Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সেক, ছেঁক Bengali definition [সেক্‌, ছেঁক্‌] (বিশেষ্য) ১ সেচন; সিঞ্চন। ২ আস্তে আস্তে তাপ প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সেকহ্যান্ড Bengali definition ⇒ শেকহ্যান্ড
  • Bengali Word সেকরা Bengali definition [শ্যাক্‌রা] (বিশেষ্য) স্বর্ণকার; যে অলঙ্কারাদি নির্মাণ করে। □ (বিশেষণ) সোনারু (কখন সেকরা কখন শাঁখারী-ভারতচন্দ্র রায়গুণাকর)। সেকরানি (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) সিক্কাহ}
  • Bengali Word সেকা Bengali definition [শেকা] (ক্রিয়া) ১ আস্তে আস্তে গরম করা; ধীরে ধীরে তাপ প্রয়োগ করা। ২ তাপ প্রয়োগ দ্বারা পাকানো। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্‌>সেক+ (বাংলা) আ}
  • Bengali Word সেকালে Bengali definition ⇒ সে
  • Bengali Word সেকেন্ড Bengali definition [সেকেন্‌ড্‌] (বিশেষ্য) ১ মিনিটের ৬০ ভাগের এক ভাগ। ২ অল্পকাল। □ (বিশেষণ) দ্বিতীয় (সেকেন্ড ক্লাস)। সেকেন্ডহ্যান্ড (বিশেষণ) ১ অন্যের ব্যবহারের পর কেনা। ২ অপরের নিকট থেকে প্রাপ্ত। ৩ মৌলিক নয় এমন। {(ইংরেজি) second}
  • Bengali Word সেকেন্দর, সেকান্দর Bengali definition [সেকেন্‌দর্‌, সেকান্‌দর্‌] (বিশেষ্য) স্বনামখ্যাত গ্রিক সম্রাট আলেকজান্ডার। {(আরবি) Alexander, (ফারসি) সেকান্দার}
  • Bengali Word সেকেন্দারি গজ Bengali definition [সেকেন্‌দারি গজ্‌] (বিশেষ্য) সম্রাট সেকেন্দর শাহ প্রবর্তিত মাপবিশেষ (৩৮ ইঞ্চিতে ১ সেকেন্দারি গজ)। {(ফারসি) সেকান্দার+ (বাংলা) ই + গজ}
  • Bengali Word সেকেলে Bengali definition ⇒ সে
  • Bengali Word সেক্তা (-ক্তৃ) Bengali definition [শেক্‌তা] (বিশেষণ) ১ সেচনকারী; সেচক। ২ সেক দেয় এমন। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word সেক্রেটারি Bengali definition [সেক্‌রেটারি] (বিশেষ্য) ১ সম্পাদক (স্কুলের সেক্রেটারি)। ২ কর্মাধ্যক্ষ। ৩ প্রধান কার্য নির্বাহকারী। ৪ সহকারী (মন্ত্রীর একান্ত সচিব); সচিব (গভর্নরের সেক্রেটারি)। {(ইংরেজি) secretary}
  • Bengali Word উপসেক Bengali definition [উপোশেক্] (বিশেষ্য) ১ জলসেক দ্বারা কোমলকরণ। ২ জলসেক। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √সিচ্‌+অ(ঘঞ)}
  • Bengali Word সেঁক, সেক Bengali definition [শেঁক্‌, শেক্‌] (বিশেষ্য) ১ উত্তাপ প্রয়োগ; গরম পানি বা বস্ত্রাদি দিয়ে তাপ প্রয়োগ (মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙ্গা হাড়ে-জসীমউদ্‌দীন)। ২ সেচন; সিঞ্চন (বারি সেক)। সেঁক দেওয়া (ক্রিয়া) গরম পানি বা অন্য জিনিসের সাহায্যে তাপ দেওয়া। {(তুলনীয়) (হিন্দি) সেংক}
  • Bengali Word দিকদারি, দেকসেক Bengali definition ⇒ দিক২
  • Bengali Word নিশাসেকে Bengali definition [নিশাশেকে] (ক্রিয়াবিশেষণ) এক নিশ্বাসে (সাত পুখুরীর জল চাই এক নিশাসেকে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নিশ্বাস>+এক+এ(তৃতীয়া বিভক্তি)}
  • Bengali Word শেকম, শিকম, সেকম Bengali definition [শেকম্‌, শিকম, শেকম] (বিশেষ্য) উদর; পেট (দূতীর সেকমে আছে সেই হিরা অমূল্য পাথর-ফররুখ আহমদ)। {(ফারসি) শিকম}
Closing this window will clear all results and return you back to the search section