- Bengali Word হর ১ Bengali definition [হর্] (বিশেষ্য) হিন্দুদেবতা শিব। ২ অঙ্কশাস্ত্রে ভাজক বা বিভাজক। □ (বিশেষণ) ১ হরণকারী। ২ নাশক; অপনোদক; দূরকারী (সন্তাপহর)। ৩ সংহারকারী। হরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)নাশিকা; অপনোদনকারী (দুঃখহরা)। হরগৌরী (বিশেষ্য) ১ হিন্দু দেব শিব ও দেবী দুর্গা। ২ হিন্দু দেব-দেবী শিব ও দুর্গার একই মূর্তিতে অবস্থিত রূপ। হরচূড়ামণি (বিশেষ্য) চন্দ্র। হর হর বম বম (বিশেষ্য) শিবভক্তদের ইষ্টদেবতা স্মরণের ধ্বনি।{(তৎসম বা সংস্কৃত) √হৃ+অ(অচ্)}
- Bengali Word হর ২ Bengali definition [হর্] (বিশেষণ) ১ প্রতি; প্রত্যেক (হর ঘরে দীপ-কাজী নজরুল ইসলাম)। ২ বিবিধ; নানা; বিভিন্ন (হর কিসিম)। হরভক্ত, হরওকৃত (বিশেষ্য) ১ সর্বদা; সবসময়ে (তারি মাঝে কাবা আল্লার ঘর দুলে আজ হরওক্ত-কাজী নজরুল ইসলাম)। হরকসম, হরকিসিম (বিশেষণ) নানা ধরণের। হরদম (অব্যয়) সর্বদা; সদা সর্বদা; নিয়ত; অনবরত (মিথ্যে কথা হরদম লিখে-মনোজ বসু; রাইত-বিরাইতে আমরা ত হরদম চলি-মবিনউদ্দীন আহমদ)। হরবোলা (বিশেষ্য) (বিশেষণ) বিভিন্ন বুলি বলতে পারে বা বলে যে (হরবেলা সেজে সারাক্ষণ হাটে মাঠে বাহবা কুড়ানো-শামসুর রাহমান)। হররোজ (ক্রিয়াবিশেষণ) প্রতিদিন; প্রত্যহ (পাঠশালায় নিয়ে গিয়েছে হররোজ-সরদার জয়েনউদ্দীন)। {(ফারসি) হর}
- Bengali Word হরকত, হরকৎ Bengali definition [হর্কত্] (বিশেষ্য) ২ আপত্তি; বাধা; বিঘ্ন; ক্ষতি (আছুদা হইয়া সবে খাও নিয়ামত। ইহাতে নাহিক আর কোন হরকত-সৈয়দ হামজা)। ২ আপত্তিকর ব্যবহার (হরকত করা)। গতি; চলন। {(আরবি) হরকত}
- Bengali Word হরকরা Bengali definition [হরকরা] (বিশেষ্য) ১ সংবাদবাহক; চিঠিপত্রের থলে এক ডাকঘরে থেকে অন্য ডাকঘরে আনা-নেওয়া করে যে পিয়ন (চোর কিংবা হবা হরকরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ দূত; চর; রানার (হয়রান শুধু শুধু পাঠাইয়া হাকিমের মিথ্যা হরকরা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) হরকারাহ}
- Bengali Word হরকিসম Bengali definition [হর্কিসম্] (বিশেষণ) প্রত্যেক রকম, নানারূপ। {(ফারসি) হর+ কিসম}
- Bengali Word হরখ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হরখ] (বিশেষ্য) হর্ষ; পুলক; আনন্দ। হরখি (অসমাপিকা ক্রিয়া) আনন্দে (পিয়াহিয় হরখি ধরল নিজপাণি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) হর্ষ>(স্বরাগমে)হরষ>(ব্রজবুলি) হরখ}
- Bengali Word হরগিজ, হরগেজ Bengali definition [হর্গিজ্, হর্গেজ্] (অব্যয়) কিছুতেই; আদৌ; কখনও (কত বারে বললাম হরগিজ কথা কানে করলো না)। {(ফারসি) হরগিজ}
- Bengali Word হরগৌরী Bengali definition ⇒ হর১
- Bengali Word হরণ Bengali definition [হরোন্] (বিশেষ্য) ১ লুন্ঠন; চুরি; পরদ্রব্য বলপূর্বক কেড়ে নেওয়া। ২ মোচন; অপনোদন; দূরীকরণ (শঙ্কাহরণ, বস্ত্রহরণ)। ৩ নাশক; ধ্বংস (জীবন-হরণ)। ৪ (গণিত.) বাগ করা; ভাগকরণ (হরণ-পূরণ)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+অন(ল্যুট্)}
- Bengali Word হরতন Bengali definition [হর্তন্] (বিশেষ্য) খেলার তাসের এক প্রকার চিহ্ন বা রং; বৃন্তহীন পানের আকৃতির মতো লাল বর্ণের তাস (দ্বিতীয়ত ইহারা কোন গোত্র ইস্কাপন, চিড়েতন, হরতন অথবা রুইতন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {এল. herten}
- Bengali Word হরতাল Bengali definition [হর্তাল্] (বিশেষ্য) ধর্মঘট; বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট-বাজার, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা। {গুজ, হর (প্রত্যেক)+তাল (তালা), অর্থাৎ প্রতি দরজায় তালা}
- Bengali Word হরদম Bengali definition ⇒ হর২
