Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word হারাম Bengali definition [হারাম্‌] (বিশেষ্য) ১ ইসলাম ধর্মের বিধানে অবৈধ বা নিষিদ্ধ কাজ, বিষয়বস্ত বা প্রাণী (সে বিনে আমার এই দুনিয়ার সব আনন্দ-সুখ হারাম-কাজী নজরুল ইসলাম)। ২ শূকর। হারাম খাওয়া (ক্রিয়া) অবৈধ উপায়ে টাকা পয়সা গ্রহণ বা নিষিদ্ধ খাদ্য ভক্ষণ করা। হারাম খোর (বিশেষণ) হারাম খায় এমন। হারামজাদা, হারামজাদ (বিশেষণ) বেজন্মা; জারজ; এক প্রকার গালি। হারামজাদি/জাদী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হারামি (বিশেষ্য) (বিশেষণ) জারজ; অতিশয় পাজি বা দুর্জন; গালিবিশেষ (লোকটা আস্ত একটা হারামি)। হারাম মউত (বিশেষ্য) অবৈধ মৃত্যু; আত্নহত্যা(তাহলে দেখছি কোনদিন বিষ খেয়ে আমাকে হারামী মউত করতে হবে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হারাম}
Closing this window will clear all results and return you back to the search section