Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word হক Bengali definition [হক্‌] (বিশেষ্য) ১ ন্যায্য অধিকার; ন্যায্য স্বত্ব; দাবি (তখতের হক থাঁরাই-সৈয়দ মুজতবা আলী)। ২ ন্যায্য কথা (হক কথা নিতান্তই কর্কশ-মীর মশাররফ হোসেন)। □ (বিশেষণ) প্রকৃত সত্য; যথার্থ; সংগত (তুমি তোমার হক পথে থেকে কাজ করে যাও-ছদরুদ্দীন)। হক্কানি, হাক্কানি(বিশেষণ) ১ সত্য; খাঁটি; ন্যায্য (হক্কানি কথা কইছি-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। ২ ন্যায়পরায়ণ। হকদার (বিশেষণ) ন্যায্য অধিকারী; উচিত দাবিদার (পুরুষের সমান হকদার-মনোজ বসু)। হকিকত (বিশেষ্য) ঠিক বিবরণ; তথ্য; বয়ান। হকিকতনামা (বিশেষ্য) যথার্থ বিবরণ; প্রকৃত তথ্যাবলি সংবলিত বিবরণী (এই হকিকতনামা হইতে তৎকালীন ভাষ্য ও লিখন রীতির উদাহরণ পাওয়া যায়-সৈয়দ মুজতবা আলী)। হকিয়ত, হকিয়ৎ (বিশেষ্য) ১ স্বত্ব সাব্যস্তের বা নির্ণয়ের মামলা। ২ বাস্তবতা; যথার্থতা। হক-নাহক (ক্রিয়াবিশেষণ) সত্যমিথ্যা বা ন্যায়-অন্যায়ভাবে (দিন দিন মকদ্দমার সংখ্যা বেশী হইতেছে, হক- নাহক সামান্য কথায় দরখাস্ত পড়িতেছে-মীর মশাররফ হোসেন)। হক-হকুক (বিশেষ্য) সব রকম স্বত্ব; সকল প্রকার অধিকার (তার হক-হকুক তার দায়িত্বের দ্বারাই সংযত হয়ে থাকে-আবদুল মওদুদ)। {(আরবি) হক}
  • Bengali Word হকচকানো Bengali definition [হক্‌চকানো] (বিশেষ্য) ১ থতমত খাওয়া; হতভম্ব হওয়া; কিংকর্তব্যবিমূঢ় হওয়া। ২ বিষ্ময়ে বিহ্বল অবস্থা (যেখানে যাইতেছি সেখানেই তোলপাড় সবাই হকচকাইতেছে-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) হঠাৎ চকিত>}
  • Bengali Word হকার ১ Bengali definition [হকার্‌] (বিশেষ্য) হ-বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) হ+কার}
  • Bengali Word হকার ২ Bengali definition [হকার্‌] (বিশেষ্য) ১ ফেরিওয়ালা (একদিন একজন হকার দাদাকে কিছু জিনিষ বেচিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যারা প্রতিদিন ফেরি করে খবরের কাগজ ও অন্যান্য দ্রব্য বিক্রি করে (সকালে বিকালে হকারের হাতে, মাঠে মসজিদে দোকানে ও পাটে এত কথা ছাপা-আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) hawker}
  • Bengali Word হকারমার্কেট Bengali definition [হকার্‌মার্‌কোট্‌] (বিশেষ্য) অস্থায়ী বাজার; ছোট ব্যবসায়ীদের গড়ে তোলা অস্থায়ী বাজার। {(ইংরেজি) hawker market}
  • Bengali Word হকি Bengali definition [হোকি] (বিশেষ্য) বক্রমুখ কাঠের যষ্টি দিয়ে বল নিয়ে এক প্রকার খেলা। হকিস্টিক (বিশেষ্য) হকি খেলার বাঁকা-মাথা লাঠি। {(ইংরেজি) hockey}
  • Bengali Word হকিকত Bengali definition [হোকিকত্‌] (বিশেষ্য) সত্য বা আসল ঘটনা। যথার্থ বর্ণনা। {(আরবি) হাকিকত}
  • Bengali Word হকীম Bengali definition ⇒ হকিম২
  • Bengali Word হকু (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হকু] (ক্রিয়া) হোক; হউক (তোমার হকু যশঃ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) হকু(বর্ণপির্যয়ে)> হউক; (তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
  • Bengali Word আনল হক Bengali definition আনাল হক
  • Bengali Word কুলাহক Bengali definition [কুলাহক] (বিশেষ্য) ১ কৃকলাস। ২ শাকবিশেষ; কুলিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+আ+√হন্‌+অ+ক}
