Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সাল ১ Bengali definition [শাল্‌] (বিশেষ্য) বৎসর; অব্দ। সালতামামি/তামামী (বিশেষণ) বৎসরান্ত। □ (বিশেষ্য) বৎসরান্তের হিসেব (তামাম সালের সালতামামী হয়নি রে তোর মোটেই-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সাল}
  • Bengali Word সাল ২, শাল Bengali definition [শাল্‌] (বিশেষ্য) পশমি চাদর। {(ফারসি) শাল}
  • Bengali Word সালওয়ার, সালোয়ার, শালোয়ার Bengali definition [সাল্‌ওয়ার্‌] (বিশেষ্য) বিশেষ ধরনের পাজামা (শুধু সালওয়ার পরিও না-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সলৱার}
  • Bengali Word সালঙ্কার, সালংকার Bengali definition [শালোঙ্‌কার্‌] (বিশেষণ) ১ অলঙ্কারযুক্ত। ২ বাক্যলঙ্কার বা অর্থালঙ্কার সংবলিত। সালঙ্কারা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স+অলঙ্কার; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সালতামামি Bengali definition ⇒ সাল
  • Bengali Word সালতি Bengali definition ⇒ শালতি
  • Bengali Word সালন, সালুন Bengali definition ⇒ ছালন
  • Bengali Word সালপাত, শালপাত Bengali definition [শাল্‌পাত্‌] (বিশেষ্য) শালবৃক্ষের বৃহদাকার পাতা (এক পয়সার সালপাতা কিনিয়া রাখিলে ১০/১২ দিন ভাত খাওয়া চলিবেক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {শাল+পাতা}
  • Bengali Word সালমমিছরি Bengali definition [সালম্‌মিস্‌রি] (বিশেষ্য) ওষুধে ব্যবহৃত ঈষৎ মিষ্ট মূলবিশেষ। {(আরবি) ছ‘লব্‌-ই-মিসরী}
  • Bengali Word সালসা Bengali definition [শাল্‌শা] (বিশেষ্য) রক্ত পরিস্কারক ঔষধ বিশেষ। {(পর্তুগিজ) salsaparrilha}
  • Bengali Word সালাত Bengali definition [সালাত্‌] (বিশেষ্য) ১ নামাজ; ইসলামি বিধান অনুযায়ী ইবাদত বা উপাসনা (ঐ শোন কোন সালাতের ধ্বনি-কাজী নজরুল ইসলাম)। ২ দরুদ; দোয়া, আশীর্বাদ। {(আরবি) সালাত্‌}
  • Bengali Word সালাদ, সালাত Bengali definition [সালাদ্‌, সালাত্‌] (বিশেষ্য) তৈল, সির্কা ও নানা প্রকার মশলাসংযোগে প্রস্তুত আহার্য কাঁচা শাক সবজি ফলমূল ইত্যাদি। {(ইংরেজি) salad}
  • Bengali Word সালাম Bengali definition [সালাম্‌] (বিশেষ্য) ১ শান্তি; নিরাপত্তা। ২ শান্তি কামনা; শুভেচ্ছাপ্রকাশ। ৩ অভিবাদনবিশেষ। □ (বিশেষণ) শান্তিদাতা। (আস্‌) সালাম আলায়কুম-ইসলামি বিধান অনুযায়ী শান্তিকামনা প্রকাশক অভিবাদনবিশেষ; তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। {(আরবি) সালাম}
  • Bengali Word সালামত Bengali definition [সালামত্‌] (বিশেষ্য) নিরাপত্তা; শান্তি; সুখ (এসেছো এখানে যদি পাবে না কখনো সালামত-ফররুখ আহমদ)। সহি সালামত (বিশেষ্য) সুখ; শান্তি; স্বাস্থ্য; নিরাপত্তা (সহি সালামতে থাকা)। {(আরবি) সালামত}
  • Bengali Word সালামি, সালামী, সেলামী Bengali definition [সালামি, সালামী, সেলামি] (বিশেষ্য) ১ নজরানা; প্রদত্ত সম্মানী অর্থ (সে প্রতিপত্তিও আর নাই; বার্ষিক সালামিরও সে প্রতুলতা নাই-কাজী ইমদাদুল হক)। ২ ঘুষ; সংগত প্রাপ্তির অতিরিক্ত অর্থ। {(আরবি) সালামী}
  • Bengali Word সালার Bengali definition [সালার্‌] (বিশেষ্য) অধিনায়ক। সিপাহসালার (বিশেষ্য) সৈন্যাধ্যক্ষ। {(ফারসি) সালার}
  • Bengali Word সালিয়ানা Bengali definition [শালিয়ানা] (বিশেষ্য) বার্ষিক বৃত্তি; বাৎসরিক খাজনা (সালিয়ানা পরিশোধ করা)। □ (বিশেষণ) বাৎসরিক। {(ফারসি) সালিয়ানহ}
  • Bengali Word সালিস, সালিশ Bengali definition [শালিশ্‌] (বিশেষ্য) মীমাংসার্থ মধ্যস্থ ব্যক্তি; মাধ্যম (যাদের সালিশ মানি তারা আবার নতুন এক এক সংখ্যা বলে-মনোজ বসু)। সালিসি, সালিশি (বিশেষ্য) ১ মধ্যস্থতা; মীমাংসাকারীর কাজ (এই নিয়ে চারজনে করে গেল ভীষণ সালিশী-জীবনানন্দ দাশ)। ২ মধ্যস্থ ব্যক্তি দিয়ে বিচার। {(আরবি) ছালিছ}
  • Bengali Word সালু Bengali definition ⇒ শালু
  • Bengali Word সালুক Bengali definition ⇒ শালুক
  • Bengali Word সালুন, সালন Bengali definition [সালুন্‌, সালোন] (বিশেষ্য) ব্যঞ্জন (সালুনও কিছু আছে-জাফর)। {(আরবি) সালিম}
  • Bengali Word সালেক, সালিক Bengali definition [সালেক্‌] (বিশেষ্য) ১ পথিক। ২ সাধনপথের পথিক বা মুরশিদ, অধ্যাত্মপন্থি; সুফি সাধক (মোকাম্মেল সালেক ও মজযুব পীরের দামন-আবুল মনসুর আহমদ; আধ্যাত্মিক জগতে এমন ছালেকের আধিপত্য-কায়কোবাদ)। {(আরবি) সালিক}
  • Bengali Word সালোক্য Bengali definition [শালোক্‌কো] (বিশেষ্য) ১ হিন্দুমতে ইষ্ট দেবতার সাথে অবস্থানরূপ মুক্তি। ২ মৃত্যু (সালোক্য প্রাপ্তি)। {(তৎসম বা সংস্কৃত) সলোক+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সালোয়ার Bengali definition ⇒ সালওয়ার
  • Bengali Word ইমসন, ইমসাল Bengali definition [ইম্‌শন্‌, ইম্‌শাল্] (বিশেষ্য) এই বৎসর। {(ফারসি) ইম-(=এই)+ সন; (ফারসি) সাল (=বৎসর)}
Closing this window will clear all results and return you back to the search section