- Bengali Word শখ, সখ (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শখ্] (বিশেষ্য) ১ আগ্রহ; মনের ঝোঁক (টিকিট জমানোর শখ)। ২ পছন্দ; সাধ (শখের কলম)। ৩ চিত্তবিনোদনের বাসনা (শখ করে করা)। {(আরবি) শৱক}
- Bengali Word শখিন, শখীন, শওকীন, শৌকীন Bengali definition ⇒ শৌখিন
- Bengali Word সখ (প্রাচীন প্রয়োগ), সক (প্রাচীন প্রয়োগ), শখ Bengali definition [শখ্, শক্, শখ্] (বিশেষ্য) ১ অভিরুচি; আগ্রহ। ২ উচ্চাশা; যশ (যে হয় সে হয় আজ সংগ্রামে একক পরান হারাই কিম্বা রেখে যাই সক-ঘনরাম চক্রবর্তী)। ৩ ঝোঁক। ৪ আমোদ। ৫ বিলাস। {(আরবি) শৱক}
- Bengali Word আশখাস Bengali definition [আশ্খাশ্] (বিশেষ্য) ব্যক্তিগণ। {(আরবি)আশ্খাস্ ; (একবচন) শখ্স}
- Bengali Word উশখুশ Bengali definition ⇒ উসখুস
- Bengali Word উসখুস, উশখুশ Bengali definition [উশখুশ্] (বিশেষ্য) অধীরতা বা অস্বস্তির ভাব (দুর্গা খানিকক্ষণ দাঁড়াইয়া কেমন যেন উসখুস করিতে লাগিল-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)। {সংস্কৃত ঔৎসুক্য>(পালি) উস্সুক্ক=উস্সুক্খ> উসখুস (বর্ণ বিপর্যয়ে)}
- Bengali Word খশ, খশখশ Bengali definition ⇒ খস১ এবং খসখস১
Closing this window will clear all results and return you back to the search section