Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word শবেকদর Bengali definition [শবেকদোর্‌] (বিশেষ্য) ১ মর্যাদাপূর্ণ রাত্রি; সম্মানিত রজনী। ২ রমজান মাসের ২১ ২৩ ২৫ ২৭ অথবা ২৯ তারিখের রাত্রি; যে রাত্রিতে পবিত্র কোরান প্রথম অবতীর্ণ হয়েছে (মাহে রমজান এসেছে যখন আসিবে শবে-কদর-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শব+ (আরবি) কদর; (তুলনীয়) লায়লাতিল কদর}
  • Bengali Word শবেবরাত Bengali definition [শবেবরাত্‌] (বিশেষ্য) পাপমুক্তি রজনী; সৌভাগ্য রজনী; চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিন-এই দিন পিতৃকুলের মুক্তি কামনায় মুসলমানেরা রুটি হালুয়া বিতরণ করেন (শবে-বরাতের রজনীতে গোরস্থানের মৃৎ প্রদীপ যেমন ক্ষণেকের তরে ক্ষীণ আলো দিয়ে নিবে যায়, তেমনি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শব+ (আরবি) বার’আত}
Closing this window will clear all results and return you back to the search section