Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word শাফা Bengali definition [শাফা] (বিশেষ্য) আরোগ্য; রোগমুক্তি (খোদা যাকে শাফা না দেয় তাকে কে ভাল করিতে পারে-আবুল মনসুর আহমদ)। শাফি (বিশেষ্য) রোগ মুক্তিদাতা; আরোগ্যদাতা। {(আরবি) শিফা}
  • Bengali Word সাফায়ত, সাফাত, শাফায়াৎ Bengali definition [সাফায়ত্‌, সাফাত্‌, সাফায়াত্‌] (বিশেষ্য) সুপারিশ (সাফায়াত পাল বাঁধা তরণীর মাস্তুল-কাজী নজরুল ইসলাম)। ২ শেষ বিচারের দিনে আল্লাহর নিকট হজরত মুহম্মদ (সা.)-এর সুপারিশ (নৈলে কখনো মুসলিম নও, মিছে সাফায়াত চাও-কাজী নজরুল ইসলাম; সংসারে সার সেহি নিদানের বন্ধু যাহার সাফাতে পার হৈব ভবসিন্ধু-হেয়াত মাহমুদ)। {(আরবি) শফা-‘আত}
Closing this window will clear all results and return you back to the search section