  • Bengali Word কুহক Bengali definition [কুহক্‌] (বিশেষ্য) ১ মায়া; ভেলকি; ইন্দজাল; magic। ২ ছলনা; প্রতারণা (পাপের কুহক ভাঙ্গিয়াছেন-এআ)। ৩ সর্পবিশেষ (তমাল পরে নৃত্য করে কুহক কেকা উচ্চারি’-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ অন্ধকার; আচ্ছাদন (বাণের কুহকে নাহি জানি রাত্রিদিন-কৃত্তিবাস ওঝা)। কুহকজাল (বিশেষ্য) ইন্দজাল; ফাঁদ; মোহিনীশক্তি (শয়তানের কুহক-জাল ছিঁড়বেই ছিঁড়বে -আবুল ফজল)। কুহকী (-কিন্‌) (বিশেষণ) মায়াবী; যাদুকর; ঐন্দ্রজালিক; magician (কুহকী নিন্দ্রার বশে সংজ্ঞাহীন আমি-সত্যেন্দ্রনাথ দত্ত; এই কুহকী পূর্ণিমার অপূর্ব সৌন্দর্য়ের ডাকে-প্রথম চৌধুরী)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুহি+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word গুহক Bengali definition [গুহক্‌] (বিশেষ্য) রামায়ণে উল্লিখিত নিষাদরাজ, রামের মিতা (তার চেয়ে ভালো গুহক চাঁড়াল--সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√গুহ্‌+ক}
  • Bengali Word তল্পি, তল্পী, তল্পিদার, তল্পিবাহক Bengali definition তলপি
  • Bengali Word আনাল হক , আনল হক Bengali definition [আনাল্ হক্, আনল্‌ হক্] আমি সত্য; আমি পরম সত্তা। মনসুর হাল্লাজ ‘আনাল হক’ বলায় প্রাণদণ্ড লাভ করেন (তিনি ‘আনল হক’ বলিতেন-গিরিশচন্দ্র ঘোষ)। {(আরবি)আনালহক = আমিই (পরম) সত্য}
  • Bengali Word আহকাম Bengali definition [আহ্‌কাম্] (বিশেষ্য) ১ আদেশ; আজ্ঞা (হুকুম আহকাম)। ২ বিধানসমূহ (কিন্তু কেয়ামে আহকামে সে উদ্দেশ্য নষ্ট হইয়া যায়-নজিবর রহমান)। {(আরবি)আহকাম (বহুবচন); (একবচন) হুকুম }
  • Bengali Word করগ্রাহক , করগ্রাহী Bengali definition কর৩
  • Bengali Word গাহক Bengali definition গ্রাহক
  • Bengali Word দাহক Bengali definition [দাহোক্‌] (বিশেষণ) ১ দাহনকারী; পোড়ায় এমন। ২ যাতনা দেয় এমন; যন্ত্রণাদায়ক। দাহিকা (স্ত্রীলিঙ্গ)। দাহক্রিয়া (বিশেষ্য) শবদাহ; অগ্নিসৎকার। দাহঘ্ন (বিশেষ্য) যা শরীরের জ্বালা দূর করে; দেহের তাপ প্রতিষেধক। দাহজ্বর (বিশেষ্য) যে জ্বরে দেহের তাপ ও জ্বালা বাড়ে। দাহিকা শক্তি (বিশেষ্য) দগ্ধ করার বা পোড়ানোর ক্ষমতা (আমরা অগ্নিতে জন্মিয়া ছাই! দাহিকাশক্তিহীন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) √দহ্‌+অক (ণ্বুল্‌)}
  • Bengali Word তহকিক, তহ্‌কিক, তহকীক Bengali definition [তহ্‌কিক্‌] (বিশেষ্য) সত্য নির্ণয়ের চেষ্টা; তদন্ত; গবেষণা। □ (ক্রিয়াবিশেষণ) বাস্তবিক (নহে ত আলীর হাত হারাইবে জান। তহকিক জানিবে আজি মউত নিদান-সৈয়দ হামজা)। {(আরবি)তাহকীক }
  • Bengali Word দোহক Bengali definition [দোহোক্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ যে দুধ দোহন করে, দোগ্ধা। ২ ((আলঙ্কারিক)) শোষক; যে অন্যকে শোষণ করে বড় হয়। দোহজ (বিশেষ্য) দুধ। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word নাহক Bengali definition [নাহক্‌] (ক্রিয়াবিশেষণ) ১ অযথা; খামখা; অনর্থক; মিছামিছি; বৃথা; অকারণ (শয়তানে দিলেক বাজি, নাহক হইল রাজি-সৈয়দ হামজা)। ২ অন্যায়ভাবে। {(ফারসি) না+ (আরবি) হক}
  • Bengali Word বরহক Bengali definition [বরহক্‌] (বিশেষ্য) সত্য (এয়ছাই ছুরত দিল খোদার বরহক-সৈয়দ হামজা)। {(ফারসি) বর+(আরবি) হক}
  • Bengali Word বলাহক Bengali definition [বলাহক্‌] (বিশেষ্য) ১ মেঘ (বলাহক মধ্যে যেন স্থির সৌদামিনী-সৈয়দ আলাওল)। ২ পর্বত। {(তৎসম বা সংস্কৃত) বারিবাহক>(তৎসম বা সংস্কৃত) বলাহক}
  • Bengali Word বাহক Bengali definition [বাহোক] (বিশেষণ) ১ বহন করে এমন। ২ সারথি। বাহিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+অক(ণ্বুল্‌); √বাহি+অক(ণ্বুল্‌)}
Closing this window will clear all results and return you back to the search section