- Bengali Word হরফ, হরপ Bengali definition [হরোফ্, হরোপ্] (বিশেষ্য) অক্ষর; বর্ণমালার লেখ্য সংকেত (সে দৃশ্য টিকিট কিনে দেখতে হয়- হরপে ফোটে না-কেদারনাথ মজুমদার)। {(আরবি) হর্ফ্}
- Bengali Word হরবখত, হরবকৎ, হরওকত Bengali definition [হরব্খ্ত্, হরব্খ্ত্, হরওক্ত্] (ক্রিয়াবিশেষণ) সর্বদা; সবসময়ে; নিত্য (বন্ধুরা আমাকে হরবখত প্রশ্ন করেন-মনোজ বসু; হরবকৎ কথার পিঠে কথা চলবে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) হর+ ৱকত}
- Bengali Word হরবোলা Bengali definition ⇒ হর২
- Bengali Word হররা Bengali definition [হর্রা] (বিশেষ্য) হাসির উচ্চ কোলাহল (হাসির হররায় সমস্তটা ঘর যেনো গমগম করছে-হাই)। {অজ্ঞাতমূল}
- Bengali Word হররোজ Bengali definition ⇒ হর২
- Bengali Word হরষ Bengali definition ⇒ হর্ষ
- Bengali Word হরা ১ Bengali definition [হরা] (ক্রিয়া) ১ হরণ করা; চুরি করা; বলপূর্বক ছিনিয়ে নেওয়া। ২ মোহিত করা; আকর্ষণ করা (মনোহরা)। ৩ দূর করা। □ (বিশেষ্য) (বিশেষণ) হরণ; চুরি। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ (বাংলা) আ}
- Bengali Word হরাদ্রি Bengali definition [হরাদ্দ্রি] (বিশেষ্য) কৈলাস পর্বত। {(তৎসম বা সংস্কৃত) হর+অদ্রি}
- Bengali Word হরি Bengali definition [হোরি] (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বিষ্ণু; নারায়ণ; কৃষ্ণ; যম। ২ সূর্য। ৩ চন্দ্র। ৪ বায়ু। ৫ সিংহ। ৬ অশ্ব। ৭ পশু। ৮ বানর। ৯ ময়ূর। ১০ কোকিল; পিক। ১১ সর্প। ১২ ভেক; ব্যাঙ; মণ্ডূক। ১৩ কিরণ। ১৪ হংস। ১৫ সবুজ বর্ণ। ১৬ পিঙ্গল বর্ণ। ১৭ ধ্যানবিশেষ। হরিগুণগান, হরি-সংকীর্তন/সঙ্গীর্তন (বিশেষ্য) হিন্দু দেবতা হরি বা বিষ্ণুর মহিমা কীর্তন বা গুণ বর্ণনাসূচক গান। হরিঘোষের গোয়াল (বিশেষ্য) বহু বেকার লোকের আড্ডা। হরিলটি, হরিল্লুট, হরিরলুট, হরিল্লোট (বিশেষ্য) হিন্দুদের অনুষ্ঠিত হরি-সংকীর্তনের পর ভক্তদের মধ্যে হরির নামে বাতাসা ছড়িয়ে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ই(ইন্)}
- Bengali Word হরিচন্দন Bengali definition [হোরিচন্দোন্] (বিশেষ্য) ১ দেবতরুবিশেষ; কপিলবর্ণ চন্দন; পীতবর্ণ সুগন্ধ; সুগন্ধ কাঠবিশেষ; পীত চন্দন; শ্বেতচন্দন; কুঙ্কুম। ২ গোশীর্ষ নামক শ্বেতচন্দন। (তুলনীয়) হরিগল। {(তৎসম বা সংস্কৃত) হরি+চন্দন}
- Bengali Word হরিজন Bengali definition [হোরিজন্] (বিশেষ্য) হিন্দু সমাজের অনুন্নত শ্রেণিকে মহাত্মা গান্ধী কর্তৃক প্রদত্ত নাম। {(তৎসম বা সংস্কৃত) হরি+জন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word হরিণ Bengali definition [হোরিন্] (বিশেষ্য) বড় চোখবিশিষ্ট সরল বা শাখাপ্রশাখাযুক্ত শিংওয়ারা এক প্রকার গাঢ় বর্ণের সুদৃশ্য প্রাণী, যা খুব দ্রুত দৌড়ায় (হরিণের অন্য দুটি প্রজাতি মৃগ ও কুরঙ্গ)। হরিণী (স্ত্রীলিঙ্গ)। হরিণনয়ন, হরিণাক্ষ (বিশেষণ) হরিণের মতো সুন্দর চক্ষুযুক্ত। হরিণনয়না, হরিণাক্ষী (স্ত্রীলিঙ্গ)। হরিণবাড়ি (বিশেষ্য) ১ জেলখানা। ২ প্রাচীন কলকাতার বিখ্যাত জেলখানা। হরিণাঙ্ক (বিশেষ্য) চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ইন(ইনচ্)}
- Bengali Word হরিৎ, হরিত Bengali definition [হোরিত্] (বিশেষ্য) সবুজ বর্ণ। □ (বিশেষণ) সবুজ বর্ণযুক্ত। হরিকত (বিশেষ্য) ১ হরিৎ বর্ণ তৃণপত্রাদি। ২ শাক। হরিতা (বিশেষ্য) ১ দুর্বা। ২ কপিল দ্রাক্ষা। হরিতাশ্ম (বিশেষ্য) ১ মরকত মণি। ২ তুঁতিয়া; তুঁতো। হরিদশ্ব (বিশেষ্য) হরিৎ অশ্ববাহিত রথারূঢ় সূর্য। হরিৎধান্য (বিশেষ্য) কাঁচা সবুজ ধান। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ইৎ(ইতি), ইত(ইতচ্)}
Closing this window will clear all results and return you back to the search section