Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সরফরাজ ১, ছরফরাজ ১ Bengali definition [শর্‌ফরাজ্‌, ছর্‌ফরাজ্‌] (বিশেষ্য) ১ বাংলার একজন নবাবের নাম। ২ মোড়ল; নেতা; পরিচালক; কর্তা (রেজা খাঁ মনে করিল আমি এই সময়ে সরফরাজ হইব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) সরফরাজ}
  • Bengali Word সরফরাজ, ছরফরাজ ১ Bengali definition [শর্‌ফরাজ্‌, ছর্‌ফরাজ্‌] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) কৃতার্থ; সম্মানিত হওয়া (আপনি এ গবীরের কথা মনে করে এসব পাকচীজ বয়ে এনেছেন তাতে আমি বড়ই সরফরাজ হলাম-ইহক)। সরফরাজি (বিশেষ্য) বড়াই; মোড়লি; ফোপরদালালি; স্বঘোষিত কর্তাগিরি (বলি কে তোমায় সরফরাজি করতে ডেকেছে-গৌরিশঙ্কর চট্টাচার্য)। {(ফারসি) সর্‌ফরাজ্‌}
  • Bengali Word সরফর্দা Bengali definition [সর্‌ফর্‌দা] (বিশেষ্য) সঙ্গীদের সুরবিশেষের নাম (কারফাতে সরফর্দাতে হঠাৎ তোমার কাঁপল গলা খাঁচার পাখি গর্বাতে-কাজী নজরুল ইসলাম)। সরফর্দায় (ক্রিয়াবিশেষণ) সঙ্গীতের সুর লহরিতে (ওরে দূর থেকে মেতে উঠল ভুবন তাই হাওয়া ফেরে ফরফর সরফর্দায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সর্‌পর্দহ্‌}
  • Bengali Word আশরফি, আসরফি Bengali definition [আস্‌রফি] (বিশেষ্য) স্বর্ণমুদ্রা বিশেষ; ১০ মাসা বা প্রায় ১০ গ্রাম ওজনের সোনার মোহর (আসরফি বস্ত্র অনঙ্কার আদি যত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)আশ্‌রফ্ + (ফারসি) ঈ }
  • Bengali Word আসরফি Bengali definition আশরফি
Closing this window will clear all results and return you back to the search section