Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সুফল Bengali definition [শুফল্‌] (বিশেষ্য) ১ সুপরিণাম। ২ ভালো ফল। ৩ কার্যসিদ্ধি। □ (বিশেষণ) অধিক ফলোৎপাদক। কুফল (বিপরীতার্থক শব্দ)। সুফলপ্রদ, সুফলপ্রসূ (বিশেষণ) কল্যাণকর বা শুভ ফল দান করে এমন। সুফলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)উত্তমরূপে ফলবতী; উৎকৃষ্ট ফলযুক্তা। □ (বিশেষ্য) ১ এক ধরনের দ্রাক্ষা। ২ কলা। {(তৎসম বা সংস্কৃত) সু+ফল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুফি, সূফী Bengali definition [সুফি] (বিশেষণ) ধার্মিক (ইঁহাদের একজনের সুফী বলিয়া খ্যাতি ছিল-আবুল মনসুর আহমদ)। □ (বিশেষ্য) মুসলিম মরমি সাধক। {(আরবি) সূফী}
  • Bengali Word সুফেদ, সফেদ Bengali definition [সুফেদ্‌, সফেদ্‌] (বিশেষ্য) সাদা; শ্বেত (সুফেদ তরুর সবুজ তুলি মায়া কাজল ভরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সফেদ}
  • Bengali Word সুফেন Bengali definition [শুফেন্‌] (বিশেষ্য) সাগরের ফেনা। {(তৎসম বা সংস্কৃত) সু+ফেন; সুপ্‌সুপা}
Closing this window will clear all results and return you back to the search section