] (বিশেষ্য) ১ হালের গরু চলাচলের পথ; গোপাট। ২ গ্রামাঞ্চলের নিচু কাঁচা রাস্তা (শম্মানের ঘাট পেরিয়েই দেবে শিমূলতলীর হালটে পাড়ি-জসীমউদ্‌দীন)। {হাল+ট}
  • Bengali Word হালদার, হাওলাদার Bengali definition [হাল্‌দার্‌, হাওলাদার] (বিশেষ্য) ১ পদবি বিশেষ। ২ পুলিশ বা সামরিক কর্মচারী; তত্ত্বাবধায়ক; সংরক্ষক। {(আরবি) হারালাহ + (ফারসি) দার}
  • Bengali Word হালফিল Bengali definition [হাল্‌ফিল্‌] ক্রিবিন ১ বর্তমান; সম্প্রতি; অধুনা (আর হারফিলের ঐ একটি বৃহৎ ব্যাপার-মনোজ বসু)। ২ সর্বদা (বেতাল মাতালগুলা খায় হালফিল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) ফিল্‌হাল্‌}
  • Bengali Word হালাক, হাল্লাক Bengali definition [হালাক্‌, হাল্‌লাক্‌] (বিশেষ্য) ১ সর্বনাশ। ২ বধ; হত্যা (হালাল না করিয়া করে এক হালাক-ভারতচন্দ্র রায়গুণাকর)। ¨ (বিশেষণ) ১ পরিশ্রান্ত; হয়রান (অনর্থক হালাক হয়ে ফিরে যাবে-কাজী নজরুল ইসলাম)। ২ প্রাণান্ত (মাঝে মাঝে গাছের ছায়ায় বসি, পানি খাই আরও হাল্লাক হয়ে পড়ি-শওকত ওসমানকত ওসমান)। {(আরবি) হালাক}
  • Bengali Word হালাল Bengali definition [হালাল্‌] (বিশেষণ) ইসলাম ধর্মানুসারে বৈধ ও পবিত্র (যেমন নিমক খালি হালাল করিলি ভালি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ¨ (বিশেষ্য) ১ বৈধ কাজ। ২ মুসলমানধর্মের নিয়মানুযায়ী বৈধ পশুপাখি জবেহ। হালালি (বিশেষণ) বৈধ (খেয়ো না এ-কদন্ন হালালী অন্ন খাও-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হালাল্‌}
  • Bengali Word হালিক Bengali definition হাল১
  • Bengali Word হালি ১ Bengali definition [হালি্‌] (বিশেষণ) ১ যে ব্যক্তি লাঙ্গল চালনা করে; কৃষক; চাষি। {হাল+ই}
  • Bengali Word হালি ২ Bengali definition [হালী] (বিশেষ্য) যিনি নৌকার হাল ধরেন; মাঝি। {হাল+ই}
  • Bengali Word হালি ৩ Bengali definition [হালি্‌] (বিশেষণ) ১ নতুন বছরের (হালি চাউল)। ২ টাটকা (হালি ডিম)। ৩ চারটি (এক হালি আম)। {(আরবি) হাল+ই}
  • Bengali Word হালিয়া, হালি ৪ Bengali definition [হালিয়া, হালি্‌] (বিশেষ্য) (বিশেষণ) কৃষক; হালচাষকারী। {(তৎসম বা সংস্কৃত) হাল+ইয়া, ই}
  • Bengali Word হালুইকর Bengali definition [হালুইকর্‌] (বিশেষ্য) ময়রা; মিষ্টি প্রস্তুতকারী। {(ফারসি) হাল্‌রা+গর}
  • Bengali Word হালুম Bengali definition [হালুম্‌] (অব্যয়) বাঘের ডাক; ব্যাঘ্র-গর্জন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হালুয়া Bengali definition [হালুয়া] (বিশেষ্য) মোহনভোগ; ঘি চিনি দুধ দিয়ে বা অন্যান্য বস্তু থেকে প্রস্তুত মিষ্টান্নবিশেষ (চিনি নিয়ে আয় তো খোকা একটু হালুয়া করি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) হাল্‌রা}
  • Bengali Word হালে Bengali definition [হালে্‌] বিন সম্প্রতি; ইদানীং। {(আরবি) হাল+ (বাংলা) এ}
  • Bengali Word হাল্কা Bengali definition হালকা
  • Bengali Word হাল্লাক Bengali definition হালাক
  • Bengali Word আওহাল Bengali definition আহওয়াল
  • Bengali Word খোসাল, খোশাল, খোশহাল, খুশহাল Bengali definition [খোশাল্‌, খোশাল, খোশ্‌হাল্‌, খুশহাল] (বিশেষণ) ১ আনন্দিত; হৃষ্ট (মদ দেখে বীর কালু পরম খোসাল ....-ঘনরাম চক্রবর্তী)। ২ বহাল তবিয়ত (দিব্যি আছিস খোশহালে-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) খুশ্‌ +(আরবি) হাল}
  • Bengali Word চিরাগদান, বিরাগদানী, চিরাগী মহাল Bengali definition চেরাগ
  • Bengali Word মহাল Bengali definition [মহাল্‌] (বিশেষ্য) জমিদারির অংশ; তালুক; ভূ-সম্পত্তি। {(আরবি) মহাল}
Closing this window will clear all results and return you back to the search section